কে বলেছে পাহাড় ডিঙানো সহজ নয়! তবে শুনে নিন এই কন্যার কথাই। একটা-দুটো নয়, আট হাজার মিটারের থেকে বেশি উচ্চতার পৃথিবীর পাঁচটি পর্বতশীর্ষ জয় করে গড়লেন রেকর্ড। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি এই কাজ করে দেখিয়েছেন। আসুন শুনে নিই, তাঁর গল্প।
পাহাড় চড়ার দুরন্ত নেশা তার ছোটবেলা থেকেই। আর সেই টানেই একের পর এক শৃঙ্গ ছুঁয়ে এসেছেন মহারাষ্ট্রের সাতারা মেয়ে প্রিয়ঙ্কা মোহিতে। গড়েছেন রেকর্ড।
সম্প্রতি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অভিযান শেষ করেন ৩০ বছরের প্রিয়ঙ্কা। যার উচ্চতা ৮,৫৫৬ মিটার। না, এই প্রথম নয়। ২০২১ সালের এপ্রিলে জয় করেন মাউন্ট অন্নপূর্ণা। পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ মাউন্ট অন্নপূর্ণা। আর সেই অভিযান শেষ করেই বেরিয়ে পড়েছিলেন কাঞ্চনজঙ্ঘার উদ্দেশে। সেই সোনার পাহাড়, যার সামনে দাঁড়িয়ে মুগ্ধ হয় হাজার হাজার পর্যটক। শুধু একবার বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘাকে চোখে দেখতে চেয়ে হন্যে হন কত পাহাড়প্রেমী। সেই কাঞ্চনজঙ্ঘাই জয় করে এসেছেন প্রিয়ঙ্কা। গত বৃহস্পতিবার বিকেল ৪টে ৫২ মিনিটে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গে জয়পতাকাটি পুঁতে ফেলেন তিনি।
আরও শুনুন: জেসিবি থেকে রোড রোলার, চালাতে পারেন সবই! ইঞ্জিনিয়ারিংও পড়ছেন ৭১ বছরের বৃদ্ধা
এর আগেও একাধিক শৃঙ্গ জয় করেছেন তিনি। ২০১৩ সালে মাউন্ট এভারেস্টে পা রাখেন প্রিয়ঙ্কা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৪৯ মিটার। ২০১৬ সালে মাউন্টে কিলিমাঞ্জারো এবং ২০১৮ সালে মাউন্ট লোৎসেও জয় করেন তিনি। তিনিই প্রথম ভারতীয় কন্যা যিনি আট হাজার মিটারের উচ্চতার পাঁচটি শৃঙ্গই জয় করে ফেললেন। ২০২০ সালে তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কারও জিতেছেন প্রিয়ঙ্কা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেছিলেন তিনি।
আরও শুনুন: অবিশ্বাস্য! বরফের চাদরের তলায় সাঁতার কেটে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এই কন্যা
পাহাড়ের প্রতি ভালবাসার শুরুটা যে কবে হয়েছিল, তা আজ আর মনে নেই তাঁর। তবে অভিযান শুরু হয়েছিল উত্তরাখণ্ডের গাড়ওয়াল বিভাগের বান্দারপুঞ্চ শৃঙ্গ দিয়ে। সেটা সম্ভবত ২০১২ সাল। তার পর আর থামতে পারেননি। দিনে দিনে কত ছোট বড় পাহাড়ে যে তিনি চড়েছেন তার ইয়ত্তা নেই। যতই পর্বতের উচ্চতা বেড়েছে, আরও অদম্য হয় উঠেছেন প্রিয়ঙ্কা। ২০১৮ সালে শিব ছত্রপতি রাজ্য পুরস্কারে তাঁকে সম্মানিত করে মহারাষ্ট্র সরকার।
মেয়ের পাহাড় চড়ার স্বপ্নটাকে সবসময় যত্নে লালন করেছেন প্রিয়ঙ্কার পরিবার। বৃহস্পতিবার কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ ছোঁয়ার খবরটা পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন প্রিয়ঙ্কার ভাই আকাশ। আপাতত ঘরের মেয়ের ঘরে ফেরার অপেক্ষাতেই দিন গুনছে গোটা পরিবার।