ব্যাটসম্যান, বোলার, উইকেটকিপার, ফিল্ডার। ক্রিকেট খেলুন বা না খেলুন, এই শব্দগুলো ক্রিকেটের একেবারে গোড়ার কথা। কিন্তু কখনও খতিয়ে দেখেছেন কি, ‘ব্যাটসম্যান’ শব্দটির মধ্যে থাকা ‘ম্যান’ অংশটিকে? যে খেলায় মেয়েরাও অংশ নিচ্ছে সমানভাবে, সেখানে একটি পরিভাষা কেবল পুরুষদেরই বোঝাবে, এ কেমন কথা?
ক্রিকেটের শব্দকোশ থেকে এবার বাতিল হতে চলেছে ‘ব্যাটসম্যান’ শব্দটিই। এমনই নিয়ম জারি করল এমসিসি, অর্থাৎ মেরিলিবোন ক্রিকেট ক্লাব। পরিবর্তে আমদানি হল একটি নতুন শব্দের। ব্যাটার। যে বল করে, তাকে যেমন বোলার বলা হয়; কিংবা যে ফিল্ড করে সে ফিল্ডার, তেমনই যে ব্যাট করে, এবার থেকে ব্যাটার বলেই চিহ্নিত করা হবে তাকে। এই নিয়ম এখন থেকেই কার্যকরী করা হবে বলে জানিয়ে দিয়েছে লর্ডস। ক্রিকেটের নিয়মকানুন নিয়ে যে সমস্ত বই রয়েছে, পরিবর্তন আনা হবে সেখানেও। খেলার সঙ্গে যুক্ত সকলকেই এই নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে অনুরোধ করেছে এমসিসি। এমনকি সংবাদমাধ্যমও পড়ছে এই নিয়মের আওতায়। মিডিয়াকেও এরপর থেকে ‘ব্যাটসম্যান’ নয়, ব্যবহার করতে হবে ব্যাটার শব্দটিই।
আরও শুনুন: ধোনি-মস্তিষ্ক মেন্টর ভারতের, মাস্টারস্ট্রোক সৌরভের?
হঠাৎ কেন এমন নয়া নিয়মের আমদানি করল এমসিসি?
এমসিসি-র তরফে জানানো হয়েছে, লিঙ্গবৈষম্য দূর করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। ক্রিকেটকে সকলের জন্য করে তুলতে চায় এমসিসি। সেখানে যাতে কোনও লিঙ্গভেদের অভিযোগ না ওঠে, সেজন্যই এমন সিদ্ধান্ত।
আরও শুনুন: ‘গোলন্দাজ’ হয়ে তিনি আসছেন পর্দায়, চিনে নিন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী-কে
প্রসঙ্গত, পুরুষের ক্রিকেট খেলা ভালমতো শুরু হয়ে যাওয়ার পরেও, মেয়েদের এই খেলায় অংশ নেওয়াটা খুব সহজ হয়নি। তবুও, ১৯২৬ সালে গড়ে ওঠে উইমেন’স ক্রিকেট অ্যাসোসিয়েশন। আইসিসি মেয়েদের প্রথম বিশ্বকাপের আয়োজন করে ১৯৭৩ সালে। মজার কথা হল, ক্রিকেটের সবচেয়ে পুরনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিন্তু এই বিশ্বকাপটিই। সারা বিশ্বের কথা বাদ দিয়ে যদি শুধু আমাদের দেশের দিকেও তাকাই, মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌর, একঝাঁক তারকা রয়েছেন সেখানে। ধোনি-বিরাট-রোহিতদের গ্রাফের পাশে তাঁদের রিপোর্ট কার্ডটাও কিন্তু খুব একটা হেলাফেলা করার মতো নয়। সুতরাং ‘ব্যাটসম্যান’ শব্দটির পাশাপাশি মেয়েদের জন্যও কোনও পরিভাষা আসার প্রয়োজন ছিল। সেই কারণেই একটি লিঙ্গনিরপেক্ষ শব্দ চালু করার দিকে হাঁটল এমসিসি। একুশ শতকের আধুনিক পৃথিবীতে যা অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ বলেই মনে করছেন ক্রিকেটবোদ্ধারা।