লড়াই করেছিলেন মিতালী-ঝুলনরা। দেখেছিলেন স্বপ্ন। তাঁদের সেই স্বপ্নের পথ আজ সত্যি হয়ে উঠেছে স্মৃতি-হরমনপ্রীতদের ক্ষেত্রে। ভারতীয় মহিলাদের ক্রিকেট নিয়ে এখন পুরুষদের ক্রিকেটের মতোই সমান আগ্রহ, উন্মাদনা। আর এই নিরিখে যেন নতুন দিনের বার্তা নিয়েই এসেছে WPL, আলোচনায় শঙ্খ বিশ্বাস।
ভারতীয় মহিলা ক্রিকেটের এ যেন এক নতুন ভোর। মিতালী, ঝুলনরা স্বপ্ন দেখেছিলেন যে, ভারতীয় মহিলা ক্রিকেট নিয়েও একদিন পুরুষদের ক্রিকেটের মতোই উন্মাদনা হবে। তাঁরা লড়াই করেছিলেন। আগামীর পথ তৈরি করে গিয়েছিলেন অনেকটাই। আর সেই পথ ধরেই নতুন দিনে এসে পৌঁছলেন স্মৃতি, হরমনপ্রীতরা।
আরও শুনুন: চাপের মুখে বিরাট খেলতে পারেন না! পাক সাংবাদিকের কটাক্ষের জবাব সে দেশের ব্যাটারেরই
ইতিমধ্য়েই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় মেয়েদের দাপট দেখেছে গোটা বিশ্ব। প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে বিশ্বকাপ ঘরে এনেছে ভারতীয় মেয়েরা। আর এবার আবারও সেই দাপট দেখার অপেক্ষায় প্রহর গুনছে বিশ্ববাসী। তার কারণ সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবছর প্রথমবারের জন্য বসতে চলেছে মহিলাদের আইপিএলের আসর। আর তার আগে সোমবার মুম্বইয়ের নিলাম জমিয়ে দিলেন ভারতীয় তারকারা। উদ্বোধনী ডব্লিউপিএলের জন্য স্মৃতি-হরমনপ্রীতের মতো তারকাদের কোটি কোটি টাকায় কিনে নিল ফ্র্যাঞ্চাইজিগুলি।
এবারের নিলামে মোট ৪৪৮ ক্রিকেটার ছিলেন নিলামের তালিকায়। পাঁচটি ফ্র্যাঞ্চাইজির প্রত্যেককে টিম তৈরি কোরতে হত ১২ কোটি টাকার মধ্যে। নিলাম শুরু হয় স্মৃতি মন্ধানাকে দিয়ে। সবাইকে পিছনে ফেলে ভারতীয় ব্যাটারকে ৩ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যা এবারের নিলামের সর্বোচ্চ। ওদিকে ভারতীয় প্রমীলা বাহিনীর অধিনায়ক হরমনপ্রীত কৌরকে পেল মুম্বই ইন্ডিয়ান্স। ১ কোটি ৮০ লক্ষের বিনিময়ে তিনি খেলবেন নীতা আম্বানির দলে। তাঁর সঙ্গে যোগ দেন অলরাউন্ডার পূজা ভস্ত্রকরও। ১.৯ কোটি টাকায় তাঁকে দলে নিল মুম্বই।
ভারতীয় তারকা ব্যাটার জেমিমা রডরিগেজের দিকে নজর ছিল গোটা ক্রিকেটদুনিয়ার। তাঁর দর কত ওঠে ও কোন দলের জার্সিতে খেলেন, তা জানতে আগ্রহী ছিলাম আমরা সবাই। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে ২.২ কোটি টাকায় তাঁকে দলে সামিল করল দিল্লি ক্যাপিটালস।
দুরন্ত ফর্মে থাকা ব্যাটার শেফালি বর্মাকে পেতে ঝাঁপিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ২ কোটির বিনিময়ে তাঁকে নিয়ে ঘর গুছিয়ে নিল দিল্লী ক্যাপিটালস।
আরও শুনুন: উন্নতি চাই মহিলা ক্রিকেটের, নিজের পারিশ্রমিকের বিনিময়ে স্পনসর জোগাড়ে নেমেছিলেন মন্দিরা
ওদিকে ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মাকে ২.৬ কোটিতে দীপ্তিকে তুলে নিল ইউপি ওয়ারিয়র্স। বিদেশিদের মধ্যে সব ঠেকে বেশি দর উঠেছে অজি অলরাউন্ডার গার্ডনার আর আর ব্রিটিশ ক্রিকেটার ন্য়াট স্কিভারের। গার্ডনারকে ৩.২ কোটি টাকা দিয়ে কিনে নিলামে খাতা খুলেছে গুজরাট আর ইংল্যান্ডের ন্যাট স্কিভারকে ৩.২ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স।
এতদিন ক্রিকেটের যাবতীয় উন্মাদনা বিশ্ববাসী দেখেছে পুরুষদের ক্রিকেট নিয়ে। এখন এই মহিলা আইপিএলের আসর যে মহিলা ক্রিকেটজেও সেই একই উচ্চতায় নিয়ে যাবে,এমনটাই আশা ক্রিকেট প্রেমীদের।