বিশ্বকাপ জিতেছে দল। আনন্দে কাপের উপরই পা রেখে ছবি তুলেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। আর সেই ছবি দেখে চটে লাল নেটদুনিয়া। ভারতীয় সমর্থকরা তো বটেই, দেশ বিদেশের কিছু ক্রিকেটবোদ্ধাও মার্শের এই আচরণের চরম নিন্দা করেছেন। তবে স্রেফ নিন্দা নয়, সম্প্রতি মার্শের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর-ও। কে করলেন এমন পদক্ষেপ? আসুন শুনে নিই।
ভারতের মাটিতে ভারতকেই হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই নিয়ে ছ-বার বিশ্বকাপ ঘরে তুলল ক্যাঙারুবাহিনী। তবে এই ঘটনা তাঁদের ঔদ্ধত্ব যেন আরও বাড়িয়ে দিল। অন্তত নেটদুনিয়ার দাবি এরকমই। কারণটা অবশ্যই, অস্ট্রেলিয়ার বিশ্ব জয়ের উদযাপন।
আরও শুনুন: কান্না ক্রিকেটারদের, কষ্ট সমর্থকদের, তবু ভারতের হারে লাভ সেই রাজনীতিরই
একদিকে দেশের মাটিতে রোহিতদের লজ্জার হার, অন্যদিকে আবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সব মিলিয়ে কয়েকদিন ধরেই উত্তাল নেটদুনিয়া। তবে সেই আগুনে ঘি ঢেলেছে মিচেল মার্শের এক ছবি। সেখানে দেখা গিয়েছে, মার্শ বিশ্বকাপের উপর পা তুলে জয়ের হাসি হাসছেন। শুধু তাই নয় তাঁর হাতে রয়েছে মদের বোতলও। ছবি নেটদুনিয়ায় ভাগ করে নেন তাঁরই এক সতীর্থ। সেই থেকেই সমস্যার শুরু। নেটিজেনরা বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি। বিশেষ করে ভারতীয় সমর্থকদের কাছে এই আচরণ খুবই ঔদ্ধত্বপূর্ণ মনে হয়েছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সমালোচিত হয়। শুধু ফ্যানমহল নয়, বেশ কিছু ক্রিকেটবোদ্ধাও এই আচরণের নিন্দা করেন। এমনকি মার্শের এহেন আচরণে ক্ষুব্ধ ভারতের তারকা পেসার মহম্মদ শামিও। এই ঘটনা একেবারেই সমর্থনযোগ্য নয় বলে মনে করেছেন তিনি। আসলে টানা ১০ ম্যাচে জয়ের পরে ভারতীয় সমর্থকদের একাংশ ধরেই নিয়েছিলেন এবারের বিশ্বকাপ উঠছে বিরাট-রোহিতদের হাতেই। কিন্তু ফাইনালের অঘটন বদলে দেয় সব হিসাব। অস্ট্রেলিয়ার দুরন্ত ফিল্ডিং-এর সামনে বিরাট-শুভমন কারও ম্যাজিক কাজ করেনি। মাত্র ২৪০ রানের সহজ টার্গেট দিয়ে নিজেদের গুটিয়ে ফেলে মেন ইন ব্লু। এদিকে ব্যাটিং-এও অস্ট্রেলিয়ার দাপট ছিল অব্যাহত। ট্রেভিস হেড-এর দুরন্ত সেঞ্চুরিতে ভর করে ফাইনালে বাজিমাত করে অস্ট্রেলিয়া। ১৪০ কোটি ভারতীয় সমর্থক এই ঘটনা মেনে নিতে পারেনি। ম্যাচ শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল বিতর্কের ঝড়। আর সেই আবহে মার্শের ওই ছবি দেখে নিজেদের সামলে রাখতে পারেননি অনেকেই। ক্রিকেটারের সহবত শিক্ষা সংস্কৃতি সব কিছু নিয়েই প্রশ্ন ওঠা শুরু হয়। তবে এখানেই থেমে থাকেননি ভারতীয় সমর্থকরা। ঘটনার জেরে মার্শের নামে দায়ের করা হয়েছে এফআইআর-ও।
আরও শুনুন: বিশ বছর পরেও ফিরল কান্নার দিন, তবুও ‘চক দে ইন্ডিয়া’-র স্বপ্ন দেখালেন রোহিতরা
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, আলিগড়ের পন্ডিত কেশব নামে এক আরটিআই কর্মী, দিল্লি গেট পুলিশ স্টেশনে অস্ট্রেলিয়ার মিচেল মার্শের নামে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ, মার্শের এই আচরণে ১৪০ কোটি ভারতীয়র ভাবাবেগে আঘাত লেগেছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে অভিযোগের খসড়া পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রীর দপ্তরেও। একইসঙ্গে মার্শকে সারাজীবনের মতো ব্যান করার দাবিও তোলা হয়েছে। বিশেষ করে মার্শ যেন ভারতে খেলতে না পারেন, এমনটাই অভিযোগ করেছেন ওই সমর্থক। যদিও এ প্রসঙ্গে মার্শের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনা ঘিরে নতুন করে উত্তাল গোটা নেটদুনিয়া।