বিশ্বকাপ বরাবরই বর্ণময়। কত না ঘটনা! বিতর্ক, উন্মাদনা। চলতি বিশ্বকাপের মরশুমে যখন সবাই মশগুল, তখনই ফিরে দেখা অতীতের টুকরো মুহূর্ত। আচ্ছা রোনাল্ডোর সেই অদ্ভুত ছুলের ছাঁটের কথা মনে আছে? যেমন তাঁর পারফরমেন্স, তেমনই বিশ্বকাপ মাতিয়ে দিয়েছিল সেই স্টাইল। তা কেন ওরকম ছাঁট বেছে নিয়েছিলেন তিনি? আসুন শুনে নিই।
৯ নম্বর জার্সিতে বিশ্বকে শাসন করেছেন কে? এ প্রশ্নের উত্তরে এক কথায় যাঁর নাম উঠে আসে, তিনি ব্রাজিলীয় কিংবদন্তি রোনাল্ডো। ২০০২-এর বিশ্বকাপ মানেই রোনাল্ডোর পায়ের জাদু। ব্রাজিলকে পঞ্চমবার বিশ্বকাপে বিজয়ী করে তোলার মূল কারিগর ছিলেন তিনিই। অলিভার কানের সঙ্গে তাঁর দ্বৈরথ এখনও ফুটলপ্রেমীদের চোখে ভাসে। সেই রোনাল্ডোই বিশ্বকাপে নজর কেড়েছিলেন তাঁর চুলের স্টাইলের জন্যও। নায়কের চুলের অরকম অভিনব কায়দা দেখে গোটা বিশ্বে কত না ব্রাজিল সমর্থক নিজের চুলের ছাঁট-ই বদলে ফেলেছিলেন। বহুদিন পেরিয়ে গেলেও এখনও অনেকে জানতে চান, ঠিক কেন এরকম স্টাইল বেছে নিয়েছিলেন কিংবদন্তি তারকা? এ রহস্য ফাঁস করেছিলেন কিংবদন্তি নিজেই।
সে সময় পায়ের চোট নিয়ে সামান্য সমস্যায় ছিলেন রোনাল্ডো। তাঁর মতো তারকার চোট নিয়ে কথাবার্তা তো হবেই। সকলেরই কৌতূহল সেদিকে। ব্যাপারটা ঠিক ভাল লাগছিল না তাঁর। মনে হচ্ছিল, চোট নিয়ে যত কথা হচ্ছে, তত না হলেই ভাল হয়। আর সর্বক্ষণ চোট নিয়ে আলোচনা হলে, তাঁর মাথাতেও ওই একটা বিষয়ই কেবল ঘোরাফেরা করছে। মুহূর্তে সিদ্ধান্ত নিলেন আলোচনার অভিমুখটাই ঘুরিয়ে দিতে হবে। আর সেই সিদ্ধান্তের ফলাফল হয়েই দেখা দিল এক অদ্ভুত ছুলের ছাঁট। গোটা মাথা কামানো। শুধু সামনের অংশে ছিল চুল। যেই এই রূপে তিনি সামনে এলেন, অমনি আলোচনা শুরু হল তাঁর চুলের স্টাইল নিয়েই। কেউ কেউ বলতে শুরু করলেন, এমন অদ্ভুত চুলের ছাঁট কেউ কখনও দেখেনি। আর ভক্তরা তো নিজেদের চুলের স্টাইলই বদলে ফেললেন। চোট-আঘাতের গল্প যেন সকলেই ভুলে গেলেন। সমস্ত কথাবার্তা হতে শুরু করল তাঁর চুলের ছাঁট নিয়ে। আর তাতেই স্বস্তি পেলেন রোনাল্ডো। চোট-আঘাতের কথা মাথা থেকে সরিয়ে তিনিও মন দিলেন খেলায়। ফোকাস যেন কিছুতেই না নড়ে, এই তাঁর সাধনা। আর তার ফলাফল গোটা বিশ্ব দেখেছে ২০০২-এর বিশ্বকাপে। যত দিন গিয়েছে চুলের ওই অদ্ভুত ছাঁট প্রায় কিংবদন্তির পর্যায়ে চলে গিয়েছে। তবে সেই চুলের স্টাইল যে রোনাল্ডোকে খেলায় মনোনিবেশ করতে সাহায্য করেছিল, সে কথা সেদিন আর কে জানত!