খেলা হচ্ছে ২০২৩-এ। কিন্তু এশিয়ান গেমসের সর্বত্রই লেখা ২০২২। লোগো থেকে শিরোনাম কিংবা খেলোয়াড়দের জার্সি, সব জায়গায় লেখা রয়েছে ‘এশিয়ান গেমস ২০২২’! এত বড় ইভেন্টেও কি তবে ছাপার ভুল? নাকি নেপথ্যে অন্য কিছু? আসুন শুনে নিই।
চার বছরের অপেক্ষার শেষে, চলতি বছরে ফের আসর বসেছে এশিয়ান গেমসের। কিন্তু ২০২৩ সালে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের লোগোয় লেখা ২০২২। শুধু লোগো নয়, সার্টিফিকেট কিংবা শিরোনামেও সেই একই ছবি। ইতিমধ্যেই অনেকের মনে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে আন্তর্জাতিক মঞ্চে এমন ভুল হওয়াও প্রায় অস্বাভাবিক ঘটনা।
আরও শুনুন: জার্সির ভাঁজে যত্নে রাখা হারানো জীবন, বদলে গেলেও তাকে ফেলে দেওয়া যায় না
তাহলে ঠিক কেন এমনটা লেখা হচ্ছে?
উত্তর মিলবে ২০২২-এর দিকে ফিরে দেখলেই। আসলে প্রতি চার বছর অন্তর এই আন্তর্জাতিক মানের খেলার আসর বসে। স্রেফ ক্রিকেট ফুটবল নয়, বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এশিয়ান গেমসে। এশিয়ার অধিকাংশ দেশই এই ইভেন্টে অংশ নেয়। তাই আগে থেকেই ঠিক করা থাকে কোথায় বসবে পরবর্তী খেলার আসর। সেই হিসেবে ১৯ তম এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল চিনে। এদিকে চার বছর অন্তর প্রতিযোগিতার নিয়ম। তাই সেই হিসেবে প্রতিযোগিতা হওয়ার কথা ২০২২ সালে। কিন্তু সমস্যা বাধল করোনা। প্রতিযোগিতার দিনক্ষণ কিংবা খেলার জায়গা, ঠিক থাকলেও করোনার জেরে তা স্থগিত রাখতে বাধ্য হয় চিনা সরকার। শেষ পর্যন্ত ঠিক হয়, পরের বছর অর্থাৎ ২০২৩-এ অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। খেলার জায়গায় কোনও পরিবর্তন হবে না। স্রেফ অপেক্ষা করতে হবে আরও একটা বছর।
আরও শুনুন: আবার আসছে ভারত-পাক দ্বৈরথ, নীরজের মায়ের কথা কি আর আমরা মনে রাখব?
সেই মতোই চলতি বছরে চীনের হাংঝৌ-এ বসেছে এশিয়ান গেমসের ১৯তম আসর। তবে যেহেতু এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল ২০২২-এ, চলতি বছরে অনুষ্ঠিত হলেও এশিয়ান গেমসের অফিসিয়াল লোগোয় লেখা রয়েছে ২০২২ সালটিই। খেলোয়াড়দের জার্সি কিংবা শিরোনামেও ধরা পড়ছে সেই একই ছবি। ইতিমধ্যেই জমে উঠেছে খেলার আসর। ভারতের ঝুলিতেও জমা পড়েছে মোট ১৩ টি মেডেল। যার মধ্যে রয়েছে তিনটি সোনা, চারটি রুপো ও ৬টি ব্রোঞ্জ। ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবার খেলতে নেমেও সোনা জিতেছে হরমনপ্রীতরা। চলতি বছরের প্রতিযোগিতায় অশ্বারোহণেও সোনা জিতেছে ভারত। দুরন্ত পারফরম্যান্স রাইফেল শ্যুটিং-এও। বাংলার মেহুলি গর্বিত করেছে গোটা দেশকে। তবে এখনও অনেক বাকি। আগামী ইভেন্টগুলিতে ভারতের অবস্থান কোথায় হয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছে দেশবাসী।