বিরাট পর্ব শেষ। মহাভারতে নয়, আইপিএল-এর মহাযুদ্ধে। হ্যাঁ, এবারের মতো আইপিএল থেকে বিদায় নিতে হল বিরাট কোহলিকে। সৌজন্যে শুভমান গিল। কিন্তু দাদার কীর্তির জেরে নেটিজেনদের অশ্লীল কটাক্ষের মুখে পড়তে হল শুভমানের বোনকে। কী ঘটেছে ঠিক? শুনে নেওয়া যাক।
চলতি গালিগালাজের ক্ষেত্রে সবসময়েই দেখা যায়, যার উপরে রাগ তাকে আক্রমণ করতে গিয়ে টেনে আনা হচ্ছে তার মা, বোন, স্ত্রী, অর্থাৎ পরিবারের কোনও নারীকে। সেই নারীর সঙ্গে কোনোরকম আলাপ পরিচয় থাক বা না থাক, তাঁকে অশ্লীল আক্রমণ করতে বাধে না অনেকেরই। আর এইসব আক্রমণের অনেকটা জুড়েই থাকে ধর্ষণ বা অবৈধ মিলনের ইঙ্গিত। আইপিএল-এ গুজরাট টাইটানস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের পর ফের উসকে উঠল সেই প্রবণতাই। শুভমান গিলের বিধ্বংসী ব্যাটিংয়ে আরসিবি-র বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ল আরসিবি ভক্তদের ক্ষোভ। আর সেই ক্ষোভের আঁচ এসে পড়ল শুভমান গিলের ছোট বোনের উপরেও।
আরও শুনুন: অলৌকিক নয় লৌকিক, যেন শ্রম আর ঘামে লেখা রূপকথা ‘রিঙ্কু সিং নট আউট’
শুভমানের দুরন্ত সেঞ্চুরিতেই ভেঙেচুরে গিয়েছে কোহলিদের প্লে-অফে যাওয়ার স্বপ্ন। কিন্তু এই হারকে মোটেও সহজে মেনে নিতে পারছেন না আরসিবি ভক্তদের একাংশ। তাঁদের যত রাগ গিয়ে পড়েছে শুভমান গিলের উপরেই। আর শুধু তিনি একা নন, নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তাঁর বোন শাহনীলও। রবিবারের ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছিলেন শুভমানের বোন। যদিও পোস্টটি গতকালের ম্যাচের নয়, তবে সেই পোস্টেই ধেয়ে এসেছে আরসিবি ভক্তদের একাংশের বিভিন্ন কুরুচিকর মন্তব্য। ধর্ষণ থেকে খুনের হুমকি কিছুই বাদ যায়নি। ভাইবোন দুজনের প্রতিই একযোগে আক্রমণ শানিয়েছেন নেটিজেনদের একাংশ। আসলে খেলায় হার জিত থাকলেও তা চট করে মেনে নিতে পারেন না অনেক ভক্তই। তবে হেরে গিয়ে নয়, এবার জিতেও বিপাকে পড়তে হল গুজরাটের ওপেনারকে।
আরও শুনুন: চাঁদা তুলে প্যান্ট কিনে দেওয়া হোক অনুষ্কাকে, কোহলির পোস্টে খোঁচা নেটিজেনদের
গোটা আইপিএল জুড়েই দারুণ ছন্দে রয়েছেন শুভমান গিল। ১৪টি ম্যাচ খেলে ৬৮০ রান করেছেন তিনি। কমলা টুপির দৌড়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের দ্বিতীয় শতরান করেছেন শুভমান। আর তাঁর ৫২ বলে ১০৪ রানের সামনে ম্লান হয়ে গিয়েছে কোহলির সেঞ্চুরিও। কিন্তু দলকে এগিয়ে দেওয়ার জেরে যে নিজের পরিবারকেই এহেন অস্বস্তিতে পড়তে হবে, তা হয়তো ভাবতেই পারেননি এই তরুণ ক্রিকেটার। তবে এই ঘটনা তো নতুন কিছু নয়। কোহলির বিদায়ে এখন যেভাবে শুভমানের বোনের দিকে তোপ দাগা হচ্ছে, বিরাট রান না পাওয়ার সময় একইভাবে কুৎসিত আক্রমণ শানানো হয়েছে অনুষ্কা শর্মার দিকে। এমনকি তাঁদের শিশুকন্যা ভামিকাকেও ধর্ষণের হুমকি দিতে ছাড়েনি কেউ কেউ।
শুভমানের বোনের দিকে এইভাবে অশ্লীল কটাক্ষ, ধর্ষণের হুমকি ছুড়ে দেওয়ার বিরুদ্ধে অবশ্য পালটা সুর চড়িয়েছেন নেটিজেনদের একাংশ। এমনকি নিজেদের আরসিবি ভক্ত বলে পরিচয় দিয়ে অনেকেই ওই ব্যক্তিদের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। তবে সামগ্রিকভাবেই মেয়েদের কী চোখে দেখে সমাজের একটা বড় অংশ, এই ঘটনায় তা প্রমাণ হয়ে গেল আরও একবার।