চলতি বছরের বিশ্বকাপে কেবল মেসি-এমবাপেরা নন, নয়া রেকর্ড গড়ল গুগলও। টুইট করে এ কথা জানিয়েছেন খোদ সংস্থার কর্ণধার সুন্দর পিচাই। কেন এমন কথা বললেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
৩৬ বছর পর বিশ্বকাপ হাতে উঠেছে আর্জেন্টিনার। বিশ্বমঞ্চে জাদুকরের মতোই ম্যাজিক দেখিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের সেরা ফুটবলারের শিরোপা আর কার হাতেই বা উঠতে পারে! ২০১৪-এর বিশ্বকাপের পর এবারেও সোনার বলের দাবিদার তিনিই। এদিকে বিশ্বকাপ হাতে না উঠলেও ৮টি গোল করে গোল্ডেন বুট ছিনিয়ে নিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। কিন্তু কেবল এই সেরা খেলোয়াড়েরা নন, বিশ্বকাপে নয়া রেকর্ডের তালিকায় জুড়েছে আরও একটি অভিনব রেকর্ড। যার খোঁজ দিয়েছেন গুগল-কর্তা সুন্দর পিচাই।
আরও শুনুন: মেসিতে মজে প্রতিদ্বন্দ্বিতা ভুললেন ব্রাজিল তারকা, ‘গোট’ বিতর্কে কী মত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর?
এদিন একটি টুইট করেন গুগলের কর্ণধার। আর তাতেই তিনি জানিয়েছেন, এবারের বিশ্বকাপে নতুন রেকর্ডের দাবিদার গুগলও। গত ২৫ বছরের ইতিহাসে, এই বিশ্বকাপ ফাইনালের সময়ই সবচেয়ে বেশি আন্তর্জাল ট্র্যাফিক এবার দেখেছে এই সংস্থা, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপের এমন হাই ভোল্টেজ ফাইনালের দিন কীসের জন্য এমন ভয়ংকর জট? মেসি-এমবাপের টানটান দ্বৈরথ ছেড়ে আন্তর্জালের পাতায় ঠিক কী খুঁজে চলেছিলেন বিশ্বজোড়া ইন্টারনেট ব্যবহারকারীরা? তার উত্তরে গুগল সিইও জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনালের দিন ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’- এই বিষয়টিই সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে। তাঁর কথায়, মনে হচ্ছিল যেন গোটা পৃথিবীই কেবল একটিই বিষয় খুঁজে চলেছে।
বিশ্বকাপে অংশ না নিলেও ভারত ফুটবলপাগল দেশ। আর আর্জেন্টিনা এবং মেসির দৌলতে এবারের বিশ্বকাপ নিয়ে ভারতে উন্মাদনা ছিল তুঙ্গে। ওদিকে তরুণ প্রজন্মের একাংশের কাছে এমবাপেও তুমুল জনপ্রিয়। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ছিল তিনটে বিষয়- মেসি, এমবাপে আর ফিফা ওয়ার্ল্ডকাপ ফাইনাল। এরপর ফাইনাল ম্যাচ যত গড়ায় তত রং বদলাতে থাকে। এমন উত্তেজনাপূর্ণ ফাইনাল আগে কখনও হয়েছে কিনা, তা নিয়ে ধন্দে পড়েছেন বিশেষজ্ঞরা। যত ম্যাচের হাওয়া ঘুরেছে, তত বেড়েছে সার্চ। বিশ্বকাপ এবং বিশেষ বিশেষ খেলোয়াড়দের সম্পর্কে অহরহ তথ্য জানতে চেয়ে সার্চ করেছেন মানুষ। খুব স্বাভাবিক ভাবেই গুগল পৌঁছেছে নয়া রেকর্ডে। ২০২২-এর যে সার্চ তালিকা প্রকাশ করেছে গুগল, সেখানে ভারতের নিরিখে তিন নম্বর জায়গাতেই আছে ‘FIFA World Cup’। অংশ না নিলেও এ দেশে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা যে ঠিক কোন পর্যায়ে, তা বোধহয় এই পরিসংখ্যান থেকেই বোঝা যায়।
Search recorded its highest ever traffic in 25 years during the final of #FIFAWorldCup , it was like the entire world was searching about one thing!
— Sundar Pichai (@sundarpichai) December 19, 2022