সার্জিও বুসকেটসের মতোই মেসির নতুন দল ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন তাঁর আরও দুই প্রাক্তন সতীর্থ। ট্রান্সফার মার্কেট শুরু হতে না হতেই ফুটবল মহলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। তাঁরা কারা? আসুন শুনে নেওয়া যাক।
গোটা ফুটবল বিশ্বকে অবাক করে, ফুটবল ইতিহাসের সবথেকে বড় চুক্তিকে উপেক্ষা করে, সৌদির ক্লাব আল হিলালে না গিয়ে, মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। যা নিঃসন্দেহে ইন্টার মায়ামিতো বটেই, বরং মেজর লীগ সকারের ইতিহাসেরও সব থেকে বড় সই। লিওনেল মেসির পাশে খেলতে চান না বা পছন্দ করেন না এরকম ফুটবলার বোধহয় কেউ নেই। তাঁর মতো খেলোয়াড় যেখানেই যান না কেন, ফুটবল বিশ্বের নজরও যে সেদিকেই থাকবে একথাও সকলের জানা। তাই তো মেসি যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ফুটবলের আরেক কিংবদন্তি সার্জিও বুসকেটসও ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তিনিও তাঁর প্রাক্তন বার্সা সতীর্থ মেসির সঙ্গে আরও একবার আবার খেলতে চান, খেলা উপভোগ করতে চান। তবে মেসির পাশে কি শুধু বুসকেটসকেই দেখা যাবে নতুন ক্লাবের জার্সিতে? ফুটবল মহলের গুঞ্জন কিন্তু অন্য কথা বলছে ।
আরও শুনুন: মেসির হয়ে প্রথমবার মুখ খুললেন এমবাপে… কেন এই ভোলবদল? প্রশ্ন ফুটবলপ্রেমীদের
সূত্রের খবর, বুসকেটসের মতোই মেসির দলে নাম লেখাতে পারেন তাঁর আরও দুই বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ ও জর্ডি আলবা। যদিও লুইস সুয়ারেজ এর মায়ামি যোগদানের ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে, কিন্তু আলবার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা নাকি বেশ বেশি। তবে এই মুহূর্তের সব থেকে বড় খবর, স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা নক্ষত্র সার্জিও রামোসও মেসির পথ অনুসরণ করে ইন্টার মায়ামি-তে যোগ দিতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, তাঁর মায়ামিতে যোগ দেওয়া নাকি শুধু সময়ের অপেক্ষা। মেসি, বুসকেটস, আলবারা যখন বার্সায় খেলতেন রামোস তখন প্রবল প্রতিপক্ষ রিয়েল মাদ্রিদ দলের অধিনায়ক। আবার বুসকেটস আলবার জাতীয় দলের সতীর্থও ছিলেন তিনি। পরবর্তীতে মেসি পিএসজি-তে যোগ দিলে রামোসও যোগ দেন। অতীতের সমস্ত প্রতিদ্বন্দ্বিতা ভুলে তাঁরা অত্যন্ত ভালো বন্ধু হয়ে ওঠেন। র্যামোস তো নির্দ্বিধায় মেসিকে সর্বকালের সেরা বলেও দাবি করেছেন। সুতরাং বলাই বাহুল্য রামোসের মায়ামি যোগদান সম্পূর্ণ হলে, তা মেজর লীগের জন্য খুব বড় ঘটনা হবে, বিশ্ব ফুটবল মানচিত্রে পাকাপোক্ত জায়গা করে নেবে এই লীগ। বাস্তবে কি হবে সেটা তো সময় বলবে তবে এই ৪ প্রাক্তন সতীর্থের পুনর্মিলন দেখার জন্য যে মুখিয়ে থাকবে ফুটবল ভক্তরা এ-কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা।