বিশ্বকাপের আবহে মাতোয়ারা গোটা বিশ্ব। শুধুমাত্র অংশগ্রহণকারী দেশগুলিই নয়, সারা বিশ্বের প্রায় সব দেশের বাসিন্দারাই নিজেদের মতো করে উদযাপন করছেন ফুটবলের মহাযুদ্ধ। এমনকী যাঁরা অন্য খেলার সঙ্গে যুক্ত তাঁরাও এখন পড়েছেন বিশ্বকাপ জ্বরে। ফলত নানা কায়দায় চলছে উদযাপন। আর সেই কাজেই নজর কাড়লেন প্রাক্তন এক গলফ খেলোয়াড়। তা কীভাবে চলছে তাঁর বিশ্বকাপ উদযাপন? আসুন, শুনে নেওয়া যাক।
বিশ্বকাপ ফুটবল মানেই চোখ ধাঁধানো গোল। বিদ্যুৎগতিতে বল জড়িয়ে যাচ্ছে জালে, আর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের ঢেউ উঠছে স্টেডিয়ামে। এই দৃশ্যের যেন কোনও বিকল্প হয় না। পাশাপাশি আরও এক দৃশ্য ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। তা হল তারকাদের গোল উদযাপন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের সেলিব্রেশন তো বিশ্বে বিখ্যাত। মেসির দু-হাত মেলে ছুটে যাওয়া কিংবা নেইমারে জিভ বের করা বা সাম্বার ছন্দে নেচে ওঠার দৃশ্যও কে আর ভুলতে পারে! তারকাদের গোল সেলিব্রেশনের এই কায়দাকে নকল করেই নজর কাড়লেন প্রাক্তন গলফ খেলোয়াড় পেইজ স্পিরানাক। কাতার বিশ্বকাপের আবহে এভাবেই তিনি উদযাপন করছেন ফুটবলকে।
আরও শুনুন: একই ম্যাচে একজন খেলোয়াড়কে তিন বার হলুদ কার্ড, নজিরবিহীন ঘটনার সাক্ষী ছিল বিশ্বকাপ
কিন্তু যতই নকল হোক না কেন,গোলের উদযাপনের জন্য গোড়ায় গোল তো একটা করতে হবে। অতএব তিনি তৈরি করেছেন এক ফাঁকা গোলপোস্ট। সেখানে অবশ্য গোলকিপারের বালাই নেই। ধীর পায়ে এগিয়ে গিয়ে তেকাঠিতে বল রেখেই চলছে সেলিব্রেশনের স্টাইল নকল করার পালা। আমেরিকান এক মহিলা ফুটবলার কিছুদিন আগে পেনাল্টি শট নিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করেছিলেন। দেখা যায়, গোলের পর প্রথমে তিনি খুঁড়িয়ে হাঁটছেন। তারপর শরীর নাচিয়ে যেন জানান দেন, ওসব কিচ্ছু নয়। স্পিরানাক-ও তাঁর ভিডিওতে নকল করেছেন এই স্টাইল। আছে ক্রিশিচিয়ানো রোনাল্ডোর গোল দেওয়ার পর সেই চিরাচরিত সেলিব্রেশনের ভঙ্গি। আবার তাঁকে দেখা যাচ্ছে গোল দিয়ে আসার পর বারের সামনে যোগাসনের ভঙ্গিমায় বসে পড়তে। এ স্টাইল ম্যাঞ্চেস্টার সিটির খেলোয়াড় এরলিং হ্যালান্ডের। আর এক দৃশ্যে একটু সাহসী হতেও দ্বিধা করেননি তিনি। গোল করার পর তিনি খুলে ফেলেন পরনের জার্সি। আর তারপর তা ঘোরাতে থাকেন মাথার উপর। ইংরেজ মহিলা ফুটবলার লিওনেস কেলির স্টাইল নকল করেই জার্সি খোলার কাজটি করেছেন তিনি।
আরও শুনুন: কাতারে ইতিহাস, বিশ্বকাপে প্রথমবার তিন মহিলা রেফারির হাতেই থাকবে খেলার রাশ
তাঁর এই সেলিব্রেশনের ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পেতেই হইচই পড়ে অনুগামীদের মধ্যে। তাঁকে জার্সি খুলতে দেখে, কেউ কেউ বলেছেন, এবার তো হলুদ কার্ড দেখতে হবে! অন্য অনুগামীরা পালটা দিয়ে বলেছেন, তা দেখতে হয় হোকগে! তবু এই উদযাপন চলুক। আসলে ফুটবল বিশ্বকাপ এমনই। সকলেই নিজের মতো করে তা সেলিব্রেট করেন। প্রত্যেকের আছে উদযাপনের নিজস্ব ভাষা। এই মহিলা গলফ খেলোয়াড়ও তার ব্যতিক্রম নন। আর এই সেলিব্রেশনের ভিডিওতে আরও একটা দিক ছুঁয়ে গিয়েছেন তিনি। ক্রিশিচিয়ানোর মতো পুরুষ কিংবদন্তির পাশপাশি, তারকা মহিলা ফুটবলারদের স্টাইল নকল করে, তাঁদের কৃতিত্বকেও সামনে এনেছেন তিনি।
View this post on Instagram