লিঙ্গবৈষম্য দূর করতে বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট। এবার থেকে ‘মেন ইন ব্লু’-দের সম পরিমাণ ম্যাচ ফি পাবেন দেশের মহিলা ক্রিকেটারেরাও। কিন্তু খেলার মতোই, দেশের বিনোদনের আরও একটি বড় ক্ষেত্র, সিনেমার দুনিয়াও কি হাঁটবে এহেন বদলের পথে?
লিঙ্গসাম্যের পথে এক কদম এগোল ভারতীয় ক্রিকেট। এবার পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের মধ্যে পারিশ্রমিকের বৈষম্য ঘুচিয়ে দেওয়ার উদ্যোগ নিল বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহর ঘোষণা অনুযায়ী, এবার থেকে সমপরিমাণ ম্যাচ ফি পাবেন টিম ইন্ডিয়ার পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা। অর্থাৎ টেস্ট হোক কি টি-টোয়েন্টি, রোহিতদের সঙ্গে হরমনপ্রীতদের ম্যাচ প্রতি পারিশ্রমিকের ক্ষেত্রে আর কোনও পার্থক্য থাকছে না। আর ক্রিকেটের এই বড়সড় রদবদলের পরই উঠছে প্রশ্ন, এই দৃষ্টান্ত অনুসরণ করে একই পথে কি হাঁটবে বিনোদনের বাকি দুনিয়াও? বিশেষ করে ভারতীয় সিনেজগতে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকে যে বিপুল বৈষম্য জারি রয়েছে, বলিউড কি সেই দেওয়াল ভেঙে ফেলার উদ্যোগ নেবে আদৌ?
আরও শুনুন: স্রেফ ঘরকন্না করা মহিলার ধারণাকে বাউন্ডারির ওপারে পাঠিয়েছিলেন মিতালি
ক্রিকেট দুনিয়ায় লিঙ্গবৈষম্য মুছে দিতেই সম্প্রতি ‘ব্যাটসম্যান’ শব্দটি বদলে লিঙ্গনিরপেক্ষ ‘ব্যাটার’ শব্দের প্রচলন করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। আর এবার বেতনের ক্ষেত্রেও একইভাবে লিঙ্গসাম্যের কথা ভাবছে ক্রিকেট খেলে এরকম একাধিক দেশ। গত জুলাই মাসে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট উভয় ক্ষেত্রেই মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমপরিমাণ ম্যাচ ফি দেওয়ার কথা ঘোষণা করে নিউজিল্যান্ড। একই পথে হাঁটতে চাইছে অস্ট্রেলিয়াও। আর এবার হরমনপ্রীত-স্মৃতি-রিচাদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় ক্রিকেট বোর্ডও।
আসলে পুরুষতান্ত্রিকতার বেড়া ভেঙে মেয়েদের বাইরের জগতে আসতে যেমন সময় লেগেছে, তেমনই সেই জগতেও প্রথম থেকেই তোলা ছিল লিঙ্গবৈষম্যের দেওয়াল। যার জেরে খেলা কিংবা বিনোদনের দুনিয়াতে বারেবারেই দেখা গিয়েছে পুরুষ এবং মহিলার মধ্যে পারিশ্রমিকের বিপুল ফারাক। পরিশ্রমের ধরনধারণ প্রায় একইরকম হলেও প্রাপ্য অর্থের বেলায় প্রকট হয়ে ওঠে সেই বৈষম্য। বিশেষ করে বলিউডের ঝাঁ চকচকে আস্তরণ সরালেই এই দিকটি বড় হয়ে ধরা দেয়। সেখানে শাহরুখ খান, অক্ষয় কুমার, সলমন খানরা কাজ করেন ৯০-১০০ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে। সুপারস্টারদের কথা যদি ছেড়েও দেওয়া যায়, হাল আমলের রণবীর কাপুর, রণবীর সিং, সিদ্ধার্থ মালহোত্রারাও ২০ থেকে ৫০ কোটির বৃত্তে ঘোরাফেরা করেন অনায়াসেই। এমনকি বক্সঅফিসে ভুলভুলাইয়া ২-এর নজরকাড়া সাফল্যের পর কার্তিক আরিয়ানের মতো নবাগত অভিনেতাও সিনেমা প্রতি ৩৫-৪০ কোটি টাকা দাবি করছেন বলে শোনা গিয়েছিল। কিন্তু যতই একার কাঁধে গোটা একটা সিনেমা টেনে দেওয়ার ক্ষমতা থাকুক না কেন, দীপিকা, আলিয়া, করিনাদের পারিশ্রমিকের গণ্ডি কমবেশি ১০ থেকে ১৫ কোটির মধ্যেই। এমনকি বেশি পারিশ্রমিক চেয়েছেন অভিনেত্রীরা, এই মর্মে একাধিকবার ট্রোলড হতেও দেখা গিয়েছে তাঁদের। শোনা গিয়েছিল, ‘রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’— পরপর তিন ছবির পর ‘বৈজু বাওরা’-তেও পরিচালক সঞ্জয় লীলা বনশালীর প্রথম পছন্দ ছিল রণবীর-দীপিকার জুটিই। কিন্তু স্বামী রণবীরের সমান পারিশ্রমিক দাবি করার কারণেই নাকি এই ছবি থেকে বাদ পড়েন দীপিকা, সিনে-সূত্রে খবর এমনটাই।
আরও শুনুন: জীবনযুদ্ধে জয়ী হয়ে দেশকে পদক এনে দিয়েছেন এই ভারতীয় ক্রীড়াবিদরা
ক্রিকেটের মতোই বলিউড দেশের অন্যতম প্রধান অর্থকরী বিনোদনের দুনিয়া। বিজ্ঞাপনী ছবির সূত্রে দুই দুনিয়ার মধ্যে যোগাযোগও রয়েছে যথেষ্ট। টাইগার পতৌদি আর শর্মিলা ঠাকুর থেকে শুরু করে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা, জাহির খান আর সাগরিকা ঘাটগে, গাঁটছড়ায় বাঁধা পড়েছেন দুদিকের একাধিক তারকাও। একইভাবে, একদিকে ঘটে যাওয়া এই বড় বদলের ছাপ কি তবে পড়বে অন্যদিকেও? আপাতত সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন অনুরাগীরা।