সপাটে ছয় মেরেছেন ধোনি। আর সেই বল উড়ে গিয়ে পড়েছে গ্যালারিতে। এতে অবাক হওয়ার কিছু নেই। ধোনি তো এমনটা করেই থাকেন। কিন্তু সেই ছয় যদি বিশ্বকাপের উইনিং শট হয়, তাহলে তার গুরুত্ব তো আলাদা হবেই। এবার নিলামে উঠতে চলেছে ওয়াংখেড়ে স্টেডিইয়ামের সেই বিশেষ দুই সিট। যেখানে ধোনির মারা ‘উইনিং সিক্স’ পড়েছিল। আসুন শুনে নিই।
‘ইন্ডিয়া লিফট দ্য ওয়ার্ল্ড কাপ আফটার ২৮ ইয়ারস…’, কমেন্ট্রি বক্স থেকে উত্তেজিত কণ্ঠ্যে ভেসে আসছে এমনই কিছু শব্দ। ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। উলটোদিক থেকে যুবরাজ সিং এসে জড়িয়ে ধরছেন ক্যাপ্টেন কুল-কে। সবেমাত্র নিজস্ব ভঙ্গীতে একটা দুর্ধর্ষ ছয় হাঁকিয়েছেন মাহি। আর সেই সঙ্গে বিশ্বসেরার শিরোপা পেয়েছে ভারত। গ্যালারি ফেটে পড়ছে দর্শকদের বাধভাঙ্গা উল্লাসে। তাদের মধ্যে কয়েকজন ভাগ্যবানের হাতে ধোনির মারা সেই বলটি। তাদের সিটেই তো এসে পড়েছে সেই বল! সম্প্রতি সেই বিশেষ সিট দুটিই উঠতে চলেছে নিলামে।
আরও শুনুন: আবার আসছে ভারত-পাক দ্বৈরথ, নীরজের মায়ের কথা কি আর আমরা মনে রাখব?
ঘটনার পর কেটে গিয়েছে এক দশক। এখনও ক্রিকেট প্রেমীরা ভোলেননি ২০১১-র সেই রাতের কথা। বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কা বনাম ভারত। দুই দলেই নামকরা সব তারকা খেলোয়াড়। প্রথমে ব্যাট করতে নেমে ২৭৫ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে শূণ্য রানে আউট হলেন বীরেন্দ্র শেহবাগ। কিংবদন্তি শচীনের ঝুলিতে ১৮ রান। দুজনকেই মাঠ থেকে ফিরিয়েছেন লসিথ মালিঙ্গা। সেইসময় এই পেসারকে রীতিমতো সমঝে চলতেন যে কোনও দেশের ব্যাটাসম্যানই। যদিও সেদিনের ম্যাচের মোড় ঘুরিয়েছিলেন গৌতম গম্ভীর। ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলে একেবারে তাক লাগিয়ে দিয়েছিলেন সকলকে। এরপর মাঠে নামে কোহলি। তখন অবশ্য তিনি একেবারেই জুনিয়র ক্রিকেটার। তবু তাঁর ৩৫ রানের ইনিংস রীতিমতো প্রশংসা কুড়িয়েছিল বিভিন্ন মহলে। এমতাবস্থায় ভারতের স্কোরলাইন দেখে বোঝার উপায় ছিল না, ম্যাচ কোনদিনে ঘুরবে। দুই দলের সমর্থকরাই উত্তেজনায় ফুটছেন। মাঠে নামলেন ধোনি ও যুবরাজ। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই জুটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তার অন্যতম কারণ সেদিনের খেলা। মাত্র ৭৯ বলে ৯১ রান তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। উলটোদিকে যোগ্য সঙ্গী হিসেবে ২৪ বলে ২১ রানের ইনিংস খেলেন যুবরাজ। দুজনের মিলিত চেষ্টায় কাঙ্খিত জয় পায় ভারত। তবে আশ্চর্যের বিষয় হল, সেদিনের ম্যাচে ভারতের তরফে মাত্র দুটি ছয় মারা হয়েছিল। আর দুটিই ছিল ধোনির নামে। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে ছয় মেরেই ম্যাচ জিতিয়েছিলেন ক্যাপ্টেন কুল। সেই দৃশ্য এখনও অনেকের চোখের সামনে ভাসে। সম্প্রতি বিশেষ এক কারণে সেই দিনের ঘটনা আবারও চর্চায় উঠে এসেছে।
আরও শুনুন: Praggnanandhaa: মায়ের সঙ্গে প্রজ্ঞানন্দ, আইকনিক এই ছবিটি কার তোলা জানেন?
ভারত-শ্রীলঙ্কার ওই ম্যাচের পর থেকেই বিখ্যাত মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। আসন্ন বিশ্বকাপেও সেখানে বেশ কিছু ম্যাচের আসর বসবে। তার আগে অদ্ভুত এক প্রস্তাব সামনে এনেছে মহারাষ্ট্রের ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, স্টেডিয়ামের যে দুটি বিশেষ সিটে ধোনির মারা বলটি পড়েছিল, সেগুলি এবার নিলামে তোলা হবে। শুধু তাই নয়, আরও কিছু সিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ওই ক্রিকেট বোর্ড। কিছু সিটের ক্ষেত্রে আড়াই কোটি টাকা দাম রাখা হয়েছে। যদিও সেইসব সিটের সঙ্গে যা ইতিহাস জড়িয়ে তার জন্য অনেকেই এই দাম দিতে রাজি হবে বলে মনে করছে সংস্থা। সেইসঙ্গে আরও একবার চর্চায় উঠে এসেছে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের সেই ফাইনালের কথা।