৩৬ বছর পর বিশ্বজয়ের মুকুট পরেছে আর্জেন্তিনা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ‘মেসিভক্তরা’ নানা ভাবে সেই আনন্দের উদযাপন করেছেন। তবে জাতীয় দলের এহেন সাফল্যকে চিরস্মরণীয় করে রাখতে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন আর্জেন্টিনার এক কৃষক। বিশেষ উপায়ে প্রায় ১২৪ একর চাষের জমিতে তিনি ফুটিয়ে তুলেছেন মেসির মুখাবয়ব। এই কাজ কীভাবে করেছেন তিনি? আসুন শুনে নিই।
প্রিয় দল বিশ্বকাপ জিতেছে! এই নিয়ে আনন্দের শেষ নেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনার ফ্যানেদের। কিন্তু সেই উন্মাদনাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন আর্জেন্তিনার এক কৃষক। প্রায় ১২৪ একর চাষের জমিতে মেসির মুখাবয়ব ফুটিয়ে তুলে সারা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি।
আরও শুনুন: বিশ্বকাপ ট্রফিকে পাশে নিয়ে মেসির ঘুম, দেখে নিজের কথা মনে পড়ল কোন ফুটবলারের?
দীর্ঘ সাড়ে তিন দশকের খরা কাটিয়ে দলকে সোনালি ফসল এনে দিয়েছেন মেসি। ভক্তদের কাছে তাঁর নাম হয়ে উঠেছে বিজয়ী শব্দের সমার্থক। কখনও দেশের নোটে তাঁর ছবি ছাপানো কখনও বিপক্ষ দলের তাবড় ফুটবলারদের শ্রদ্ধা, বিশ্বজয়ের পর মেসির ঝুলিতে জমা হয়েছে বিভিন্ন রকমের সম্মান। তবে মেসিকে চির স্মরণীয় করে রাখার জন্য আর্জেন্টিনার এই কৃষকটি যা করেছেন, তার জুড়ি মেলা ভার। লাতিন আমেরিকার এই দেশটির, ফুটবলে বিশ্বখ্যাত হওয়ার পাশাপাশি কৃষিক্ষেত্রেও বেশ সুনাম রয়েছে। বলা বাহুল্য, ভুট্টা উৎপাদনে সারা বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে এই দেশ। স্বাভাবিক ভাবেই সেখানকার কৃষকরাও মূলত ভুট্টা চাষের উপরই নির্ভরশীল। একইসঙ্গে এঁরা সকলেই মেসি ভক্ত। তেমনই এক মেসিভক্ত কৃষক হলেন ম্যাক্সিমিলিওনা স্পিনেজ। তিনি আর্জেন্টিনার এক গ্রামে মূলত ভুট্টাই উৎপাদন করেন। জাতীয় দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে তিনি ঘটিয়েছেন এক অদ্ভুত কাণ্ড। রীতিমতো হিসাব করে বিশেষ এক নকশা বা প্যাটার্ন মেনে, ১২৪ একর জমিতে তিনি ভুট্টা চাষ করেছেন। যা উপর দেখলে বোঝা যাবে, সম্পূর্ণভাবে মেসির মুখবায়ব ফুটে উঠছে। স্পিনেজের বিশ্বাস তাঁর এই জমিতে যখন সম্পূর্ণভাবে ভুট্টা ফলবে তখন আরও স্পষ্ট হয়ে উঠবে মেসির মুখ।
আরও শুনুন: ইতিহাসে প্রথম, চলতি বিশ্বকাপে সব ম্যাচ দেখে রেকর্ড তরুণ ফুটবলপ্রেমীর
বলাই বাহুল্য, মেসির সম্মানার্থে এমন ব্যবস্থা প্রকৃত অর্থে নজিরবিহীন। যদিও এই কাজের সবটাই একা হাতে করেননি স্পিনেজ। এই কাজে তাঁকে সাহায্য করেছেন এক কৃষি ইঞ্জিনিয়র। তিনিই চাষের জমিতে ওই বিশেষ প্যাটার্ন তৈরি করে দিয়েছেন। ইতিমধ্যেই সেই জমিতে মেসির মুখের ছবি অস্পষ্ট ভাবে প্রকাশ পেতে শুরু করেছে। সারা বিশ্বের অনুরাগীরা সেই ছবি নির্দিষ্ট সময়ের পর কেমন দেখতে হবে তা জানার জন্য এখন অধীর আগ্রহেই অপেক্ষা করছেন।