ভুলই যে কখন ঠিক হয়ে যায়, কে বলতে পারে! যেমনটা ঘটে গিয়েছে আইপিএল-এর তরুণ তুর্কি মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে। এক ভুলেই বদলে গিয়েছে তাঁর জীবন, তবে খারাপ নয়, ভালোর দিকেই। কী ঘটেছিল ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
খেলার মাঠে ভুল হলে আর রক্ষে নেই। একটা ভুল সিদ্ধান্তের জেরে একটা গোটা ম্যাচই বেরিয়ে যেতে পারে হাতের বাইরে। বোলার মায়াঙ্ক যাদব সে কথা ভালোই জানেন। স্রেফ ক্যাচ ফেলেই যে ম্যাচ ফেলে দেওয়া যায়, থুড়ি কাপও পড়ে যেতে পারে, স্টিভ ওয়-র সেই বিখ্যাত কথা তিনি জানেন তো বটেই। কিন্তু কখনও কখনও ভুলও যে ঠিক হয়ে যেতে পারে, সে কথাও খেলার মাঠ জানে বইকি। আগের কথা ছেড়েই দেওয়া যাক, আইপিএল-এও তেমন নজির কম নেই। এই তো কিছুদিন আগেই পাঞ্জাবের হয়ে শশাঙ্ক সিং মাঠ কাঁপানোর পরে শোনা গিয়েছিল, তাঁকে নিলামে কেনাই হয়েছিল নাকি ভুল করে। অথচ ভুলের মাশুল দেওয়া দূরে থাক, আদতে ভুলের ফল মিঠেই হয়ে দাঁড়িয়েছে। মায়াঙ্কও সে কথা বলতে পারেন অনায়াসে। এই যে তিনি আইপিএল-এর মাঠে ঝড় তুলেছেন আগুনে গতিতে, এর কোনও কিছুই হত না একটি ছোট্ট ভুল না হলে।
আরও শুনুন:
রোহিত-বিদায়ে উল্লাসের জেরে মার, মৃত্যু ব্যক্তির… ক্রিকেট কি অসহিষ্ণু করে তুলছে ফ্যানদের?
কী সেই ভুল? লখনউ সুপারজায়ান্টের অন্যতম ভরসা হয়ে ওঠা মায়াঙ্ক জানাচ্ছেন, আসলে তাঁর পেশাদারভাবে খেলতে আসাটাই ছিল অনিশ্চিত। কেননা তার আগেই নেভিতে চাকরি পেয়ে গিয়েছিলেন দিব্যি। তখনও আইপিএল, তার টাকা বা খ্যাতি, কোনও কিছুই হাতে নেই। এই অবস্থায় নিশ্চিত চাকরি পেলে কে না সেই পথে হাঁটতে চাইবে? দ্বিধায় পড়ে গিয়েছিলেন তরুণ মায়াঙ্কও। এই সময়েই নাকি তাঁর সামনে আসে রতন টাটার একটি কথা। যেখানে টাটা গোষ্ঠীর কর্ণধার বলছেন, তিনি কোনও ঠিক সিদ্ধান্ত নেন না আসলে। আগে সিদ্ধান্ত নেন, তারপর সেই সিদ্ধান্তকে ঠিক করে তোলেন। আর এই কথাটিই নিমেষে ভরসা জুগিয়েছিল মায়াঙ্ককে। বছর একুশের পেসার নির্দ্বিধায় স্বীকার করেন, ওই ছোট্ট কথাটিই বদলে দিয়েছে তাঁর জীবন। কিন্তু মজার কথা হল, খতিয়ে দেখলে দেখা যাচ্ছে, আদৌ রতন টাটা এমন কোনও কথাই বলেননি। ইন্টারনেটে ‘সংগৃহীত’ তকমা লাগিয়ে যেমন অনেক কথাই ভেসে বেড়ায়, এও আসলে তেমনই এক কথা মাত্র। অর্থাৎ কিনা, এই মন্তব্যকে টাটার কথা ভেবে ভুল করেছিলেন মায়াঙ্ক। কিন্তু এ কথাও তো সত্যি, যে, টাটার কথা বলে না ভাবলে ওই মন্তব্যকে বাড়তি গুরুত্ব দেওয়ার প্রশ্নই উঠত না। আর তাহলে, আজকের চোখধাঁধানো বোলারের জীবন বইত অন্য খাতেই।
আরও শুনুন:
বাড়িতে বিপদের ছুতোয় ছুটি, আইপিএল দেখতে যাওয়া কর্মীকে টিভিতে পাকড়াও বসের
আসলে তো ঠিক ভুলের খেলাতেই এ জীবন রং বদলায়। এমনিতেই জীবন জুড়ে যে কতরকম ভুলের ফাঁদ বিছানো থাকে, সে আর বলার অপেক্ষা রাখে না। ইন্টারনেট আর সোশাল মিডিয়ার বাড়বাড়ন্তে এখন ভুল ছড়ানোর সুযোগসুবিধা আরও অনেকটাই বেশি। আগে যেমন ছাপার অক্ষরে কোনও কথা দেখলেই তা বিশ্বাস করার প্রবণতা ছিল মানুষের, এখন তেমনই ইন্টারনেটে পাওয়া তথ্য আগুপিছু বিচার না করে বিশ্বাস করেও ফেলছেন অনেকেই। এইরকম ভুলের মাশুলও কম দিতে হয় না। কিন্তু, কখনও কখনও আবার ভুল করেই কোনও কোনও ভুল ঠিক হয়ে যায়। ঠিক যেমনটা ঘটে গিয়েছে আইপিএল মাতানো বোলার মায়াঙ্ক যাদবের ক্ষেত্রে।