ভাইফোঁটা সারা ভারতের উৎসব। বাঙালিদের কাছে যা ‘ভাইফোঁটা’ হিন্দিভাষীদের কাছে তাই ‘ভাইদুজ’, মহারাষ্ট্রে বলা হয় ‘ভৌ বিজ’, দক্ষিণ ভারতে ‘যমদ্বিতীয়া’। নেপাল ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে মানুষেরা বলেন ‘ভাইটিকা’। এই বছরে ভাইফোঁটা দেওয়ার শুভক্ষণ কখন? কী কী রীতি মানবেন ভাইফোঁটা দেওয়ার সময়?
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠিত হয়। ক্যালেন্ডার অনুযায়ী এই বছরে ৬ নভেম্বর পড়েছে দ্বিতীয়া। যদিও আগের দিন ৫ নভেম্বর রাত ১১ বেজে ১৪ মিনিট থেকেই দ্বিতীয়া শুরু হয়ে যাবে। চলবে পরদিন সন্ধে ৭টা ৪৪ মিনিট পর্যন্ত। অর্থাৎ সারা দিনই ভাইফোঁটা দিতে পারবেন বোনরা। তবে পঞ্জিকা মতে ফোঁটা দেওয়ার সবচেয়ে শুভ সময় দুপুর ১টা ১০ মিনিট থেকে দুপুর ৩টে ২১ মিনিট পর্যন্ত। এই ২ ঘণ্টা ১১ মিনিট ফোঁটা দেওয়া ও নেওয়ার জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময়।
রীতি অনুযায়ী ভাইকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায় বোন। নকশিকাঁথার কাজ করা সূতির আসনে ভাইকে বসিয়ে শুরু হয় ফোঁটা দেওয়ার অনুষ্ঠান। ফোঁটা নেওয়ার সময় ভাই কোন দিকে মুখ করে বসবে তারও একটা নিয়ম রয়েছে। শাস্ত্র অনুযায়ী পূর্ব দিকে মুখ করে ফোঁটা নেওয়া শুভ। তবে সমস্যা থাকলে উত্তর-পূর্ব দিকে মুখ করে ফোঁটা নেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখবেন, কখনই দক্ষিণ দিকে মুখ করে ভাইফোঁটা নেবেন না। এটা অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয়।
আরও শুনুন: নিজেই করতে পারেন দীপান্বিতা লক্ষ্মীপুজো, জানেন শাস্ত্রসম্মত পূজার বিধি?
এরপর কাঁসা বা পিতলের থালায় ধান-দূর্বা, ঘরে আমপাতায় পারা কাজল, চন্দন সাজিয়ে রাখা হয় ভাইয়ের সামনে। সঙ্গে থাকে ঘিয়ের প্রদীপ ও শঙ্খ। মুখ মিষ্টি করানোর জন্য থাকে ভাইয়ের পছন্দের সমস্ত মিষ্টি। এর পর বোনেরা বাঁ হাতের কড়ে আঙুলে কাজল নিয়ে এঁকে দেয় ভাইয়ের ভ্রু-যুগল। এর পর ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়ার সময় মনে মনে ছড়া কাটে বোনেরা—
‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।’
চন্দনের ফোঁটা দেওয়ার পর শঙ্খধ্বনির মাঝে ধান-দূর্বা দিয়ে ভাইকে আশীর্বাদ করে বোন। এরপর মিষ্টিমুখ করার পালা। এ ভাবেই বাংলার ঘরে ঘরে পালিত হয়ে আসছে ভাই-বোনের অটুট বন্ধনের উৎসব ভাই ফোঁটা।
আরও শুনুন: প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপুজোয় এই নিয়মগুলো পালন করুন, অসীম কৃপা পাবেন দেবীর
তবে এই উৎসব যেহেতু সারা ভারতের ফলে নিয়ম রীতির কিছু তারতম্য রয়েছে। দিনেরে শেষে আসল ব্যপারটা কিন্তু এক। তা হলে ভাই ও বোনের একে অপরের প্রতি মঙ্গলকামনা।