উৎসবের শেষ দিন দশমী। আশ্বিন মাসের শুক্লা পক্ষের দশমী তিথিতে শ্বশুরবাড়ি কৈলাসে পাড়ি দেন মা দুর্গা। এদিন বিষাদের সুরেই বিজয়া পালন করেন মর্তবাসী। ভক্তের চোখে ধরা পড়ে দেবীর চোখে জল! আবার এদিনই সিঁদুর খেলেন মহিলারা। সম্প্রতির বার্তায় চলে শুভেচ্ছা বিনিময় ‘শুভ বিজয়া’। এইসঙ্গে আছে মিষ্টিমুখের পালাও। কেন এমন দুঃখ ও আনন্দ মেশানো রীতি, তার পৌরাণিক ব্যাখ্যায় নানা কাহিনির উল্লেখ পাওয়া যায়।
পুরাণ মতে মহিষাসুরের সঙ্গে একটানা ৯ দিন ও ৯ রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে জয় লাভ করেছিলেন দেবী দুর্গা। সেই জয়কেই চিহ্নিত করে বিজয়া দশমী। যদিও উত্তর ও মধ্য ভারতে এই দিনে উদযাপিত হয় দশেরা। এই দশেরার তাৎপর্য কিন্তু ভিন্ন।
আরও শুনুন: দশমীতে দেবী দুর্গার যাত্রার খবর দেয় নীলকণ্ঠ পাখি, জেনে নিন এই পাখির কথা
বাল্মীকি রচিত রামায়ণে কথিত আছে, আশ্বিন মাসের শুক্লা পক্ষের দশমী তিথিতে রাবণকে বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। তাই এই দিনটিকে দশেরা বা দশহরা হিসেবে পালন করেন উত্তর ও মধ্য ভারতের মানুষ। আবার কালিদাসের রঘুবংশ ও তুলসীদাসের রামচরিতমানসে বলা হয়েছে যে আশ্বিন মাসের তিরিশতম দিনে লঙ্কা জয় করে সস্ত্রীক অযোধ্যায় ফিরেছিলেন শ্রী রামচন্দ্র। সেই প্রত্যাবর্তন উপলক্ষে ঘরে ঘরে জ্বলেছিল দীপের আলো। সেই রীতিই দশেরা ও দীপাবলিতে পালন করা হয়। এছাড়াও এদিনেই ইন্দ্র বৃত্রাসুরকে যুদ্ধে আহ্বান করে বধ করেছিলেন।
আরও শুনুন: অষ্টমীতে মায়ের চরণে ১০৮টি পদ্ম নিবেদন, সারদাকে দেবীরূপে পূজা করেছিলেন স্বামী বিবেকানন্দ
দশমীর একটি দার্শনিক তাৎপর্যও রয়েছে। ফলে বিষাদের সুরে বিজয়া দশমী পালন করা হলেও সধবা মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন এইদিনে। আলিঙ্গনে আবদ্ধ হন পুরুষরা। চলে মিষ্টিমুখের পালাও। বিশ্ব সংসারে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে এভাবেই। এও বিজয়া দশমীর এক অভিনবত্ব।
দশমী শোকের ছায়া বহন করলেও শাস্ত্রে এই দিনটিকে সেভাবে দেখা হয়নি। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের একটি কাহিনি স্মরণযোগ্য। শোনা যায়, রানি রাসমণির জামাতা মথুরবাবু একবার আবেগপ্রবণ হয়ে দশমীর দিনেও মা দুর্গাকে বিসর্জন দেবেন না বলে জেদ ধরেন। সেই সময় রামকৃষ্ণদেব তাঁকে বোঝান, বিজয়ার অর্থ দেবীমা ও সন্তানের বিচ্ছেদ নয়। তিনি আরও বলেন, মা কখনও তার সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারেন না। এতদিন মা দালানে বসে পুজো নিয়েছেন, এরপর মা হৃদয়মন্দিরে বসে পুজো নেবেন। এরপরেই নাকি মথুর শান্ত হন এবং বিসর্জন হয় মা দুর্গার প্রতিমার।