ট্রাম্পের ফেরায় বিশ্বের রাজনীতির কী হবে, সে তো সময়ই বলবে। তবে, মিমের যে সুদিন ফিরেছে, এমনটা বললে বোধহয় খোদ ট্রাম্পও চটে যাবেন না।
মার্কিন মুলুক লালে লাল। এদিকে নেটদুনিয়ায় মিম ফেস্টিভ্যাল। প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রত্যাবর্তন নিশ্চিত। আর সে খবর যত স্পষ্ট হল বিশ্ব মেতে উঠল মশকরায়। মিমের সাম্রাজ্যের এমনই নামডাক যে, খোদ ট্রাম্পের পুত্র নাকি খোঁজখবর নিতে শুরু করেছেন, যে, কী কী মিম ছড়িয়েছে?
তা, কম মিম ছড়ায়নি যদিও! ট্রাম্প আর কমলা হ্যারিসের ভোটের সমীকরণকে মাথায় রেখে নানা প্রসঙ্গের অবতারণা। তবে, সবথেকে মজাদার বিষয়টি হল, এর সঙ্গে জুড়ে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির নামও। ধোনি আর তাঁর ৭ নম্বর জার্সি এমন ওতপ্রোত জড়িত যে, সাত সংখ্যাটিই ধোনির সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে বলা যায়। বেশিরভাগ সময়ে তিনি সাত নম্বর পজিশনেই ব্যাট করতে নামতেন। আর আশ্চর্য ইন্দ্রজালে ম্যাচ জিতিয়ে দিতেন। রসিক নেটিজেনরা ট্রাম্পের নির্বাচনী জয়েও সেই সাতের ম্যাজিক দেখেছেন। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৭৭টি। ম্যাজিক ফিগার ২৭০-এর থেকে ঠিক ৭টি বেশি।এই সাতের অনুষঙ্গেই চলে এসেছেন মাহি। এমনকী, ২০২৪ সালের নভেম্বরের ৬ তারিখটি মাথায় রেখেও যোগফলে এসেছে সেই সাত। ফলে, ধোনি আর ট্রাম্পের পুরনো একটি ছবি পোস্ট করে ধোনি-ভক্তরা সাফ জানিয়েছেন, ট্রাম্পের এই সাফল্যের পিছনেও নাকি আছে মাহি-ফ্যাক্টর। নিছক মশকরা সন্দেহ নেই। আসলে ধোনির সাফল্য এমন আকাশছোঁয়া যে, যে কোনও সাফল্যের গল্পেই ধোনিকে টেনে আনা নেটদুনিয়ার এক রীতি। এখানেও তার ব্যতিক্রম হয়নি।
এ তো গেল ট্রাম্পের জয়ধ্বনি আর ধোনির যোগসূত্র। আরও নানা প্রসঙ্গই এসেছে মিমের দুনিয়ায়। যেমন একটি মিমে বলা হচ্ছে, অলিম্পিক ছাড়া কোনও পুরুষ মহিলাকে এমন ভাবে হারিয়ে দিচ্ছেন, এমনটা সচরাচর দেখা যায় না। এই গল্পে আবার চলে এসেছেন ইলন মাস্ক। কেউ কেউ মশকরা বলছেন, ট্রাম্পের জয়ের পর তিনি নাকি ‘লাইক’ বাটনটিই পালটে ফেলেছেন। এদিকে এই মিমের খাতিরেই ফিরে এসেছে সেই ছোট্ট কাঠবিড়ালি। যার মৃত্যু যথেষ্ট আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সরকারি সিদ্ধান্তে তার মৃত্যুর দরুন অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর ইলন মাস্ক নিজে রসিকতা করে তার সঙ্গে জুড়ে দিয়েছিলেন ট্রাম্পকে। অতএব নেটদুনিয়ায় সেই Peanut the squirrel ফিরে এসে কমলা হ্যারিসকে বার্তা দিচ্ছে, এমন ছবিও দেখা গেল।
💀💀💀💀💀 pic.twitter.com/F1ulcSgMnG
— Rothmus 🏴 (@Rothmus) November 6, 2024
“Tell Kamala. I want her to know it was me” pic.twitter.com/YhyopZufIi
— Peter Hague (@peterrhague) November 6, 2024
ট্রাম্পকে নিয়ে বরাবরই মিম হয়ে থাকে। যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন না, তখনও এর কমতি ছিল না। আবার যখন তিনি তখতে বসতে চলেছেন তখন স্বাভাবিক ভাবেই জোয়ার এসেছে মশকরায়। তবে, সবতেকে গুরুত্বপূর্ণ হল, ট্রাম্পের ছেলের বক্তব্যটি। মশকরায় তিনি মোটেও চটে যাচ্ছেন না! বরং কোথায় কী আছে খুঁজে দেখতে হয়রান হতে হবে বলে, নিজেই বাবার মিমের ভাণ্ডার জমিয়ে রাখতে চেয়েছেন তিনি। ট্রাম্পের ফেরায় বিশ্বের রাজনীতির কী হবে, সে তো সময়ই বলবে। তবে, মিমের যে সুদিন ফিরেছে, এমনটা বললে বোধহয় খোদ ট্রাম্পও চটে যাবেন না।