এক ম্যাচেই ১১ টি গোল! তাও আবার আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে। শুনে অবাক লাগলেও, ফুটবল বিশ্বকাপ সাক্ষী থেকেছে এমন ঘটনারও। বিশ্বকাপের একটি ম্যাচেই বিপক্ষ দলকে হজম করতে হয়েছিল ১০ খানা গোল। যেখানে সেই বিপক্ষ দল সুযোগ পেয়েছিল মাত্র একটি গোল করার। জানেন, কোন দল করেছিল এতগুলি গোল? আসুন, শুনে নিই।
সময় মাত্র ৯০ মিনিট। তার মধ্যেই নির্ধারিত হয়ে যাবে চূড়ান্ত ফলাফল। আর সেই নব্বই মিনিটে চোখ ধাঁধানো গোলের আতশবাজিতে বুঁদ হয়ে থাকবেন দর্শক। ফুটবল মানে এই উত্তেজনাই। তার উপর যদি হয় বিশ্বকাপ তো কথাই নেই। দেশের পতাকা থাকুক বা না থাকুক, ফুটবলবিশ্বের নাগরিকদের মধ্যে উন্মাদনা কিন্তু কমে না। সেই বিশ্বকাপে এক ম্যাচে হয়েছিল ১১ টি গোল! যার মধ্যে জয়ী দল হাঙ্গেরিই করেছিল ১০ টি গোল। বিশ্বকাপের ইতিহাসে যা রেকর্ড।
আরও শুনুন: পাঠিয়েছেন নগ্ন ছবি, ফুটবলাররা কি দেখেছেন? ভক্তদের জানালেন সেই ব্রাজিলীয় মডেল
সেটা ১৯৮২-এর বিশ্বকাপ। আয়োজক দেশ স্পেন। সেবার বিশ্বকাপে অংশ নিয়েছিল ২৪টি দেশ। জার্মানিকে হারিয়ে বিশ্বসেরা হয়েছিল ইতালি। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে এই ৮২-র বিশ্বকাপ স্মরণীয় হয়ে আছে এক বিশেষ কারণে। এই বিশ্বকাপের একটি ম্যাচেই ১০ খানা গোল করেছিল হাঙ্গেরি। আর বিপক্ষে থাকা এল সাল্ভাদর করতে পেরেছিল মাত্র একটি গোল। যদিও সেবারের বিশ্বকাপে অংশ নেওয়াটাই এল সাল্ভাদরের কাছে বিরাট ব্যাপার ছিল। স্বাভাবিক ভাবেই সেবারের বিশ্বকাপের সবথেকে দুর্বল দলগুলির মধ্যে অন্যতম ছিল এল সাল্ভাদোর। আর হাঙ্গেরি ফুটবল দলের তখন যেন স্বর্ণযুগ চলছে। বিশ্বের খ্যাতনামা খেলোয়াড়রা তখন রয়েছেন এই দলে। নির্ধারিত সময়ে খেলা শুরু হতেই ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করে হাঙ্গেরি। ম্যাচ শুরুর মাত্র চার মিনিটের মাথায় প্রথম গোলটি করে ফেলেন হাঙ্গেরির ফুটবলাররা। তারপরের ২৫ মিনিটের মধ্যে হাঙ্গেরির খাতায় যোগ হয় আরও দুটি গোল। প্রথমার্ধের শুরুতেই এমন অবস্থা দেখে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এল সাল্ভাদর। কিছু না ভেবেই সাল্ভাদরের অধিনায়ক সিদ্ধান্ত নেন দলের সবাইকে ফরোয়ার্ডে পাঠানোর। সেই সুযোগেই গোলের বন্যা বইয়ে দেয় হাঙ্গেরি। সবাইকে অবাক করে দিয়ে সেদিন এল সাল্ভাদরকে ১০ গোল দিয়েছিল হাঙ্গেরি।
আরও শুনুন: সিগন্যাল দেখেই এল ভাবনা, ফুটবলে চালু হল লাল আর হলুদ কার্ডের শাসন
আর তার জেরেই বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে ১৯৮২-র বিশ্বকাপ। যদিও ১৯৫৪ সালের বিশ্বকাপের একটি ম্যাচে মোট ১২ টি গোল হয়েছিল। তবে সেক্ষেত্রে খেলার স্কোর ছিল ৭-৫। তাই হাঙ্গেরির এক ম্যাচে ১০ গোল দেওয়ার রেকর্ড এখনও অটুটই রয়েছে।