আরও একটা আইপিএল। আরও একবার চ্যাম্পিয়ন। নেপথ্যে সেই মহেন্দ্র সিং ধোনি। এহেন কৃতিত্বের প্রশংসা না করে থাকা যায়? তাই শুধু ধোনিভক্তরাই নন, গোটা পৃথিবী থেকে ক্রীড়াপ্রেমীদের শুভেচ্ছা পেয়েছেন মাহি। সেই তালিকায় রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও। ঠিক কী বলেছেন তিনি ধোনির উদ্দেশ্যে? আসুন শুনে নেওয়া যাক।
পঞ্চমবার আইপিএল ট্রফি জিতে ইতিহাস গড়েছেন ধোনি। দুটি বিশ্বকাপ-সহ তিনটি আইসিসি ট্রফি তাঁর ঝুলিতে। দেশের-দশের কাছে তাঁর প্রমাণ করার কিছুই নেই। তবু এখনও নিজেকে উজার করে দেন মাহি। ব্যতিক্রম ছিল না ২০২৩-এর আইপিএল ফাইনাল। শূন্য রানে আউট হয়েও তিনিই সকলের চোখের মণি। তাঁর জন্য শুভেচ্ছার বার্তা ভেসে এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। সেইসঙ্গে যোগ দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও।
আরও শুনুন: মহেন্দ্র সিং ধোনি: প্রহরশেষের আলোয় দেখা ভারতীয় ক্রিকেটের অমোঘ সর্বনাশ
আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত হওয়াই স্বাভাবিক। টুইট করে সেই আনন্দ প্রকাশ করেছেন তিনি। তবে দলকে শুভেচ্ছা জানানোর সময় বিশেষ ভাবে উল্লেখ করেছেন মহেন্দ্র সিং ধোনির নাম। তাঁর কথায়, যে কোনও সংকটেই ধোনির পরিকল্পনা থাকে। সেইসঙ্গে উল্লেখ করেছেন রবীন্দ্র জাদেজার নামও। এদিনের ম্যাচে তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। যেভাবে চাপের মুখে ম্যাচ জিতিয়েছেন তিনি, তা সকলকে অবাক করেছে। তবু উন্মাদনার শীর্ষে রয়েছেন মাহি-ই। আর থাকবেন নাই বা কেন? এতদিনের ক্রিকেট কেরিয়ারে নেহাত কম কিছু তো করেননি তিনি। বিশ্বের দরবারে একাধিকবার নাম উজ্জ্বল করেছেন দেশের। সবসময় মাথা ঠান্ডা রেখে মাঠ সামলেছেন। দায়িত্ব নিয়ে ঠিক রেখেছেন দলের সকলের সমন্বয়। তাই তো তিনি ক্যাপ্টেন কুল। মাঠে নেমে কী করতে হবে, তা আগে থেকেই যেন ছকে নেন ধোনি। যে কোনও পরিস্থিতি কীভাবে সামলাতে হবে সেই পরিকল্পনাও যেন আগেই করা থাকে। তাই বার বার ধোনিকে দেখে মুগ্ধ হন আপামর দেশবাসী। বিশ্ববাসীও বটে। অস্ট্রেলিয়া হোক বা পাকিস্তান, ধোনির প্রশংসা করেননি এমন ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন। তাঁকে জার্সির নিশান উড়িয়ে নিজেকে মেলে ধরতে হয় না। আলাদা করে অ্যাগ্রেসিভনেসের বিজ্ঞাপনও হয়ে উঠতে হয় না। তিনি নীরবেই স্টাম্প তুলে নিয়ে ফিরে যেতে পারেন ক্রিকেট থেকে জীবনের ক্রিজে। এখানেই ধোনি ব্যতিক্রম। সে কথা স্বীকারও করেন সকলেই। আর প্রার্থনা করেন এভাবেই আরও মাহি ম্যাজিক ধরা পড়ুক মাঠে। আবারও গ্যালারি ফেটে পড়ুক চিৎকারে। কান পাতা দায় হোক, ‘মাহি মাহি’ রবে।