ভাগ্যে থাকলে আপনার সঙ্গে সেলফি তুলব! ৭ বছর আগে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে এমনটাই বলেছিলেন সূর্য কুমার যাদব। এতদিনে তাঁর সেই স্বপ্নপূরণ হল। বিশ্বকাপ হাতে দেশে ফিরে মোদির সঙ্গে সেলফি তুললেন স্কাই। আসুন শুনে নেওয়া যাক।
একটা ক্যাচ! মুহূর্তে বদলে দিল খেলার মোড়। আর সেই ক্যাচ ধরে রাতারাতি ম্যাচ জেতার নায়ক হয়ে উঠলেন সূর্য কুমার যাদব। ১৩ বছর পর দেশকে বিশ্বকাপ এনে দেওয়ায়, তাঁর ধরা ওই ক্যাচ যে কতটা গুরুত্বপূর্ণ, তা ক্রিকেটভক্তরা ভালমতো জানেন। যদিও ক্যাচ ধরে স্রেফ ম্যাচ জেতানো নয়, নিজের দীর্ঘদিনের এক স্বপ্নপূরণের রাস্তাও খুলে দিয়েছেন স্কাই।
:আরও শুনুন:
বিশ্বকাপ জয়ের পর মেডেল কামড়ালেন পন্থও, কোথা থেকে এল এই রীতি?
কথায় আছে, সবুরে মেওয়া ফলে! কিন্তু স্রেফ সবুর করলেই তো হল না, ভালো ফল পাওয়ার জন্য করতে হয় পরিশ্রম। এই কথাটা সূর্য কুমার যাদব খুব ভালমতো জানতেন। তাই দেশের জন্য মনপ্রাণ এক করে লড়াই করে গিয়েছেন। খালোয়াড়ের কাছে ক্রিকেট মাঠটাই তো যুদ্ধের ময়দান। বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে যেতে হয়। টি২০ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন সূর্য কুমার। আর ফাইনাল ম্যাচের শেষ মুহূর্তে ডেভিড মিলারের ক্যাচ ধরে সকলের মন জিতেছেন সূর্য কুমার ওরফে স্কাই। সেদিন মিলারের হাঁকানো বলটা বাউন্ডারির ওপারে চলে গেলে কী হত, সেটা ভাবতেই শিউরে ওঠেন দেশের ক্রিকেটভক্তরা। হয়তো অধরা থেকে যেত টি-টোয়েন্টি বিশ্বকাপ। ম্যাচের পরও ক্যাচ নিয়ে বিতর্ক চলেছে। অনেকেই দাবি তোলেন ক্যাচ ধরার সময় সূর্যর পা বাউন্ডারি লাইন ছুঁয়ে ছিল। সূর্য অবশ্য সেসব কথায় পাত্তা দেননি। নিশ্চিতভাবে তিনি জানিয়েছেন এমন কিছুই হয়নি। তাই বিতর্ক হলেও সূর্যের প্রশংসায় তা চাপা পরে যায়।
:আরও শুনুন:
বিশ্বকাপ জিতে অশালীন উল্লাস, এবার জয়ের আনন্দ ফেলে ব্যর্থ বিপক্ষের কান্না মোছালেন সেই মার্টিনেজই
এদিকে বিশ্বকাপ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল। তাঁদের শুভেচ্ছা জানাতে নিজের বাসভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ভারতীয় দলের সঙ্গে প্রাতরাশ সেরে প্রত্যেকের সঙ্গে ছবিও তোলেন তিনি। তালিকায় সূর্য কুমার যাদবও ছিলেন। সস্ত্রীক মোদির সঙ্গে ছবি তোলেন তিনি। আর সেই ছবি নেটদুনিয়ায় প্রকাশ পেতেই সূর্য কুমারের পুরনো এক টুইট নতুন করে চর্চায় ফিরেছে। আসলে, ২০১৭ সালে একটি টুইটে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার ইচ্ছাপ্রকাশ করেন সূর্য। ভাগ্যে থাকলে এই স্বপ্ন একদিন সত্যি হবে, টুইটে এমনটাই লিখেছিলেন স্কাই। আর অবশেষে তাঁর সেই কথা মিলল। ভাগ্যদেবতার আশীর্বাদে দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি তোলার স্বপ্নও সত্যি হয়েছে সূর্যর।