উপবাস শব্দের অর্থ নিকটে অবস্থান করা। কার নিকটে বাস? উপবাসেই কি প্রার্থনায় সাড়া দেন ভগবান? শোনাচ্ছেন, সতীনাথ মুখোপাধ্যায়।
আমাদের বাড়ির মায়েরা, স্বামী-সন্তানের মঙ্গলকামনায় গৃহস্থের কল্যাণে উপবাস করেন। বাংলায় রয়েছে নানা ব্রতকথা’র চল। যেমন বিবাহিত এয়োস্ত্রীদের জন্য নানা ব্রতকথা আছে, তেমনই আবার কুমারী মেয়েদের জন্যেও রয়েছে ব্রতর রকমফের। সনাতন ধর্মে উপবাস নিয়ে রয়েছে নানা উপদেশ।
আরও শুনুন: অমরত্বের সন্ধানে কোন পথে ধাবিত হয় আমাদের চিন্তা?
উপবাস শব্দের অর্থ নিকটে অবস্থান করা। কার নিকটে বাস? এই প্রশ্নের উত্তর মেলে শব্দটি ভেঙে দেখলে। ‘উপ’ শব্দের অর্থ নিকট, ‘বাস’ শব্দের অর্থ, বাসস্থান করা। বাচিক, মানসিকভাবে কায়মনবাক্যে সংযম পালন পূর্বক ঈশ্বরের নিকট অবস্থান বা সান্নিধ্যগ্রহণের নামই উপবাস। তবে উপবাস মানে কিন্তু অনাহারে শরীরকে কষ্ট দিয়ে কঠোর কৃচ্ছ্রসাধন নয়। উপবাসের উদ্দেশ্য, সর্বেন্দ্রিয়ের সংযম সাধন। অভীষ্ট দেবতার প্রতি একান্ত একাগ্রতা প্রদর্শন।
বিস্তারিত শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।