‘জাবরা ফ্যান’, অর্থাৎ কিনা অন্ধ ভক্ত। ‘ফ্যান’ সিনেমায় এমনই এক ভক্তের উন্মাদনার গল্প বলেছিলেন শাহরুখ খান। এবার ক্রিকেটদুনিয়ার সুপারস্টার মহেন্দ্র সিং ধোনিও খুঁজে পেলেন তাঁর এক জাবরা ফ্যান-কে। যিনি ৮২ বছর বয়সেও মাঠে খেলা দেখতে ছুটেছেন স্রেফ মাহি-কে ব্যাট হাতে দেখবেন বলে! আসুন শুনে নেওয়া যাক।
মাহি-ম্যাজিক ভারতীয় ক্রিকেটের এমন এক জাদুকরী অধ্যায়, যে ইন্দ্রজালে বুঁদ হয়ে আছে কয়েক প্রজন্ম। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন তা-ও তো অনেকদিন হয়ে গেল। তবু ধোনির নামে আজও আসমুদ্র হিমাচল চঞ্চল হয়। এমনকী এই আপিএল-এ তিনি যখন খেলতে নামেন, তখন তাঁর জনপ্রিয়তার ঢেউ ঈর্ষার কারণ হতে পারে বহু তরুণ ক্রিকেটারের কাছে। আর সেই ম্যাজিক দেখতেই মাঠে ছুটে যান আট থেকে আশি।
আইপিএল-এর চলতি মরশুমে অধিনায়কের দায়িত্ব কাঁধে চাপাননি ধোনি। কিন্তু ফ্যানরা সেসব মানতে নারাজ। বলা ভালো, তাঁর দল চেন্নাইও মাঠের অধিনায়ক বলতে ধোনিকেই মানছেন। বরাবরের মতো নিজের ম্যাজিক অব্যাহত রেখেছেন ধোনি। উইকেট পিছন থেকে হোক বা ব্যাট হাতে, মাহি রয়েছেন মাহিতেই। এমনিতে পছন্দের খেলোয়াড়কে নিয়ে উন্মাদনা গোটা বিশ্বেই দেখা যায়। ভারতও তার ব্যতিক্রম নয়। বলা যেতে পারে, ভারতের এক ধর্মের নাম ক্রিকেট। ক্রিকেট দুনিয়ার একেকজন মহারথীকে কার্যত পুজোই করেন তাঁদের ভক্তরা। তাঁদের ছবি সাজিয়ে রাখা থেকে তাঁদের সম্পর্কে যাবতীয় তথ্য মুখস্থ করে ফেলা, কী করেন না তাঁরা! যেসব ক্রিকেটারকে নিয়ে এমন আকাশছোঁয়া উন্মাদনা রয়েছে ভক্তদের, ধোনি যে তাঁদের মধ্যে অন্যতম তা তো আর বলার অপেক্ষা রাখে না। আর সেই ভক্তির মাত্রায় এবার নয়া সংযোজন বছর ৮২-র বৃদ্ধা। ধোনির ডাই হার্ড ফ্যান বলতে যা বোঝায়, তিনি আদপে তাই। এই বয়সে অনেকেই নিজের কাজটুকু ঠিকমতো করতে ভয় পান। বাড়ি থেকে বেরোলেও সঙ্গে কাউকে চাই-ই-চাই। তবে ৮২-র ওই ফ্যানের সেসব বালাই নেই। তাঁর একটাই পরিচয়, তিনি ধোনির ফ্যান। আর সেই পরিচয়ই যেন আলাদা ভাবে বাড়িয়ে দিয়েছে তাঁর মনের জোর।
চলতি মরশুমে চেন্নাই বনাম কলকাতার প্রথম ম্যাচের সাক্ষী হতে তিনি হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। সেখান থেকেই ম্যাচের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছেন। তারপর সেই অভিজ্ঞতা ভাগও করেছেন নেটিদুনিয়ায়। সেখানেই পরিষ্কার জানিয়েছেন তাঁর ধোনি-প্রীতীর কথা। মাঝবয়সে কাজের চাপে সারাদিন ব্যস্ত থাকতেন। তখন ক্রিকেট ছিল তাঁর অবসর যাপনের একমাত্র সঙ্গী। অনেকসময় খেলা দেখাই তাঁর কাছে ক্লান্তি কমানোর ওষুধ হিসেবে কাজ করত বলে দাবি মহিলার। তবে সেসময় ধোনি মাঠে নামতেন না। ক্রিকেট দুনিয়া মত্ত ছিল, শচিন-শচিন চিৎকারে। বৃদ্ধাও তাতে গলা মেলাতেন। বয়স কালে সাক্ষী হলেন ধোনি ম্যাজিকের। ২০০৪ সাল থেকে নিয়মিত ধোনির খেলা ফলো করেছেন বলেই দাবি তাঁর। তবে এতদিন টিভির পর্দায় দেখছেন থালা-কে। আর শুনেছেন ‘মাহি মার রাহা’ জাতীয় কমেন্ট্রি। এবার সুযোগ পেয়েছেন সামনে থেকে ধোনিকে দেখার। তাই দুবার না ভেবে হাজির হয়েছিলেন মাঠে। তাঁর এই উন্মাদনা দেখে মুগ্ধ নেটদুনিয়াও। সেখানে প্রায় সকলেই বৃদ্ধার ধোনি-প্রীতীর প্রশংসা করেছেন। সবমিলিয়ে আইপিএল মরশুমে নতুন করে চর্চা শুরু হয়েছে এই বৃদ্ধাকে নিয়ে।
View this post on Instagram