এশিয়ান গেমসে দেশকে পদক এনে দিয়েছেন এই তরুণী। এদিকে তাঁর স্বামীও খেলার জগতেরই একজন। টিম ইন্ডিয়ার এক ক্রিকেটারকেই বিয়ে করেছেন এই তরুণী। জানেন এই দম্পতির পরিচয়? শুনে নেওয়া যাক।
দীর্ঘ পরিশ্রমেরই ফল মিলেছে এশিয়ান গেমসে। রোলার স্কেটিংয়ের ৩০০০ মিটার রিলেতে পদক জিতে নিয়েছেন আরতি কস্তুরী রাজ। চলতি বছরের এশিয়াডে ভারতের পাওয়া মোট পদকের তালিকায় আরও একটি ব্রোঞ্জ পদক যুক্ত হয়েছে এই তরুণীর হাত ধরেই। কিন্তু, এই একটিমাত্র পরিচয়েই আরতিকে চেনা যাবে না। কারণ খেলার বাইরেও আরও একাধিক পরিচয় রয়েছে তাঁর। পেশাগত ভাবে তিনি একজন চিকিৎসক। বর্তমানে ক্লিনিক্যাল এমব্রায়োলজিতে স্নাতকোত্তর করছেন এই তরুণী। আর ব্যক্তিগত জীবনে তিনি যাঁর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন, তিনিও খেলাধুলার জগতেরই একজন। আসলে টিম ইন্ডিয়ার এক ক্রিকেটারের স্ত্রী আরতি। স্ত্রীর এহেন সাফল্যে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন সেই ক্রিকেটারও।
আরও শুনুন: ‘২০২৩’ নয়, চলতি এশিয়ান গেমসেও লেখা ‘২০২২’ কেন জানেন?
২০২১ সালের জুলাইয়ে ভারতীয় দলের হয়ে প্রথমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামেন সন্দীপ ওয়ারিয়র। এই মিডিয়াম ফাস্ট বোলার বর্তমানে তামিলনাড়ু দলের হয়ে খেলেন। আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। আর এই সন্দীপেরই স্ত্রী আরতি। দুজনেই খেলার জগতে থাকায় তাঁরা যে একে অপরকে উৎসাহ জোগান, সন্দীপের কথাতেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। এশিয়াডে আরতির পদক জয়ের পর সন্দীপ জানিয়েছেন, একদিনের জন্যও স্ত্রীকে অনুশীলন থেকে ছুটি নিতে দেখেননি তিনি। সবসময় লক্ষ্য ছিল পদক জয়। বস্তুত চলতি বছরের মে মাসেই পড়ে গিয়ে বড় চোট পান আরতি। সেই সময়ে ২৬টি সেলাই পড়েছিল তাঁর। কিন্তু সব প্রতিকূলতা কাটিয়ে দ্রুত খেলায় ফেরেন এই তরুণী। গেমসের হিটেই গতবারের চেয়ে ভালো ফল করেছিলেন তিনি। আর মূল খেলায় নেমে তিনি জিতে নিলেন পদকও। এরপর অলিম্পিক থেকেও পদক আনার স্বপ্ন দেখছেন আরতি কস্তুরী রাজ। স্ত্রীর আরও বড় সাফল্যের আশায় তাকিয়ে রয়েছেন সন্দীপও।