যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পারো ‘এ আই’ রতন! দিন দিন যেভাবে দাপাদাপি বাড়াচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাতে এই ঘটনা সত্যি হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই আর। আর এবার সে হাত বাড়াল একেবারে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে। কে জিতবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ, তা টেস্ট শুরুর প্রথম দিনেই জানিয়ে দিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আসুন শুনে নিই।
বিশ্ব ক্রিকেটে যতগুলো ফরম্যাট আছে, অর্থাৎ, টি-২০, ওয়ানডে বা টেস্ট, এদের মধ্যে টেস্টকেই সবথেকে কঠিন বলে মনে করেন ক্রিকেটবোদ্ধারা। কারণ ২২ গজের এই যুদ্ধ হয় টানা ৫ দিন জুড়ে। হারজিতের জন্য এমন অনেক অনেক বিষয় সেখানে কাজ করে, যেগুলো সাধারণত বাকি ফরম্যাটগুলোয় ততটাও গুরুত্ব পায় না। ৫ দিনে মোট ১৫টা সেশন জুড়ে যারা আধিপত্য দেখাবে তাদের জেতার সম্ভাবনাই সবথেকে বেশি থাকে। কিন্তু বাস্তবে তা নাও হতে পারে। কারণ এটিই একমাত্র ফরম্যাট, যেখানে হার জিতের পাশাপাশি খেলা অমীমাংসিতও থেকে যেতে পারে। অনেক বিশেষজ্ঞের মতে তাই টেস্ট ক্রিকেটই হল ক্রিকেটারদের জন্য কঠিন পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, সর্বোপরি মানসিক শক্তির পরীক্ষা। অতএব বলাই বাহুল্য, একটা টেস্ট ম্যাচের ফলাফল আগেভাগে নির্ধারণ করা কতটা কঠিন? কিন্তু সেই কাজটাই ইতিমধ্যেই করে ফেলেছে ‘এ আই’ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই কৃত্রিম বুদ্ধিমত্তা জানিয়ে দিয়েছে, কোন দল হতে পারে সম্ভাব্য চ্যাম্পিয়ন।
আরও শুনুন: মহেন্দ্র সিং ধোনি: প্রহরশেষের আলোয় দেখা ভারতীয় ক্রিকেটের অমোঘ সর্বনাশ
ইতিমধ্যেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। টেস্টে সেরার শিরোপা জয়ের জন্য লড়াই চলছে ইংল্যান্ডের ওভাল স্টেডিয়ামে। এই ওভালের মাঠেই জন্ম হয়েছিল টেস্ট ম্যাচের। আর সেই ঐতিহাসিক ময়দানেই এবার মুখোমুখি টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। বুধবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা ভালই করেছিলেন ভারতের দুই পেসার মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। তবে অস্ট্রেলিয়াও পিছিয়ে থাকেনি। প্রথম দিনের শেষে ট্রাভিস হেড-এর ১৪৬ ও স্টিভ স্মিথের ৯৫-এর সৌজন্যে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৩ উইকেটের বিনিময়ে ৩২৭ রান।
মজার কথা হল, এই ম্যাচ চলাকালীনই অস্ট্রেলিয়া ক্রিকেট একটি ভিডিও শেয়ার করে। যেখানে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার জোস হ্যাজেলউড এবং প্যাট কামিন্স বলছেন, এআই-এর কাছে তাঁরা চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফলাফল জানতে চেয়েছিলেন। আর এআই-এর সেই ভবিষ্যৎবাণীই ঘোষণা করেছেন ক্যাঙারুদের দুই তারকা। এআই-এর মতে, হাড্ডাহাড্ডি লড়াই চলবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে। যেখানে রীতিমতো রানের পাহাড় তাড়া করতে হবে অজিদের। তার জন্য নিজেদের চলতি ব্যাটিং অর্ডার পাল্টে ফেলবে অস্ট্রেলিয়া। ওপেনার হিসেবে নামবেন জোস হ্যাজেলউড ও নাথান লায়ন। এর পর ৩ নম্বরে নামবেন খোদ অধিনায়ক প্যাট কামিন্স। অস্ট্রেলিয়াকে মজবুত ভিতের উপর দাঁড় করাবে তাঁদের ব্যাটিং, এবং তার মোকাবিলা করতে গিয়ে নাজেহাল হবে টিম ইন্ডিয়া। একেবারে শেষ বলে দরকার থাকবে ২ রানের, আর তখনই আকাশছোঁয়া সিক্সারে দলকে সেরার শিরোপা এনে দেবেন কামিন্স।
আরও শুনুন: ফুচকা বিক্রি করা ছেলেটাই এখন খ্যাতির শীর্ষে, প্রেরণা জোগাচ্ছে তরুণ যশস্বীর সংগ্রাম
বুঝতেই পারছেন, এ আই কখনও কখনও কী ভীষণ রকম কল্পনাপ্রবণ হয়ে উঠতে পারে? টসের ফলাফল অনুযায়ী অস্ট্রেলিয়া নয়, আসলে রান তাড়া করবে ভারত। আর খেলার ফল কী দাঁড়ায়, সে উত্তর তো সময় বলবে। তাই এআই যাই বলুক না কেন, আপাতত খেলার ময়দান আর স্কোরবোর্ডকেই বেশি ভরসা করছেন ক্রিকেট অনুরাগীরা।