মাত্র ১৩ বছর বয়সে ডানপায়ের জায়গায় একটা প্রস্থেটিকার ব্লেড নিয়ে চলা শুরু করেছিলেন। ২০২০ অলিম্পিকের স্টার্টিং লাইনে এসে হাতে পেলেন খোলা চিঠি – ‘তুমি আমাদের অনুপ্রেরণা’। টোকিওতে সোনাজয়ী স্যাম গ্রিউয়ের জীবন-ইতিহাসের সাক্ষী থাকল গোটা বিশ্ব।
২০১৬ রিও অলিম্পিকে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে পারেননি আমেরিকান অ্যাথলিট স্যাম গ্রিউ (Sam Grewe)। ৩১শে অগাস্ট, ২০২০। স্যাম আবার তাঁর প্রস্থেটিক পায়ের ওপর ভরসা রেখে সোনা জয়কে লক্ষ্য করে এসে দাঁড়িয়েছেন টোকিও অলিম্পিক্সের স্টার্টিং পয়েন্টে। গ্যালারি থেকে হঠাৎই তার হাতে এল একখানা চিঠি। টোকিও প্যারালিম্পিক্সের লেটার হেডে তার জন্য খোলা চিঠি নিয়ে এসেছেন জাপানের বাসিন্দা মাসাকি কানদো। বর্তমানে টোকিও ২০২০ অলিম্পিক আয়োজক সংস্থায় কর্মরত মাসাকি চিঠিতে কৃতজ্ঞতা জানিয়েছেন স্যামকে। তাঁর ১৩ বছরের ছেলে হারুকি ও তাঁর পরিবারকে বাঁচার, অনুপ্রেরণা দেওয়ার জন্য। মাসাকির ছেলেও স্যামের মত হাড়ের ক্যানসারের শিকার। ৩ বছর আগে তারা স্যামের সম্পর্কে জানতে পারে, অপারেশনের সিদ্ধান্ত নেয়, এবং অনুপ্রাণিত হয় জীবনকে চ্যালেঞ্জ করার।
আরও শুনুন: Tokyo Paralympics: প্রতিবন্ধকতাকে উড়িয়ে সাফল্যে পৌঁছানোর রাস্তা চেনাচ্ছেন অবনী-ভবিনারা
এবার আসি স্যামের কথায়। স্যাম নিজে ১৩ বছর বয়সে ডান পা বাদ দিয়ে প্রস্থেটিক ব্লেড লাগানোর সিদ্ধান্ত নেন। হাতের মুঠোর মাপের টিউমার ছিল তাঁর পায়ে। তাঁরও হাড়ের ক্যানসার ধরা পড়ে। খেলোয়াড় হবেন কিনা তা নিয়েও দ্বিধা আসে জীবনে। কিন্তু হার মেনে নিতে যে শেখেনইনি স্যাম! ২০২০ প্যারালিম্পিক্সে ১.৯০ মিটারের হাইজাম্পে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতলেন মার্কিন অ্যাথলিট স্যাম গ্রিউ।
আরও শুনুন: ‘গোলন্দাজ’ হয়ে তিনি আসছেন পর্দায়, চিনে নিন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী-কে
কিন্তু এখানেই শেষ নয় নিজের সব লক্ষ্য পূরণের পরও নিজের শেখা, জানা যা কিছু বিলিয়ে দেওয়ার দায় থেকে যায়। যা বই ঘেঁটে জানা যায় না। তাই নিজের মত আরও অনেক অ্যাথলিটমনষ্কদের সাহায্য করতে মিশিগানের এক মেডিক্যাল স্কুলে যোগ দিয়েছেন ২৩ বছরের স্যাম। আর ইতিমধ্যেই বছর আটেকের ছোট এযরাকে নিয়মিত ভিডিও কলে, প্রস্থেটিক পা নিয়ে মুভমেন্টের কৌশল শেখাতেও শুরু করেছেন। বাঁচার তাগিদ থাকলে এভাবেও বেঁচে থাকা যায়। সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে সজীবতার মাইলস্টোন ছুঁয়ে ফেলা যায়। জাপানের হারুকি, এযরা ফ্রেঞ্চ-এর মত লক্ষ লক্ষ মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেওয়া যায়।