খেলাধুলোয় একটা সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত টিমের প্রত্যেক সদস্যের মধ্যেই। তবে খেলোয়াড়দের মধ্যে ইগো থাকাটাও অস্বাভাবিক নয়। কিন্তু তাই বলে পুজারাকে বল করতে দেখে অশ্বিন খেলা ছাড়তে চাইবেন? কী ঘটছে ঠিক? আসুন শুনে নিন।
নিজেদের সেরা ফর্ম ধরে রেখে, বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ ইতিমধ্যেই পকেটে পুরেছে রোহিত ব্রিগেড। নাগপুরে ইনিংস এবং ১৩২ রানে অস্ট্রেলিয়াকে দুরমুশ এবং দিল্লিতে ৬ উইকেটে হারিয়ে সিরিজে প্রথমেই ২-০ এগিয়ে যায় ভারত। যদিও ৩য় টেস্টে অস্ট্রেলিয়া ভারতকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ করে। আর শেষ টেস্টে ইন্দোরে ম্যাচটি ড্র হয়। সৌজন্যে দুই টিমের টপ অর্ডার। শেষ টেস্টে দারুণ ব্যাটিংয়ের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ হন বিরাট আর যুগ্ম ভাবে সিরিজ সেরা হন জাদেজা আর অশ্বিন। কিন্তু এত সবের পরেও নেটদুনিয়া এই মুহূর্তে মশগুল পুজারাকে নিয়ে। বলা ভাল, আর অশ্বিনের একটি টুইট নিয়ে। কী সেই টুইট?
আরও শুনুন: ছেড়েছিলেন বিয়ের আশা, শেষমেশ সাড়ে ৩ ফুট উচ্চতার পাত্রীর গলায় মালা ৩ ফুট উচ্চতার যুবকের
আহমেদাবাদে চর্তুথ টেস্টের ৫ দিন। পিচ থেকে ভারতীয় বোলাররা কোনও সাহায্যই পাচ্ছিলেন না। সময় যত এগোচ্ছিল ততই পরিষ্কার হচ্ছিল ম্যাচের ভবিতব্য। ড্র অনিবার্য। কারণ চাইলেও অস্ট্রেলিয়া রান তুলতে পারবে না, আর অস্ট্রেলিয়ার সব উইকেট ফেলা সেই মুহূর্তে প্রায় অসম্ভব মনে হচ্ছে। তাই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা একটু বিকল্প বোলারদের দিয়ে বল করানোর কথা ভাবেন। এবং বল তুলে দেন শুভমান গিল এবং পুজারার হাতে। আর সবাইকে অবাক করে পুজারা ১ ওভার বল করে মাত্র ১ রান দেন। আর অশ্বিন ম্যাচের শেষে পুজারার বল করার সেই ছবি পোস্ট করে মজা করে লেখেন, তাহলে আমি এবার কী করি? খেলা ছেড়ে দিই? যদিও পুজারা এর উত্তরে অশ্বিনকে বলেন, যে না তিনি এটা করেছেন অশ্বিনকে ধন্যবাদ জানাতে, কারণ নাগপুরে অশ্বিন তার আগে ব্যাট করতে গিয়েছিলেন।
সব মিলিয়ে এই টুইট-তরজা কিন্তু বেশ উপভোগ করেছেন নেটিজেনরা। এত চাপের মধ্যেই একই টিমের দুই বন্ধুর এই ফুরফুরে মেজাজে বরং খুশিই হয়েছেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা।