তাঁকে নিজেদের জাতীয় দলে রাখার জন্য নাগরিকত্ব দিতেও রাজি হয়েছিল একটি দেশ। বিশ্বের বিখ্যাত ক্লাবগুলি তাঁকে দলে আনার জন্য মুখিয়ে থাকে। তিনি একবার বলে পা ছোঁয়ালেই উচ্ছ্বসিত হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। সেই ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে বয়কট করার কথা ভাবছে মেক্সিকোর রাজনৈতিক মহল। কিছুদিন আগে মাথা চাড়া দেওয়া জার্সি বিতর্কের জেরেই কি এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা? আসুন, শুনে নেওয়া যাক।
কিছুদিন আগেই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা। যে ম্যাচের প্রথম গোলটিতে নিজের নাম লিখেছিলেন লিওনেল মেসি। কিন্তু ম্যাচের শেষে অদ্ভুত এক বিতর্কে জড়িয়ে পড়তে হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে মেক্সিকোর জার্সির অবমাননা করার অভিযোগ ওঠে। শোনা যাচ্ছে, তার জেরেই মেসিকে নিজেদের দেশে বয়কট করার সিদ্ধান্ত নিতে চলেছে মেক্সিকোর রাজনৈতিক মহল।
আরও শুনুন: ২৪ বছর বিশ্বকাপে অংশ নেয়নি আর্জেন্টিনা, কিন্তু কেন?
অন্য কারও সঙ্গে মেসির তুলনা টানতে চান না অনেকেই। কারণ অসাধারণ নৈপুণ্যের জেরে মেসি নিজেই নিজেকে করে তুলেছেন অনন্য। যেখানে অন্যান্য দলের খেলোয়াড়দের মধ্যে প্রায়শই মতবিরোধ দেখা যায়, সেখানে তাঁর গায়ে এতটুকু আঁচ লাগতে দেন না তাঁর সতীর্থরা। যদিও এর পিছনেও তাঁরই কৃতিত্ব রয়েছে। শুধুমাত্র বল পায়ে বিপক্ষের ডিফেন্স কাটিয়ে গোল করাই নয়, যখন যেখানে প্রয়োজন সেই পজিশনে খেলার জন্য ছুটে যান এলএম টেন। তবু চলতি বিশ্বকাপে তাঁকে কেন্দ্র করে জন্ম নিয়েছে এক বিতর্ক। যার সূত্রপাত ম্যাচের শেষে দু-দলের খেলোয়াড়দের মধ্যে প্রচলিত এক রীতিকে ঘিরে। সাধারণত ম্যাচের শেষে দু-দলের খেলোয়াড়রাই নিজেদের জার্সি অদলবদল করে ছবি তোলেন। খেলার ফলাফল যাই হোক এই বিশেষ রীতি খুবই উৎসাহের সঙ্গে পালন করেন তাঁরা। তেমনই মেক্সিকো আর্জেন্টিনার ম্যাচের শেষে জার্সি বদল করেছিলেন দু-দলের খেলোয়াড়রা। ঘটনাচক্রে দেখা যায়, একটি মেক্সিকোর জার্সি আর্জেন্টিনার লকার রুমে পড়ে আছে। সেই সময়ে নিজের জায়গায় বসে বুট খুলছিলেন মেসি। বুট খোলার সময়ে মেক্সিকোর জার্সিটি পা দিয়ে পাশে সরিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক, এমনটাই অভিযোগ ওঠে। আর এই ছবি ভাইরাল হতেই শুরু হয় জোর বিতর্ক।
আরও শুনুন: বেনিয়ম দেখলেই লাল কার্ড, কাতারের ট্রাফিক পুলিশ যেন মাঠের রেফারি
এলএম টেনের এহেন কাণ্ড দেখে ক্ষোভে ফুঁসে ওঠেন মেক্সিকোর চ্যাম্পিয়ন বক্সার আলভারেজ। তিনি অভিযোগ করেন ড্রেসিংরুমে নাচ-গানের সময় মেক্সিকো জাতীয় দলের জার্সি এবং পতাকাকে অসম্মান করেছেন মেসি। মেক্সিকো জাতীয় দলের জার্সি মেসি পা দিয়ে সরিয়েছেন বলে উল্লেখ করেছেন মেক্সিকান বক্সার। হুমকির সুরে মেসিকে সামনে না আসার কথাও বলেন তিনি। যদিও মেসিকে নিয়ে এমন মন্তব্য করার পর তাঁর বিরুদ্ধেও সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলেন, লকার রুমে এমন ঘটনা খুবই স্বাভাবিক। মেসি ইচ্ছা করেই মোটেও এমন কাজ করেনি। বক্সারের বিরুদ্ধে পালটা হুমকিও দেন অনেকে। তবুও সেই বিতর্কের আগুন এখনও বর্তমান। তাই জাতীয় জার্সি এবং জাতীয় পতাকা অসম্মানের অভিযোগ এনে মেসিকে বয়কটের ডাক দিতে চলেছে মেক্সিকোর রাজনৈতিক মহল, শোনা যাচ্ছে এমনটাই।