এই তপ্ত জীবনে ঈশ্বরের কথা যেন তৃষ্ণার জলের মতোই শান্তি দেয়। সমস্ত বিষাদ, ক্লান্তি, ক্লেদ, অবসন্নতা অতিক্রম করার শক্তি দেয় এই কথামৃত। কেন ঈশ্বরের কথার ভিতর লুকিয়ে থাকে এমন শান্তির রসদ? শোনাচ্ছেন, সতীনাথ মুখোপাধ্যায়।
তব কথামৃতং তপ্তজীবনং কবিভিরীড়িতং কল্মষাপহম্।
শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ ।।
শ্রী শ্রী রামকৃষ্ণকথামৃতের খুললেই আমাদের চোখে পড়ে এই শ্লোক। যেখানে বলা হচ্ছে, তোমার অমৃত সমান কথা এই জীবনের দহন থেকে আমাদের বাঁচিয়ে রাখে। এই কথা শ্রবণেই মঙ্গল। এই কথা সব কলুষ হরণ করে।
এ আসলে ঈশ্বরের মুখের কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা আমাদের জীবনের ভ্রান্তি থেকে সঠিক পথে ফিরিয়ে আনে, আমাদের জীবনে দিকনির্দেশ হয়ে ওঠে। তাই তা কথামৃত। আবার সেকালে বৃন্দাবনধামে গোপীদের কাছে জীবনদায়ী ছিল শ্রী কৃষ্ণের কথা। তাঁরাও প্রার্থনা করেছিলেন, এই কথামৃত।
আরও শুনুন: Spiritual: শাস্ত্রমতে কখন সত্যের থেকে মিথ্যে হয়ে ওঠে শ্রেয়?
কখন গোপীদের এই কথা মনে হয়েছিল? মনে হয়েছিল এক শারদ পূর্ণিমার রাতে। বাতাস বইছে মৃদুমন্দ। চারিদিক কুসুম সৌরভে আমোদিত। সে রাতে প্রকৃতির শোভা যেন বর্ণনার অতীত। সেদিন স্বয়ং কৃষ্ণ বাঁশিতে ডাক দিলেন গোপীদের। দেবী কাত্যায়নীর পুজো করে গোপীরা বর পেয়েছিলেন যে, একদিন তাঁরা কৃষ্ণের সঙ্গ আস্বাদ করবেন একান্ত ভাবে। আজ সেই বর পূরণ করতেই গোপীদের ডাক পাঠিয়েছেন কৃষ্ণ। এই রজনীকেই আমরা রাসরজনী বলে জানি। আর এই যে এই পূর্ণিমা রাতে প্রতি গোপী সাথে আলাদা হয়ে নৃত্যগীতে মগ্ন হচ্ছেন কৃষ্ণ, একেই বলা হয় রাসলীলা। সব লীলার থেকে এই লীলা একটু আলাদা। কেননা এখানে শুধু যুগলমিলনই হয় না, থাকে যত গোপী তত কৃষ্ণ। এ লীলার মাধুর্য তাই আলাদা। এ লীলার রস তাই বারেবারে আস্বাদ করেন রসিকজনেরা।
আরও শুনুন: Spiritual: ফলের আশা না করেও কীভাবে কাজ করা যায়?
সেই শারদপূর্ণিমায় নৃত্যগীত চলছে যখন, একসময় কৃষ্ণ রাধাকে নিয়ে একটু অন্তরালে চলে গেলেন। দুজনে একসঙ্গে এগোচ্ছেন। এমন সময় রাধারানি ক্লান্ত হয়ে বললেন, তিনি যেন আর চলতে পারেন না। অর্থাৎ, ঈঙ্গিত দিলেন, কৃষ্ণ যদি তাঁকে একটু তুলে নিয়ে যান তো বড় আরাম বোধ করেন তিনি। কৃষ্ণ মনে মনে ভাবলেন, সব গোপীদের থেকে রাধারানিকে আলাদা করা হয়েছে বলে, রাইয়ের মনেও বুঝি একটু অহংকারের আভাস দেখা দিয়েছে। তা দূর করতে তিনি সেখান থেকে অন্তর্হিত হলেন। রাধারানি তখন কানু হারিয়ে শুরু করলেন বিলাপ। এমন সময় সেখানে এসে পৌঁছলেন অন্যান্য গোপীরাও। তাঁরাও কৃষ্ণকে হারিয়ে বিলাপ করছেন। ক্রন্দন করছেন।
বাকি অংশ শুনে নিন ক্লিক করে।