তিনি নাকি ভবিষ্যৎদ্রষ্টা! তাঁর নাকি টাইম ট্র্যাভেলেরও ক্ষমতা রয়েছে। আর সেই ক্ষমতার জোরেই এবার কাতার বিশ্বকাপের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে দিলেন এই ব্যক্তি। কী বলছে তাঁর ভবিষ্যদ্বাণী? আসুন, শুনে নেওয়া যাক।
এর আগেও বিশ্বকাপের ম্যাচ নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। আগেভাগেই বলে দিয়েছিলেন ইউরো কাপের একটি ম্যাচের ফলাফলও। এবার সেই ব্যক্তিই জানালেন বিশ্বকাপ ২০২২-এর বিজয়ী দলের নাম। এমনকি ফাইনাল ম্যাচে সেই দলের প্রতিপক্ষ হবে কোন দেশ, তার নামও ঘোষণা করেছেন তিনি। শুনতে অবাক লাগছে তো? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: অদ্ভুত চুলের ছাঁটে বাজিমাত, কেন এমন স্টাইল বেছে নিয়েছিলেন রোনাল্ডো?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ব্রাজিল সমর্থকদের উল্লাস। আর ভিডিওর উপর লেখা রয়েছে, ‘ফ্রান্সকে হারিয়ে ২০২২ বিশ্বকাপ পাচ্ছেন ব্রাজিল’। ভাবছেন, তারিখ সংক্রান্ত কোনও গোলযোগ? আজ্ঞে না। কোথাও কোনও ভুল হয়নি। অন্তত তেমনটাই দাবি করেছেন পোস্টদাতা ব্যক্তি। চলতি বছরের বিশ্বকাপ শেষ হওয়ার আগেই এবারের বিশ্বকাপজয়ী দেশের নাম ঘোষণা করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। আর দাবি করেছেন, টাইম ট্র্যাভেল করেই নাকি আগেভাগে ফলাফল জেনে গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ‘ওয়ার্ল্ডকাপ টাইম ট্র্যাভেলার’ বলেই ঘোষণা করেছেন ওই ব্যক্তি।
চলতি বছরের বিশ্বকাপের ফল বিষয়ে ঠিক কী জানিয়েছেন তিনি? তাঁর মতে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে। সেখানে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বজয় করবে ব্রাজিল। এমনকি ব্রাজিলের হয়ে কোন কোন খেলোয়াড় গোল করবেন সে কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, ব্রাজিলের হয়ে গোল করবেন রিচার্লিসন ও মারকুইনহো। অন্যদিকে ফ্রান্সের পক্ষে গোলটি করবেন আন্তনিও গ্রিজম্যান। রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে তিনি ঘোষণা করেছেন, ২০২২-এর বিশ্বচ্যাম্পিয়ন হতে চলেছে ব্রাজিল।
আরও শুনুন: নগ্নতার প্রতিশ্রুতি, বক্ষমাঝে মোবাইল, বিশ্বকাপে ঝড় তোলা মডেল এখন কোন দলের সমর্থক?
এই ভিডিও প্রকাশ পেতেই চাঞ্চল্য ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। দুদলে ভাগ হয়ে গিয়েছেন ব্রাজিল ও ফ্রান্সের সমর্থকেরা। ভিডিওটি নিয়ে বিভিন্ন মন্তব্য ছুঁড়ে দিয়েছেন অন্যান্য দলের সমর্থকরাও। বেশিরভাগই এই দাবিকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন। কিন্তু এই ব্যক্তির পূর্বের ভবিষ্যদ্বাণী মনে করিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। আর সেই সূত্র ধরেই এই স্বঘোষিত টাইম ট্র্যাভেলারের দাবি মেনে আশায় বুক বাঁধছেন তিতে-র দলের অনুরাগীরা।