আইপিএলের নিলামে টাকার খেলা! কোটি টাকায় বিক্রি হলেন ক্রিকেট দুনিয়ার বর্তমান তারকারা। তবে শুরু থেকেই এমনটা ছিল না। একসময় যাদের দর কোনওমতে লাখ ছুঁত, আসন্ন প্রিমিয়ার লিগে তাঁদের জন্যই বরাদ্দ কোটি টাকা! আইপিএল-র সৌজন্যে কার কত রোজগার বেড়েছে জানেন? আসুন শুনে নেওয়া যাক।
দামী জিনিস চাইলেই কেনা যায় না! অপেক্ষা করতে হয়, প্রয়োজনে নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকাও খসাতে হয়। নিলামের এই সহজ নিয়ম মোটের উপর সকলেরই জানা। আইপিএলের দৌলতে এই বিষয়টা আরও চেনা হয়ে গিয়েছে অনেকের।
প্রতি বছর আইপিএলের নিলামের জন্য অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। আয়জকরাও এই উপলক্ষে রীতিমতো জাঁকজমকের ব্যবস্থা করেন। পছন্দের খেলোয়াড় বেশি টাকা দর পেলে আপত্তি নেই। কিন্তু অজানা অচেনা, কিংবা যাকে ভাবা হয়নি এমন কেউ মোটা টাকায় বিক্রি হলে চর্চা শুরু হয়। গত সিজনে সেই জায়গা দখল করেছিলেন মিচেল স্টার্ক। প্রায় ২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল কলকাতা। সকলেই এই দর দেখে চমকে ওঠেন। কিন্তু চর্চা শুরু হয় কয়েকটা ম্যাচের পর থেকে। কারণ শুরুর দিকে একেবারেই ফর্মে ছিলেন না স্টার্ক। এবারেও একইভাবে সকলের নজর কেড়েছেন ঋষভ পন্থ। তাঁর দর উঠেছে ২৭ কোটি টাকা। তবে এখনও এই নিয়ে চর্চা শুরু হয়নি। যদি নিজের সেরাটুকু উজাড় করে দিতে পারেন পন্থ, তাহলে বিষয়টা স্বাভাবিক থাকবে। পন্থের প্রসঙ্গ যখন এলই তখন মনে করতেই হয় পুরনো দিনের কথা। ২০১৬ সালে প্রায় ২ কোটি টাকায় পন্থকে কিনেছিল দিল্লি। এই কয়েক বছরে সেটা প্রায় ১৩ গুণ বেড়েছে। একইভাবে নিজের দর বাড়িয়েছেন আরও অনেকে। বিরাট কোহলির কথাই ধরা যাক। শুধু ভারত নয়, গোটা বিশ্বের সেরার সেরা ক্রিকেটারের অন্যতম বিরাট। আসন্ন আইপিএলে তাঁর দর ২১ কোটি। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি বেঙ্গালুরু দলে প্রথম থেকে রয়েছেন। শুরুতে তাঁর দর ছিল ১২ লক্ষ। সেখান থেকে এমন উত্তরণ কিং কোহলির পক্ষেই বোধহয় সম্ভব।
নজড় কেড়েছেন বুমরাহ-ও। আসন্ন সিজনে তাঁর দর ১৮ কোটি। তবে তাঁর ক্ষেত্রেও শুরুটা হয়েছিল লাখেই। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ১০ লাখ টাকায় কিনেছিল সেবার। আলাদা করে বলার জায়গায় নেই রোহিত শর্মাও। ভারত অধিনায়ক এবারও ব্যাট ধরবেন মুম্বইয়ের হয়ে। তাঁর দর উঠেছে ১৬ কোটি। তবে রোহিতের ক্ষেত্রে ব্যতিক্রমী কাণ্ডও হয়েছিল। ২০১১ সালে তাঁকে ৯ কোটি টাকায় কিনেছিল মুম্বই। দীর্ঘদিন তাঁকেই সবথেক দামী খেলোয়াড় হিসেবে মনে করা হত। আসন্ন লিগে হার্দিকের আয় ১৬.৩৫ কোটি। তাঁর ক্ষেত্রেও শুরুটা হয়েছিল লাখে। তালিকার পরের জন ভেঙ্কটেশ আইয়ার। আবারও কলকাতার দলে ফিরেছেন তিনি, পকেটে ভরছেন ২৩.৭৫ কোটি টাকা। শ্রেয়স আইয়ারের কথাও না বললেই নয়। তাঁর নেতৃত্বে গত সিজনে আইপিএল জিতেছিল কলকাতা। স্বাভাবিক ভাবেই এবারের সিজনে তাঁর দর বেশি হওয়ার কথা ছিল। ২৬.৭৫ কোটি পেয়ে নিজের জাত বুঝিয়েওছেন তিনি। আইপিএলে অন্যতম নজরকাড়া তারকা রিংকু সিং। একসময় তেমন দর না পেলেও নিজের জায়গা নিজেই গড়েছেন তিনি। এবারের আইপিএলে তাঁর দর ১৩ কোটি। নিঃসন্দেহে এই উত্তরণ চমকে দেওয়ার। একইভাবে কে এল রাহুল, রবিচন্দন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি সহ প্রায় সমস্ত চেনা খেলোয়াড়ই কয়েক কোটি টাকা রজগার করতে চলেছেন এবারের সিজন থেকে।