কেউ বলছেন মাস্টারস্ট্রোক। কেউ বলছেন দুরন্ত। ধোনি ফিরেছেন ভারতীয় ক্রিকেটে। ব্যাট বা গ্লাভস হাতে নয়, মেন্টর হিসেবেই। তাঁর মগজাস্ত্রে ফের ঘায়েল হবে বিপক্ষ। ভারতীয় ক্রিকেটে এর থেকে ভালো বিজ্ঞাপন বুঝি আর কিছু হয় না। এই ঘটনার নেপথ্যেও কি থেকে গেল আর-এক অধিনায়কের ক্ষুরধার মস্তিষ্ক? আসুন একবার শুনে নেওয়া যাক।
দেশের হয়ে একাধিক বিশ্বজয়ের কারিগর তিনি। তবু, সবখানে, সবক্ষেত্রে মহেন্দ্র সিং বাহুবলী হয়ে উঠতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। ময়দানের ঘাসের চরিত্র কোনও লেখা চিত্রনাট্যে বিন্যস্ত হয় না। ঘটনা সেখানে জায়মান। সেই জায়মান ঘটমানতাকে রূপকথার পর্যায়ে উন্নীত করতে পারেন কেউ কেউ। ইতিহাস সাক্ষী, মহেন্দ্র সিং ধোনি তেমনই একজন। তবু, রূপকথার চরিত্রাভিনেতা যাঁরা, তাঁদেরও স্বেদের নোনতা লেগে থাকে বাতাসে। 2019-এর বিশ্বকাপের মঞ্চ থেকে তাই ফিরে যেতে হয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। হতাশায়। আগুয়ান ক্যামেরা শুধু নয়, বিশ্ব দেখেছিল, স্নায়ুশীতল মানুষটার চোখে টলটলে দু-বিন্দু জল। একটু দূরের কমেন্ট্রি বক্সে বসে তাঁর এককালের অধিনায়ক ভাবছিলেন, উইকেট আর ধোনির ব্যাটের মধ্যবর্তী ওই ইঞ্চিকয়েক দূরত্বই আসলে ভারত আর ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নের ফারাক।
আরও শুনুন: Tokyo Paralympics 2021: ছেলেকে দিয়েছেন বাঁচার অনুপ্রেরণা, সোনাজয়ী অ্যাথলিটকে চিঠি বাবার
ধোনির জন্য কোনও সিনেমার চিত্রনাট্য ছিল না। মহানায়কের প্রস্থান অগত্যা অবধারিত ট্র্যাজেডিতেই। দূর থেকে সেই চলে যাওয়া সেদিন দেখেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর নিজের জন্যও অবশ্য বরাদ্দ ছিল না মহানায়কের মুকুট। বরং কাঁটার মুকুট মাথায় তুলেই একদিন বিশ্বকাপের মঞ্চ থেকে ফিরতে হয়েছিল তাঁকেও। ফিরেছিলেন স্বপ্নভঙ্গের প্যাভিলিয়নে। ইতিহাসের দুই বিন্দু কি সেদিন দূরে থেকেই মিলে গিয়েছিল কোনও এক স্থানাঙ্কে? হয়তো-বা!
হেরে গিয়েও জিতে যাওয়ার বাজিগরি বলিউড বয়ান সেবার সযত্নে পরিহার করেছিলেন ধোনি। চলে গিয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে। একদিন সন্ন্যাসী রাজার মতোই সরে গেলেন সবকিছু থেকে, অকস্মাৎ।
আরও শুনুন: ‘গোলন্দাজ’ হয়ে তিনি আসছেন পর্দায়, চিনে নিন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী-কে
মহেন্দ্র সিং ধোনি, সত্যি বলতে, কোনওদিনই মহেন্দ্র সিং বাহুবলী ছিলেন না। হয়ে থাকতে চাননিও। ভক্তদের এই তুলনা নেহাতই ছেলেমানুষী। বাহুবলে যে সব বল তিনি বাউন্ডারির ওপারে ফেলেছেন, এই সেদিনও, গত আইপিএলে, যে সব বল উড়ে গেল স্টেডিয়ামের ছাদ পেরিয়ে, সে সব নিতান্তই প্রচ্ছদ মাত্র। মলাট উলটোলে দেখা মিলবে যার, তা হল মগজাস্ত্র। রেল-এর হয়ে লম্বা লম্বা ছক্কা মারা ছেলেটাকে যে-অস্ত্র একদিন ভারতীয় ক্রিকেটের অন্যতম নায়কের আসনে বসাবে। সেইটেই ধোনির আসল শক্তি।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।