খাতায়-কলমে সবথেকে নামভারী দল পিএসজি। কারণ এখানেই আছেন মেসি, নেইমার, এম্বাপে, যাঁরা একক দক্ষতায় ম্যাচের রং বদলে দিতে পারেন। তা সত্ত্বেও শেষ ৩ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে বিখ্যাত দলকে। এর কারণ কি? আলোচনায় শঙ্খ বিশ্বাস।
কথায় আছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তারই যেন সবথেকে বড় উদাহরণ পিএসজি। শেষ ৩ ম্যাচে তাদের দেখতে হয়েছে পরাজয়ের মুখ । এখন প্রশ্ন, যে-টিম খাতায়-কলমে এত ভালো, তাদের এহেন অবস্থা কেন?
আরও শুনুন: Audio Blog: স্বপ্ন পূরণের দিনকাল, ভারতীয় মহিলা ক্রিকেটে নতুন ভোর আনল WPL
ফুটবল দুনিয়ায় একটা কথা প্রচলিত আছে , সেই দল তত ভালো যার ড্রেসিংরুম যত ভালো । আর পিএসজি-র সেখানেই সব থেকে বড় সমস্য। প্রায় প্রতিদিনই কোনও না কোনও সংবাদসূত্রে পিএসজি-র ড্রেসিংরুম নিয়ে গরমাগরম খবর শোনা যায়। এখন যা রটে তার কিছুটা তো ঘটে! আসল সমস্যা নাকি মেসি নেইমার এম্বাপের ইগোর লড়াই । বিশ্বকাপের আগে পর্যন্ত তাও পরিস্থিতি ঠিক থাকলেও মেসি এমবাপেকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই নাকি সমস্যা চরমে উঠেছে। এখন মহা মুশকিলে পড়েছেন পিএসজি-র কর্মকর্তারা। নেইমার পিএসজিতে থাকতে চান, কিন্তু তাঁরা আর রাখতে চান না; মেসিকে তাঁরা রাখতে চান কিন্তু শোনা যাচ্ছে মেসি আর থাকতে আগ্রহী নন; আবার যাকে কেন্দ্র করে পিএসজি তাদের টিম তৈরি করতে চাইছে, সেই এমব্যাপের ভবিষ্যৎ নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে পিএসজি-র অন্দরেই। এখন এটাই দেখার এই সব সমস্যা কাটিয়ে পিএসজি প্রকৃত টিম হয়ে উঠতে পারে কি না। ব্যক্তি নয়, তারকা নয়, ফুটবলে দলই যে শেষ কথা বলে, পিএসজির এই দৈন্য সেই চিরকালীন কথাটিকেই আবার মনে করিয়ে দিচ্ছে।