বড়দিনের আমেজে ভাসল শহর। বঙ্গ বিজেপির জেলা স্তরে বড় রদবদল। হাওড়া পুরসভা সংশোধনী বিলে সই করেননি, টুইটে দাবি রাজ্যপালের।ওমিক্রন আক্রান্ত আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের এক ইন্টার্ন। বিতর্কিত কৃষি আইন ফের আনতে পারে কেন্দ্র। এক ছাতার তলায় ২২টি কৃষক সংগঠন। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিদ্ধ রাহুল গান্ধী। মুক্তির প্রথম দিনেই প্রায় ১৫ কোটির ব্যবসা কবীর খানের ছবি ’83’-র।
হেডলাইন:
আরও শুনুন: 24 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- কাটল জট, হাওড়া-বালি পুরসভার পৃথকীকরণ বিলে সই রাজ্যপালের
আরও শুনুন: 23 ডিসেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ফের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি অতীন ঘোষ
বিস্তারিত খবর:
1. বছর শেষের উৎসবে মেতেছে কলকাতা তথা গোটা বাংলা। বড়দিনে শীতের দাপট কমলেও বাঙালির সেলিব্রেশনে ভাটা পড়েনি এতটুকু। পার্ক স্টিট কিংবা বো বারাকের তো আছেই, শনিবার সকাল থেকে চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, সেন্ট পলস ক্যাথিড্রাল, ময়দান-সহ শহরের বিভিন্ন এলাকায় ভিড় জমিয়েছেন উৎসবমুখর জনতা। একই ছবি ধরা পড়ছে অন্যান্য জেলাতেও। টুইট করে দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সতর্ক থাকা ও কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীও। শুভেচ্ছা বার্তা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত শিথিল করা হয়েছে রাজ্যের কোভিডবিধি। থাকবে না রাত্রিকালীন কারফিউ-ও। এমনকী, রাতভর খোলা থাকবে হোটেল, রেস্তরাঁ, বার-ও। বড়দিন উপলক্ষে ২৫ , ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মিলবে নাইট বাস সার্ভিস। মূলত পার্কস্ট্রিট এলাকার আশপাশেই থাকবে বাস। সেখান থেকে শহরের উত্তর ও দক্ষিণপ্রান্ত এবং শহরতলি এলাকায় পৌঁছে যাওয়া যাবে। এসি ও নন-এসি দু’ধরনের বাস-ই মিলবে রাস্তায়। পাশপাশি শনিবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যাও। শনিবার ৭ মিনিট অন্তর মিলছে মেট্রো। তবে দিনের শেষ মেট্রোর সময় বদল হচ্ছে না।
বড়দিনের ছুটি কাটাতে সুন্দরবনে পৌঁছে গিয়েছেন কয়েক হাজার মানুষ। প্রায় প্রতিটি হোটেলে উপচে পড়া ভিড়। সমস্ত বোট, লঞ্চ ও অন্যান্য জলযানও বুক হয়ে গিয়েছে আগেই। শনি ও রবি মিলিয়ে অনেকে পর্যটকই বেরিয়ে পড়েছেন দিঘা কিংবা মন্দারমণির উদ্দেশেও। সব মিলিয়ে উৎসবের এই মুহূর্ত চেটেপুটেই উপভোগ করছে রাজ্যবাসী।
2. কলকাতায় ফের মিলল ‘ওমিক্রন’ আক্রান্তের খোঁজ। কলকাতার মেডিক্যাল কলেজের এক ইন্টার্নের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। যদিও জানা যাচ্ছে যে, আক্রান্ত বিদেশেও যাননি কখনও। তা সত্ত্বেও ‘ওমিক্রন’ সংক্রমিত হওয়ার খবরে স্বাস্থ্যদপ্তরের উদ্বেগ বেড়েছে। বেশ কয়েকদিন আগে কলকাতার এক মেডিক্যাল কলেজের ইন্টার্নের জ্বর, সর্দি, কাশির মতো নানা উপসর্গ দেখা দিয়েছিল। সেই সময় কোভিড টেস্ট করা হয় তাঁর। রিপোর্ট আসার পর জানা যায়, কৃষ্ণনগরের বাসিন্দা ওই ইন্টার্ন করোনা আক্রান্ত। এরপর তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। এদিকে, সংক্রমণের কথা জানামাত্রই কলকাতা থেকে কৃষ্ণনগরে চলে যান তিনি। শুক্রবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসে। বর্তমানে ওই ইন্টার্ন বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
গোটা দেশেই তরতরিয়ে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চাইছে কেন্দ্র। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন যেসব রাজ্যে সংক্রমণের হার বেশি, টিকাকরণের গতি স্লথ ও পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো নেই, সেখানে কেন্দ্রীয় বিশেষজ্ঞদের দল পাঠাতে। সেই মতো প্রাথমিকভাবে ছ’টি রাজ্যকে চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।