দীর্ঘ ১৬ বছরের খরা কাটিয়ে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। তবে বিরাট কোহলির ছেলেদের দল নয়। জয়ের হাসি হেসেছেন স্মৃতি মন্ধানা। তাঁর নেতৃত্বে মহিলা আইপিএলের চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর মহিলা দল। তাঁদের এই জয়ের ছবি পোস্ট করেই বিশেষ এক মন্তব্য করেছেন অভিনেত্রী করিনা কাপুর। ঠিক কী বলেছেন তিনি? আসুন শুনে নেওয়া যাক।
ক্রিকেট মানেই বিরাট-রোহিত কিংবা ধোনি নন। আন্তর্জাতিক স্তরে ভারতীয় মহিলা দলের পারফরম্যান্স বহু আগেই চর্চায় এনেছে মন্ধানা-হরমনপ্রীতের নাম। সম্প্রতি, আরসিবির মহিলা দলের আইপিএল জয় সেই আগুনে নতুন করে ঘি ঢালল। সোশাল মিডিয়া অন্তত তেমনটাই বলছে। সর্বত্রই চলছে আরসিবির মহিলা দলের জয়ের চর্চা। সেই চর্চায় যোগ দিয়েছেন বেবো করিনা কাপুরও।
আরও শুনুন: জীবনের যে রূপকথা প্রেরণা জোগায়, তারই নাম ঝুলন গোস্বামী
ছেলেরা যা পারেনি মেয়েরা তাই করে দেখাল। আরসিবির মহিলা দলের আইপিএল জয়ের পর এই বার্তাতেই ভরে উঠেছে সোশাল মিডিয়া। আর হবে নাই বা কেন! আইপিএলের ইতিহাসের দীর্ঘ ১৬টা বছর কেটে গেলেও, ট্রফি অধরাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। একাধিক বার তীরে এসে তরী ডুবেছে বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের। স্বপ্নভঙ্গ হয়েছে লাখো লাখো ভক্তর। ফের একবুক আশা নিয়ে পরবর্তী মরশুমে তাঁরা বসেছেন টিভির পর্দার সামনে। কিন্তু ভাগ্যে জুটেছে সেই হতাশাই। কিন্তু কোহলিরা যা পারেননি, তা দ্বিতীয় মরশুমেই করে দেখালেন স্মৃতি মন্ধানারা। দ্বিতীয়বার ফাইনালে পৌঁছেই চ্যাম্পিয়ন মহিলা আরসিবি টিম। নিঃসন্দেহে যা ব্যাঙ্গালোরের অনুরাগীদের দীর্ঘদিনের ক্ষতে মলমের মতোই আরামদায়ক।
আরও শুনুন: পেশায় চিকিৎসক, এশিয়ান গেমসে পদক জয় টিম ইন্ডিয়ার ক্রিকেটারের স্ত্রীর… কে তিনি, জানেন?
স্বাভাবিক ভাবেই, চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন রিচা ঘোষরা। ম্যাচ শেষের পরই আরসিবি শিবিরে ভিডিও কল করেন বিরাট কোহলি। স্মৃতি ও তাঁর সতীর্থদের জানান অভিনন্দন। একইসঙ্গে ক্রিকেট দুনিয়ার উজ্জ্বল নক্ষত্ররাও আরসিবির মহিলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে নজর কেড়েছে অভিনেত্রী করিনা কাপুরের শুভেচ্ছা বার্তা। সোশাল মিডিয়ায় আরসিবির মহিলা দলের জয়ের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘রানিদের শুভেচ্ছা’। যা দেখে আবেগে ভেসেছেন আরসিবির ভক্তরা। করিনা যেন বলেই দিলেন, ক্রিকেটে এবার রানিদের যুগ শুরু হল। এমনিতে ক্রিকেট মানেই যে কয়েকজন খালোয়াড়ের নাম উঠে আসে তাঁরা সকলেই পুরুষ। কিন্তু সময় এবার বদলাচ্ছে। ভারতীয় ক্রিকেটে মহিলাদের পারফরম্যান্সই সেই বদলকে সম্ভব করেছে। যে সোশাল মিডিয়া বরাবর বিরাট-রোহিতদের চর্চায় মজে থাকে, সেখানে এখন শুধুই স্মৃতি মন্ধানা এবং তাঁর দলের মেয়েরা। যদিও নেটিজেনদের একাংশ যেভাবে পুরুষ এবং মহিলা দলের তুলনা টানছেন তা অনেকের কাছেই সমর্থন যোগ্য মনে হয়নি। তবে মহিলা ক্রিকেটারদের নিয়েও যে চর্চা হওয়া একান্ত জরুরি তা বুঝিয়ে দিল এই ঘটনা। আর সেই আবহে আরসিবির মহিলা দলকে রানি বলে সম্বোধন করে বিশেষ বার্তা দিলেন করিনা কাপুর।