কৃতী সন্তান। আর তাঁর পাশেই দাঁড়িয়ে আছেন গর্বিত মা। সারা ভারতবর্ষ এখন এই ছবির সঙ্গে পরিচিত। বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ ও তাঁর মায়ের ছবিটি দেখে দেশবাসী রীতিমতো আপ্লুত। তেমনই চমৎকার ছবির ক্যাপশন, যেখানে দাবাড়ুর মাকেই কিংবদন্তি আখ্যা দেওয়া হয়েছে। তবে, জানেন কি, সেই ছবিটি কে তুলেছিলেন? কেই-বা দিয়েছিলেন সেই ক্যাপশন? আসুন, তাঁর কথা শুনে নেওয়া যাক।
ছবিটি ভারি পছন্দ হয়েছে খোদ প্রজ্ঞানন্দের (Praggnanandhaa)। আঠেরো বছরের বিস্ময় দাবাড়ু তিনি। দাবা বিশ্বকাপের ফাইনাল তাঁর জেতা হয়নি বটে, তবে নতুন নক্ষত্রের খবর পৌঁছে গিয়েছে গোটা বিশ্বেই। সেই রমেশবাবু প্রজ্ঞানন্দ দাঁড়িয়ে আছেন তাঁর মায়ের সঙ্গে। রত্নগর্ভা তিনি। তিনিই তো সত্যিকার কিংবদন্তি। ছবিটি যিনি তুলেছিলেন, তিনি ঠিক এই কথাটিই লিখেছিলেন, যে, কিংবদন্তি ও তাঁর সন্তান।
প্রজ্ঞানন্দের যে ক’টি ছবি সোশ্যাল মিডিয়ায় সকলের মন জয় করে নিয়েছে, তার মধ্যে এটি অন্যতম। বিশেষত, তাঁর মাকে যেভাবে সম্মানিত করা হয়েছে, তার তুলনা তো সচরাচর দেখা যায় না। দুরন্ত দাবাড়ু প্রজ্ঞানন্দ তো তাঁর নামের সঙ্গে পিতৃপরিচয় বহন করছেই। এবার সারা দুনিয়া চিনল তাঁর মা নাগলক্ষ্মীকে। আর তাই এই ছবিটি খুব পছন্দ প্রজ্ঞানন্দের নিজের। নেটমাধ্যমে অগণিত মানুষ শুধু নন, প্রজ্ঞানন্দ নিজেও ছবিটি শেয়ার করেছিলেন। ক্যাপশনটি যে তাঁর বেশ পছন্দ হয়েছে সে কথাও জানিয়েছিলেন। স্বাভাবিক ভাবেই, এ ছবি কার তোলা তা নিয়ে কৌতূহল বেড়েছে নেটদুনিয়ার। ছবিটি আসলে একটি সেলফি, যা তুলেছিলেন বিখ্যাত চেজ-ফটোগ্রাফার মারিয়া এমিলিয়ানোভা। তিনিই ছবিটি প্রথম শেয়ার করেছিলেন নেটদুনিয়ায়। তবে সবথেকে নজরদার ছিল এটির ক্যাপশন, যেখানে মারিয়া লিখেছিলেন, ‘সেলফিড উইদ আ লিজেন্ড অ্যান্ড হার সন।’ এই ক্যাপশনটির জোরেই ছবিটি ছড়িয়ে পড়ে।
আরও শুনুন: ক্যাপ্টেনের আর্ম-ব্যান্ড দিলেন ইয়েডলিনকে, সবারে মান দিয়েই সম্মান ফিরে পান রাজা মেসি
আসলে আমাদের দেশে কৃতীদের পিতৃপরিচয় যতটা প্রখর, মায়েদের কথা ঠিক ততটাই আড়ালে। যে বিস্ময় দাবাড়ু সারা বিশ্বকে চমকে দিয়েছেন, তাঁর মাকেই চিনিয়ে দিয়েছে এই ছবিটি। ছাপোষা-সাদাসিদে। তবে প্রজ্ঞানন্দের সাফল্যের পাশে, যাত্রাপথের পাশে তিনি নিত্যসঙ্গী। যেন বহু সংগ্রামের পত্থে দূর থেকেই মা আগলে রেখেছেন তাঁর সন্তানকে। জোগাচ্ছেন ভরসা। আর রমেশবাবু প্রজ্ঞানন্দও ছবিটিকে তুলে ধরে সেই স্বীকৃতিই দিয়েছেন। তাই ছবিটি যেন নীরবেই অনেক কথা বলে দেয়, যা বহু শব্দ খরচ করেও বলে ওঠা যায় না।
প্রজ্ঞানন্দ যদিও এবার চ্যাম্পিয়ন হতে পারেননি, তবে তাঁর সামনে পড়ে আছে দির্ঘ পথ। দেশকে আরও বহুবার গর্বিত করবেন তিনি, এমনটাই আশা সকলের। প্রজ্ঞানন্দ নিজেও সেই লক্ষ্যে স্থির। আর আগামীর সেই যাত্রাপথের গোড়ায় ভাস্বর হয়ে থাকল মা-ছেলের এই আন্তরিক ছবিটি। যার দিকে তাকিয়ে শুধু বলতে ইচ্ছে করে, তুমি কি কেবলই ছবি!
Caption!🔥❤️ https://t.co/1UWHckaTvy
— Praggnanandhaa (@rpragchess) August 26, 2023