বিশ্বকাপ বরাবরই বর্ণময়। কত না ঘটনা! বিতর্ক, উন্মাদনা। চলতি বিশ্বকাপের মরশুমে যখন সবাই মশগুল, তখনই ফিরে দেখা অতীতের টুকরো মুহূর্ত। একই ম্যাচে তিনবার হলুদ কার্ড দেখলেন এক খেলোয়াড়! এমনটাও কি সম্ভব? বিশ্বকাপের ইতিহাস সাক্ষী রয়েছে এমনও ঘটনার। কোন ম্যাচে হয়েছিল এমন অদ্ভুত কাণ্ড? আসুন শুনে নেওয়া যাক।
২০০৬ জার্মানি বিশ্বকাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়া। ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ব্রিটিশ রেফারি গ্রাহাম পোল। আগের ম্যাচগুলিতে নির্ভুল্ভাবে ম্যাচ পরিচালনা করায় এই ম্যাচ পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছেন তিনি। কিন্তু এই ম্যাচে তিনি যা করেছিলেন, তা আজও মনে রেখেছেন ক্রীড়াপ্রেমীরা। সবাইকে অবাক করে একজন খেলোয়াড়কে তিনবার হলুদ কার্ড দেখিয়েছিলেন তিনি। ফুটবলের ইতিহাসে সে ঘটনা নজিরবিহীন।
আরও শুনুন: অদ্ভুত চুলের ছাঁটে বাজিমাত, কেন এমন স্টাইল বেছে নিয়েছিলেন রোনাল্ডো?
আসলে আন্তর্জাতিক ফুটবলে ফাউল হলে খেলোয়াড়কে দুটি কার্ড দেখানোর নিয়ম রয়েছে। প্রথমটি হলুদ, পরেরটি লাল। নিয়ানুসারে, একবার ফাউল করলে খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হয়। তারপরেও যদি তিনি সামলে না নেন তাহলে আরেকটি হলুদ কার্ড দেখিয়ে তাঁকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে গুরুতর কোনও ফাউল করলে খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করা যেতে পারে। ফুটবলের কানুন অনুসারে, দু’বার হলুদ কার্ডের প্রদর্শন, একটি লাল দেখানোরই সমান। যে ম্যাচ নিয়ে এই গল্প, সেটাতেও অনেকেই ফাউল করেছিলেন। যাদের মধ্যে অন্যতম ছিলেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জোসিপ সিমুনিক। ম্যাচের সাত মিনিটের মাথায় অস্ট্রেলিয়ার এক ফুটবলারকে ফাউল করেন সিমুনিক। ওই ফাউলের কারণে হলুদ কার্ড দিয়ে সিমুনিককে সতর্কও করেন রেফারি পোল। কিন্তু ম্যাচের গতি বাড়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের উত্তেজনার পারদও বাড়তে থাকে। তাই রেফারির সতর্কতা ভুলে আরও একবার ফাউল করে বসেন সিমুনিক। যথারীতি তাঁকে আবার হলুদ কার্ড দেখান পোল। নিয়মানুসারে এরপর তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু অদ্ভুতভাবে সেদিন সিমুনিককে মাঠের বাইরে যাওয়ার কোনও নির্দেশ রেফারি দেননি। খেলার শেষ পর্যায়ে এসে বিপক্ষের খেলোয়াড়রাও বিষয়টি খেয়াল করেননি। এমনকি এই ভুল চোখে পড়েনি সহকারী রেফারি, লাইন্সম্যান কিংবা চতুর্থ রেফারিরও। তবুও অন্তিম রক্ষা হয়নি। ম্যাচের একেবারে শেষ ভাগে আরও একবার ফাউল করেন সিমুনিক। তখন তাঁকে আবার হলুদ কার্ড দেখান পোল। এবং নির্দেশ দেন মাঠের বাইরে যাওয়ার। সেদিনের ম্যাচে ক্রোয়েশিয়ার জয় হয়। এবং তারপরই বিশ্ব জুড়ে ওঠে সমালোচনার ঝড়। যার জেরে গ্রাহাম পোলকে বিশ্বকাপের রেফারি পদ থেকে বরখাস্ত করা হয়। শোনা যায়, এরপর থেকে তিনি আন্তর্জাতিক মঞ্চে আর কখনও রেফারিং করেননি।