শিক্ষিকাকে কথা দিয়েছিলেন, সে কথা রেখেছেন মনু ভাকের। অলিম্পিকে ছাত্রীর পদক জয়ের পর সার্টিফিকেট দিলেন সেই শিক্ষিকাই। কী কথা দিয়েছিলেন মনু? শুনে নেওয়া যাক।
প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতে ঐতিহাসিক নজির গড়েছেন মনু ভাকের। চলতি অলিম্পিক্সে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন তিনিই, দ্বিতীয় পদকটিও দেশে এল তাঁরই হাত ধরে। ইতিহাস গড়া মেয়েকে নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী থেকে আমজনতা। আর এই সময়েই তাঁকে নিয়ে মুখ খুললেন মনুর প্রাক্তন শিক্ষিকা। ছাত্রীর পুরনো কথার প্রসঙ্গ টেনে তিনি জানালেন, তাঁকে দেওয়া কথা রেখেছেন মনু। অনেক বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি সত্যিই পূরণ করেছেন মনু। সেই কারণেই ছাত্রীকে নিয়ে বাড়তি উচ্ছ্বাসে ভাসছেন এই শিক্ষিকা।
:আরও শুনুন:
টোকিওতে ব্যর্থতার দায়ে বেতন মেলেনি ৩ বছর, মনুর জয়ে কী বলছেন গুরু জসপাল?
টোকিও অলিম্পিকে আশা জাগিয়েও শেষরক্ষা হয়নি মনুর। তবে প্যারিসেও হরিয়ানার শুটার পদকের আশা জাগিয়েই রেখেছিলেন। তবে একটি নয়, পরপর দুটি পদক জিতে নেওয়াটা আশাতীত তো বটেই। দেশকে প্রথম অলিম্পিক পদক এনে দেওয়া নর্ম্যান প্রিচার্ডের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন তিনি। মনুকে ঘিরে দেশজোড়া উচ্ছ্বাসের আবহেই তাঁর কলেজের শিক্ষিকা মনে করলেন, তাঁকে কী কথা দিয়েছিলেন মনু।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজে মনুকে ছাত্রী হিসেবে পেয়েছিলেন মীনাক্ষী পাহুজা। ওই কলেজের ক্রীড়া বিভাগের প্রধান তিনি। তিনিই বলছেন, কলেজে পড়ার সময়ই মনু তাঁকে কথা দিয়েছিলেন, একদিন এই ছাত্রীর জন্য গর্ব করবেন তিনি। অধ্যাপিকা পাহুজা বলছেন, কেবল তিনিই নন, বর্তমানে গোটা দেশ মনুকে নিয়ে গর্ব করতে পারে।
:আরও শুনুন:
অলিম্পিকে রুপো থেকে রুপোলি হলিউডে পা, এই ভারতীয়ের রেকর্ড ভাঙল মনুর হাতে
খেলার পাশাপাশি ছাত্রী হিসেবেও যে মনু মেধাবী এবং নিয়মনিষ্ঠ ছিলেন, একবাক্যে সে কথা বলছে তাঁর পুরনো কলেজ। প্রাক্তন ছাত্রীর আকাশছোঁয়া সাফল্যের আলো গায়ে মেখে নিচ্ছে তাঁর প্রতিষ্ঠানও। আর এবার সেই উচ্ছ্বাসেই নতুন মাত্রা জুড়লেন মনুর প্রাক্তন শিক্ষিকা।