ইউরো-কোপার যুদ্ধ শেষ। এবার মুখোমুখি হতে চলেছেন মেসি-ইয়ামাল! তাও কোনও ক্লাবের হয়ে নয়, নিজেদের দেশের জার্সি গায়েই মাঠে নামবেন দুই ফুটবল তারকা। ঠিক কোন ম্যাচে মুখোমুখি হবেন তাঁরা? আসুন শুনে নেওয়া যাক।
ইউরো সেরা স্পেন। এদিকে কোপায় বাজিমাত আর্জেন্টিনার। এই মুহূর্তে ফুটবল দুনিয়া মেসি-ইয়ামাল চর্চায় বুঁদ। এই আবহে সামনে এল ফাইনালিসিমার খবর। এই খেলাতেই একে অন্যের বিপক্ষ হিসেবে দেখা যাবে মেসি এবং ইয়ামালকে। তাও আবার নিজেদের দেশের জার্সিতেই মাঠে নামবেন দুই তারকা।
আরও শুনুন:
ষোলোর সোলো শোয়ে নক্ষত্রের জন্ম, ইয়ামালের রূপকথা যেন মতি নন্দীর উপন্যাস
এখন প্রশ্ন হচ্ছে, ফাইনালিসিমা আসলে কী?
উয়েফা এবং কনমেবল আয়োজিত এক বিশেষ ম্যাচ। যেখানে মুখোমুখি লড়াইয়ে নামেন কোপা এবং ইউরোর বিজয়ী দল। হিসাব মতো এবারের ফাইনালিসিমার দুই প্রতিপক্ষ দল স্পেন এবং আর্জেন্টিনা। কাজেই খেলার মাঠে মুখোমুখি দেখা যাবে মেসি-ইয়ামালকে। এর আগে ২০২২-র ফাইনালিসিমাতেও খেলেছেন মেসি। সেবার ইটালিকে হারিয়ে সেই ট্রফি জিতেছিল আর্জেন্টিনা। পরের টুর্নামেন্ট হওয়ার কথা ২০২৫-এ। সেখানে স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথের থেকেও সবাই মুখিয়ে রয়েছে ইয়ামাল-মেসির জাদু দেখার জন্য।
:আরও শুনুন:
ছোট্ট ইয়ামালের সঙ্গে মেসির ছবি ভাইরাল, কী বলছেন সেই ফোটোগ্রাফার?
আসলে, এই ম্যাচে মুখোমুখি হওয়ার স্বপ্ন আগেই দেখেছিলেন ইয়ামাল। দুই টুর্নামেন্টের ফাইনালের আগেই তিনি বলেছিলেন, স্পেন এবং আর্জেন্টিনার জেতার কথা। অবশেষে তাঁর সেই স্বপ্ন সত্যি হয়েছে! মাত্র সতেরো বছর বয়সে ইউরো সেরার মুকুট পরেছেন ইয়ামাল। তিনি যে এই সাফল্যের যোগ্য দাবিদার, তা আগেই প্রমাণ করেছেন। সেমিতে তাঁর সোলো পারফরম্যান্সে ভর করেই ফাইনালে পৌঁছয় স্পেন। তাই ফাইনাল ম্যাচে একটিও গোল না করে ফুটবুল দুনিয়ার চর্চায় রয়েছেন লামিন ইয়ামাল। অন্যদিকে, কোপায় নিজেকে ফের প্রমাণ করেছেন লিওলেন মেসি। তাঁকে নিয়ে আলাদা করে কিছু বলার বাকি নেই। ব্যর্থতার অন্ধকার গলি পেরিয়ে আলোর সরণিতে হেঁটেছেন ফুটবলের রাজপুত্র। একে একে বিশ্বকাপ, কোপা আমেরিকা সবই ঝুলিতে ভরেছেন। ফুটবল দুনিয়ার সামনে তাঁর আর কিছু প্রমাণ করার বাকি নেই। তবু ফাইনলে ম্যাচে চোট পেয়ে অঝোরে কেঁদেছেন এলএমটেন। শরীরের যন্ত্রণা নয়, খেলতে না পারার কষ্ট চোখে জল এনেছিল তাঁর। এই ভালোবাসা ভাষায় প্রকাশ করা যায় না। তবে এখানেই শেষ নয়। আগামী বিশ্ব আরও অনেকবার তাঁর বাঁ-পায়ের জাদু দেখুক, এমনটাই চাইছেন সমর্থকরা। এই আবহে মেসি বনাম ইয়ামালের লড়াই যে বেশ উত্তেজনা ছড়াবে তা বলাই বাহুল্য।