গোলপোস্টের খানিক দূরেই দাঁড়িয়েছিলেন সুন্দরী সাংবাদিক। তাঁকে দেখতে গিয়েই নাকি ম্যাচে মন দিতে পারেননি গোলকিপার। খেলা পেরিয়ে, বিতর্ক-সম্পর্ক-প্রেমও জড়িয়ে আছে বিশ্বকাপের ইতিহাসে। আসুন শুনে নিই সেই গল্প।
সাংবাদিককে দেখতে গিয়েই ম্যাচ হারিয়েছেন গোলরক্ষক। এমনই বিতর্কে সরগরম ছিল সংবাদমাধ্যম। তখন কিছু না-বললেও দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছিলেন স্পেনের তারকা ক্যাসিয়াস। আর তাঁদের প্রেমকাহিনি একটা সময় ফিরত সকলের মুখে মুখে।
আরও শুনুন: নিয়মের রক্তচক্ষু, তবু খোলামেলা পোশাকেই কাতার কাঁপাচ্ছেন ক্রোয়েশিয়ার সুন্দরী
২০১০ বিশ্বকাপ। গ্রুপ পর্বের বাছাই ম্যাচে মুখোমুখি স্পেন ও সুইজারল্যান্ড। বলাবলি শুরু হল, সবাই মন দিয়ে খেললেও স্পেনীয় গোলকিপার ক্যাসিয়াস যেন অন্যমনস্ক রয়েছেন। তারই ফলস্বরূপ অপ্রত্যাশিত হারের মুখ দেখতে হল স্পেনকে। আর তারপরই উঠে এল এক নতুন বিতর্ক। বলা হল, ম্যাচ চলাকালীন গোলপোস্টের একটু দূরে দাঁড়িয়ে ছিলেন কারবোনেরো নামে এক মহিলা সাংবাদিক। সেই সুন্দরী সাংবাদিককে দেখতে গিয়েই নাকি খেলায় মন দিতে পারেননি গোলকিপার।
কাট টু ২০১০ বিশ্বকাপ ফাইনাল। এবার মুখোমুখি স্পেন ও নেদারল্যান্ডস। অবিশ্বাস্য কিছু সেভ ও ইনিয়েস্তার গোল। ১-০ ব্যবধানে বিশ্বজয় স্পেনের। গোলকিপার ক্যাসিয়াসের ইন্টারভিউ নিচ্ছেন সেই বিতর্কিত সাংবাদিক কারবোনেরো। অদ্ভুতভাবে এবার অন্যমনস্ক তাঁরা দুজনেই। কিছুক্ষণের মধ্যেই গোলরক্ষকের খোলস ভেঙে বেরিয়ে এলেন প্রেমিক ক্যাসিয়াস। জন্ম নিল এক ভালোবাসামাখা আবেগঘন মুহূর্ত। সকলের সামনেই কারবোনেরোকে জড়িয়ে ধরে তাঁর ঠোঁটে চুমু এঁকে দিইয়েছিলেন ক্যাসিয়াস।
আরও শুনুন: লটারিতে স্বামী জিতেছেন ১.৩ কোটি, টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চললেন স্ত্রী
হ্যাঁ, এমনই ভালোবাসার গল্পের সাক্ষী ছিল ২০১০-এর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ। শোনা যায়, বিশ্বকাপের কিছুদিন আগে থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। তবে সেই প্রেম গাঢ় হয় বিশ্বকাপেই। গ্রুপ পর্বের ম্যাচে হারের কারণ হিসেবে কারবোনেরোকে দায়ী করেছিলেন সমালোচকরা। কিন্তু সব কিছুর জবাব দিয়ে বিশ্বকাপ ছিনিয়ে নেন স্পেনীয় তাঁরা। পরবর্তীকালে তাঁরা বিয়েও করেছিলেন। যদিও সে বিয়ের বাঁধনও এক সময় আলগা হয়ে গিয়েছিল। তবে বিশ্বকাপের মরশুমে প্রেমের কথা উঠলে বারবারই উঠে আসে ক্যাসিয়াস-কারবোনেরোর প্রেমের কাহিনি।