মাঠে যদি নমাজ পড়েও থাকি, তাতেই বা আপত্তি কীসে? বিশ্বকাপ ম্যাচে প্রার্থনা নিয়ে বিতর্কের জেরে এবার সপাট জবাব দিলেন মহম্মদ শামি। তিনি মুসলিম, এই পরিচয় ঘোষণা করেই জানালেন, তার সঙ্গে ভারতীয় হওয়ার কোনও বিরোধ নেই। ঠিক কী বলেছেন শামি? আসুন, শুনে নেওয়া যাক।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে মাটিতে বসে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন মহম্মদ শামি। আর তারপরেই শুরু হয় বিতর্ক। শামি কি আসলে মাঠে বসেই মুসলিম রীতিতে প্রার্থনা করতে চেয়েছিলেন? নাকি প্রার্থনা করতে চেয়েও থেমে যেতে হয়েছিল তাঁকে? ধর্মের প্রসঙ্গ তুলে এমনই তরজায় জড়িয়ে পড়েন ক্রিকেটদর্শকদের একাংশ। সেই ম্যাচের প্রায় মাস দেড়েক পর অবশেষে মুখ খুললেন শামি নিজেই। তিনি সেদিন ঠিক কী করেছিলেন, তার সাফাই দেওয়ার আগে সপাটে ওই মন্তব্যকারীদের দিকেই তোপ দাগলেন মাঠ-কাঁপানো এই জোরে বোলার। সাফ জানিয়ে দিলেন, তিনি যদি মাঠে বসে প্রার্থনা করতে চান, তাতেই বা কার কী সমস্যা? আর যদি এ দেশে প্রার্থনা করার জন্য তাঁকে অনুমতি নিতে হয়, তাহলে তো এ দেশে না থাকলেও হয়, এমনটাই বলছেন শামি।
আরও শুনুন: মাহি-ম্যাজিকে শামিল গুগল! ধোনির জার্সির ৭ নম্বর আর কী কারণে স্পেশাল?
বিশ্বকাপের লিগ ম্যাচে ১৮ রানে ৫ উইকেট নিয়ে একাই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামিয়েছিলেন শামি। তারপরেই মাটিতে বসে পড়েছিলেন তিনি, অনেকটা নমাজ পড়ার আদলে। যা নিয়ে নেটপাড়ায় বিতর্ক উসকে উঠেছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, ভারত বলেই কি প্রকাশ্যে সজদা করতে চেয়েও করতে পারেননি তারকা পেসার? এবার সেই বক্তব্যকে সপাটে মাঠের বাইরে ফেলেই শামির জবাব, ‘‘আমি যদি প্রার্থনা করতে চাই, তা হলে কে আমাকে আটকাবে? কাউকে প্রার্থনা করা থেকে বিরত করা যায় না।” মুসলিম এবং ভারতীয়, এই দুই পরিচয়ের জন্যই তিনি গর্বিত এবং এই দুয়ের মধ্যে যে কোনও বিরোধ নেই, সে কথাই বুঝিয়ে দিলেন শামি। সুতরাং মুসলিম বলে তাঁকে এ দেশে প্রার্থনা করতে গিয়ে সমস্যায় পড়তে হবে বলেও মনে করেন না তিনি। আর যদি তেমন সমস্যা তৈরি করা হয়, তাহলে যে এ দেশটা তাঁর নয়, সে কথাই স্পষ্ট হয়ে যাবে। তবে দেশ নয়, দেশের যে মানুষেরা এহেন বিতর্ক তৈরি করেন, তাঁদেরকেই একহাত নিয়েছেন শামি। সেদিন ক্লান্তির কারণেই মাঠে বসে পড়েছিলেন তিনি, জানিয়েছেন সে কথা। আর তারপরেই প্রশ্ন তুলেছেন, এর আগেও তিনি ৫ উইকেট নিয়েছেন। তখন কি নমাজ পড়েছেন? কারও যদি প্রার্থনায় সমস্যা থাকে, তাহলে তাঁকে বলে দেওয়া হোক যে, কোথায় কখন নমাজ পড়তে পারবেন তিনি। সমালোচকদের কটাক্ষ ছুড়েই এবার প্রশ্ন রাখলেন ভারতের তারকা পেসার।