বিশ্বজয় করেছে ভারত। বিরাট-রোহিতদের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। সেই আনন্দে মিষ্টি বিলি করবেন বলেই ভেবেছিলেন এই ব্যক্তি। কিন্তু সাধ থাকলেও সামর্থ্য ছিল না। তাই মিষ্টির বদলে চিনি বিলি করেছেন তিনি। আসুন শুনে নেওয়া যাক।
১৩ বছর পর বিশ্বকাপ জয়। দেশে ফিরেই রাজকীয় সংবর্ধনা পেয়েছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। তাঁদের অভ্যর্থনায় জনসমুদ্র ছিল মুম্বইয়ের মেরিন ড্রাইভে। কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন রোহিত-কোহলিদের একবার দেখার জন্য। এই ভিড়েই ছিলেন এক মাঝবয়সী ভদ্রলোক। টিম ইন্ডিয়া জেতার আনন্দে সকলের মধ্যে চিনি বিলি করছিলেন তিনি।
এ দেশে আনন্দ অনুষ্ঠানে মিষ্টিমুখের চল রয়েছে। পরীক্ষায় ভালো ফল, কিংবা চাকরি পেলে মিষ্টি বিলি করেন অনেকেই। দেশ জেতার আনন্দে এই ব্যক্তিও চেয়েছিলেন তেমনটাই। কিন্তু ইচ্ছা থাকলেই তো হল না, মিষ্টি কেনার টাকাও তো থাকতে হবে। আর কতজনকে বিলি করতে হবে সেই হিসাবও নেই। কাজেই কমদামী মিষ্টি কিনেও সকলের মধ্যে বিলি করা সম্ভব হট না। তাই বুদ্ধি করে চিনি বিলি করার সিদ্ধান্ত নেন তিনি। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাসিমুখে সকলকে মুঠো ভরে চিনি দিচ্ছেন ওই ব্যক্তি। কেউ অবশ্য প্রশ্নও করছে না, কেন এভাবে চিনি বিলি করছেন ওই ব্যক্তি! ভারত জেতার আনন্দে বুঁদ হয়ে সকলেই এই উপহার স্বচ্ছন্দে গ্রহণ করেছেন। একইসঙ্গে নেটদুনিয়াও ওই ব্যক্তির প্রশংসায় ভরেছে। আসলে, ভালোবাসা কখনও টাকা দিয়ে বিচার করা যায় না। তাই কত দামী মিষ্টি বিলি করা হচ্ছে সেটা নিয়ে কেউ ভেবেও দেখননি। ওই ব্যক্তি যেভাবে আনন্দ নিয়ে চিনি বিলি করেছেন তা দামি মিষ্টি বিলির চাইতেও পছন্দ হয়েছে সকলের।
আসলে এ দেশে ক্রিকেট স্রেফ খেলা নয়। আবেগ, ভালোবাসা কিংবা তার থেকেও বেশি কিছু। ব্রিটিসদের হাত ধরে ভারতে আসা ক্রিকেট একসময় হয়েছিল স্বাধীনতা অর্জনের অস্ত্র। ধীরে ধীরে তা হয়েছে বিনোদনের অঙ্গ। তবে বিশ্বের দরবারে দেশের নাম উঁচু করতে ক্রিকেট পথের জুড়ি মেলা ভার। সদ্য বিশ্বকাপ জয় যেন সেই পথ আরও মসৃণ করেছে। সকলের মধ্যেই এই বার্তা ছড়িয়েছে, যে ক্রিকেটে বিশ্বসেরা হওয়া মানেই ভারতীয় হিসেবে সব জায়গায় সম্মান পাওয়া। যদিও একজন সাধারণ ফ্যান এই সম্মানের লোভে দলকে সমর্থন করেন না। তাঁর সম্বল স্রেফ ভালোবাসা। তাই দেশ জিতলে আনন্দে জামা খুলে নাচতে শুরু করেন তাঁরা। মাঝরাতে রাস্তায় নেমে তেরঙা ওড়াতে দুবার ভাবেন না। ঠিক যেমন, আনন্দের চোটে রাস্তায় নেমে মুঠো মুঠো চিনি বিলি করেছেন মুম্বইয়ের এই জাবরা ফ্যান।