কেকেআর ম্যাচ নয় জিতেছে, তাই বলে চেন্নাই সমর্থকদের হৃদয় জিতবেন না কিং শাহরুখ, তাই আবার হয় নাকি! বলিবাদশার হাত ধরেই তাই ফাইনালের মঞ্চে যেন একটু হলেও থেকে গেলেন ধোনি। একুশে ধোনি যে সৌজন্যের শুরুটা করেছিলেন, চব্বিশে ফাইনাল জিতে সেই বৃত্তই সম্পূর্ণ করলেন শাহরুখ, একেবারে বাদশাহি কায়দাতেই।
চব্বিশের আইপিএল ফাইনালে ছিলেন না মহেন্দ্র সিং ধোনি। খেলার নিয়মেই তাঁর থাকার কথা নয়। কিন্তু আইপিএল-এর ফাইনাল, উৎসবের মুহূর্ত আর সেখানে ধোনি থেকে যাবেন না, তাই-ই আবার হয় নাকি! অতএব তিনি থাকলেন, থাকল তাঁর দল চেন্নাই সুপার কিংস। স্বয়ং বলিবাদশার মুখে শোনা গেল তাঁর দলের নাম। সমর্থকদের সঙ্গে তিনিও বলতে শুরু করে দিলেন, সিএসকে, সিএসকে…!
আরও শুনুন: অপেক্ষার ভারতবর্ষ জানে কামব্যাকের নাম শাহরুখ খান
কিন্তু ফাইনাল তো জিতেছে কেকেআর! তাহলে চেন্নাইকে নিয়ে কেন মাতলেন কিং খান? সে উত্তরে আসার আগে, বছর তিনেক পিছিয়ে যাওয়া যাক। ২০২১ সালের আইপিএল ফাইনাল। যথারীতি মাঠে ভেলকি দেখাচ্ছিল মাহি ম্যাজিক। আর এই ম্যাজিক জারি থাকলে যা হওয়ার, তাই-ই হয়েছিল। ট্রফি সেবার গেল চেন্নাইয়ের ঘরে। আসলে মাঠে অধিনায়ক ধোনি থাকা মানেই যেন ট্রফির ঠিকানা লেখা হয়ে যায়। তবে, এর ব্যতিক্রমও হয়েছে। একুশের ফাইনাল অবশ্য ব্যতিক্রম ছিল না। প্রত্যাশামতোই ধোনি জিতেছিলেন আইপিএল ট্রফি। আশাভঙ্গ হয়েছিল নাইটদের। তবে, সেবার কেকেআর সাড়া ফেলেছিল ভালোই। সে কথা বলতে ভোলেননি স্বয়ং ধোনি। ম্যাচ শেষে জয় হাসিল করে যখন কথা বলতে এলেন, তখন মনে করিয়ে দিয়েছিলেন কেকেআর-এর ক্ষমতার কথা। বলেছিলেন, ‘এ বছর কোনও টিমের যদি আইপিএল জেতার কথা হয়, তাহলে সেটা কেকেআর-ই’। কিন্তু ক্রিকেট তো ক্রিকেটই। তা সব হিসেবনিকেশ ওলটপালট করে দিতে পারে। সেবারও তাই-ই হয়েছিল। কেকেআর-এর আশায় জল ঢেলে ধোনির হাতে উঠেছিল ট্রফি।
“If any team deserved to win IPL this year, I feel it was KKR” – MSD after winning IPL 2021
SRK was chanting CSK..CSK with fans after winning IPL 2024.
The two most secure superstars from different fields! @msdhoni@iamsrk
pic.twitter.com/jReeXl7poe— ` (@WorshipDhoni) May 27, 2024
আশ্চর্য সমাপতনই বলতে হবে, যে, চব্বিশের ফাইনালে নাইট মালিকের মুখেই শোনা গেল সিএসকে-র নাম। এবার অবশ্য চেন্নাই ফাইনালে যুযুধান ছিল না। হায়দরাবাদকে রীতিমতো মাটি ধরিয়ে ফাইনাল জিতেছে কলকাতা। ফলত শাহরুখ খানকে পাওয়া গেল একেবারে বাদশাহি মেজাজে। প্রতি খেলোয়াড়কে বাঁধছেন আলিঙ্গনে। মাঠে নেমে ভিকট্রি ল্যাপ দিচ্ছেন। একসময় আইকনিক পোজ দিয়ে তাঁকে দু-হাত দু-পাশে মেলে ধরতেও দেখা গেল। আর ঠিক সেই সময়ই গ্যালারি থেকে কতিপয় চেন্নাই সমর্থক সিএসকে-র নামে জয়ধ্বনি দিতে শুরু করেন। বাদশা এক মুহূর্ত কান পেতে শুনলেন তাঁদের কথা। তারপর সবাইকে অবাক করে দিয়ে, তাঁদের সঙ্গে বলতে শুরু করলেন সিএসকে, সিএসকে…। পিছনে দাঁড়িয়ে ছিলেন সুহানা খান আর অনন্যা পাণ্ডে। বাদশার কীর্তিকলাপ দেখে দুই তরুণীই হাসি চাপতে পারেননি। আসলে, এই তো কিং খানের ইন্দ্রজাল। কেকেআর ম্যাচ নয় জিতেছে, তাই বলে চেন্নাই সমর্থকদের হৃদয় জিতবেন না কিং শাহরুখ, তাই আবার হয় নাকি!
বলিবাদশার হাত ধরেই তাই ফাইনালের মঞ্চে যেন একটু হলেও থেকে গেলেন ধোনি। একুশে ধোনি যে সৌজন্যের শুরুটা করেছিলেন, চব্বিশে ফাইনাল জিতে সেই বৃত্তই সম্পূর্ণ করলেন শাহরুখ, একেবারে বাদশাহি কায়দাতেই।
Shah Rukh Khan chanting “CSK, CSK, CSK” with the fans at Chepauk after the final. 💛 [AKDFA Official Instagram]
– This is beautiful gesture by SRK.pic.twitter.com/EBxfLaWeff
— Johns. (@CricCrazyJohns) May 27, 2024