মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়ে চিঠি রাজ্যপালের। ২ মার্চ থেকেই শুরু হতে পারে রাজ্য বিধানসভার অধিবেশন। মমতার ডাকে ১০ মার্চের পরে বৈঠকে অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ গ্রুপ সি কর্মীরা। দেবের পরে এবার তাঁর সহ-প্রযোজককে তলব সিবিআইয়ের। ফের বাড়ল সংক্রমণ। উত্তাল বিশ্বভারতী। প্রয়াত বর্ষীয়ান ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত।
হেডলাইন:
আরও শুনুন: 15 ফেব্রুয়ারি 2022: বিশেষ বিশেষ খবর- সংগীতজগতে নক্ষত্রপতন, প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়
বিস্তারিত খবর:
1. ডিজি বা মুখ্যসচিবকে বারবার তলব করেও সাড়া মেলেনি। এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। চলতি সপ্তাহের যে কোনও দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে উপস্থিত হতে অনুরোধ করে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। সেই চিঠির প্রতিলিপি আবার টুইটও করেছেন তিনি।
টুইটে রাজ্যপালের বক্তব্য, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চান। কারণ, আলোচনার মাধ্যমেই সব সমস্যা সমাধান হতে পারে। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্যপাল প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন। ধনকড়ের বক্তব্য, “সম্প্রতি বেশ কিছু বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েও পাইনি। এইসব তথ্য না পেলে রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি হতে পারে। যেটা এড়িয়ে চলা আমাদের দুজনেরই সাংবিধানিক কর্তব্য। আপনার তরফ থেকে দীর্ঘদিন কোনও জবাব না পাওয়ায় আমার সব আলোচনার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাই আপনার কাছে আমার অনুরোধ চলতি সপ্তাহের যে কোনও দিন রাজভবনে এসে আমার সঙ্গে আলোচনায় বসুন।” মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠানো নিয়ে কোনও মন্তব্য না করলেও, তাঁকে পাঠানো চিঠি প্রকাশ্যে আনায় রাজ্যপালকে পালটা তোপ দেগেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
2. জটিলতা কাটিয়ে মার্চের শুরুতেই বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। হিসেব অনুযায়ী, এই অধিবেশনেই রাজ্য বাজেট পেশ হওয়ার কথা। সম্ভাব্য দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। এর আগে রাজ্য মন্ত্রিসভার সুপারিশ মেনে অধিবেশন স্থগিত করে দিয়েছিলেন রাজ্যপাল। এবার দিনক্ষণ চূড়ান্ত হলে রাজ্যপাল ফের ঘোষণা করবেন বলে খবর।
বিধানসভা সূত্রে খবর, ২ মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ওইদিনই রাজ্যপালের সূচনা ভাষণ। ৩ তারিখ শোকপ্রস্তাব পেশ। আর ৪ তারিখ বাজেট পেশ হতে পারে। তবে ওইদিন রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের ফলপ্রকাশ। আবার মুখ্যমন্ত্রী ওইদিন বারাণসী যাবেন উত্তরপ্রদেশ নির্বাচনের শেষ ধাপের প্রচারে। ফলে ঠিক ২ তারিখই তা শুরু হবে কি না, তা নিয়ে এখনও খানিকটা সংশয় রয়েছে। তবে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য বাজেট পেশ হবে, তেমনই খবর মিলেছে বিধানসভা সূত্রে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।