পুজোয় বড্ড জ্বালাবে বৃষ্টি-‘অসুর’। আশঙ্কায় অনেকের কপালে এখন থেকেই চিন্তার ভাঁজ। তবে পুজোয় বেরোনো মাটি হলেও, বাড়িতে সময় কাটাতে সমস্যা হবে না। কারণ এবারের পুজোয় মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজ। কোন কোন সিনেমা বা সিরিজ রয়েছে এই তালিকায়? আসুন শুনে নিই।
ঘুম ভেঙেছে মেঘ ডাকার শব্দে। এদিকে ক্যালেন্ডার বলছে, আজ সপ্তমী। কোথায় ঢাকের আওয়াজে ঘুম ভাঙবে, তা না, সকাল থেকে মেঘের গর্জন। ঘর থেকে বেরোনোর উপায় নেই। পাড়ার প্যান্ডেলে বসলেও ভিজতে হবে। ভাবতে কষ্ট হলেও, আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক কিছু পূর্বাভাস যা জানাচ্ছে, তাতে হয়তো এমন দৃশ্যই সত্যি হয়ে উঠবে। সত্যিই যদি এমনটা হয়, তাহলে কী করবেন পুজোয়? চিন্তা নেই, ঘরে বসে এইসব সিনেমা বা ওয়েব সিরিজ দেখে নিশ্চিন্তে কাটিয়ে দিতেন পারেন এবারের পুজো।
বাঙালির আবেগ দুর্গাপুজো। সে কথা মাথায় রেখে প্রতি বছর পুজোর সময় বেশ কিছু বাংলা সিনেমা মুক্তি পায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বৃষ্টি পড়লে হলে যেতে সমস্যা হতেই পারে। তাও কোনওভাবে পৌঁছে গেলে মন ভালো হতেই পারে। কারণ এবারের পুজোয় তিন তিনটে নতুন বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে। তালিকার প্রথমেই রয়েছে টেক্কা। সৃজিত মুখোপাধ্যায়ের এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে তারকা অভিনেতা দেবকে। সেইসঙ্গে রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় সহ আরও অনেক টলিউড সেলেব। ইতিমধ্যেই সিনেমাটির টিজার সকলের নজর কেড়েছে। এরপর শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী’। এই সিনেমা নিয়েও অনেকে উচ্ছ্বসিত। সিনেমাটির বিষয় একেবারেই ভিন্ন ধারার। সেইসঙ্গে রয়েছে চমৎকার কিছু গান। সবমিলিয়ে এই সিনেমাও বক্স অফিস কাঁপাবে, মনে করছে ওয়াকিবহাল মহল। তৃতীয় সিনেমাটি শাস্ত্রী। কিংবদন্দি অভিনেতা মিঠুন চক্রবর্তী রয়েছে মুখ্য ভূমিকায়। জ্যোতিষ বনাম বিজ্ঞান, এই দ্বন্দ নিয়েই তৈরি হয়েছে সিনেমা। যা অনেকেরই পছন্দের হতে পারে। হিন্দি ছবির ক্ষেত্রেও ব্যতিক্রম হচ্ছে না। পুজোর শুরুতেই আলিয়া ভাটের ‘জিগরা’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এই সিনেমাও বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারে। এছাড়া, ‘হাঙ্কি পাঙ্কি’, ‘রবি কুমার’, ‘সুপার ধামাল’ এইসব সিনেমাও মুক্তির অপেক্ষায়। পুজোর সময় বা পুজোর পরে পরেই মুক্তি পাচ্ছে এই কয়েকটি সিনেমা। ইংরেজি সিনেমার ভক্তরাও এবারের পুজোয় বড় চমক পাবেন। আসছে জোকার-এর সিক্যুয়েল। সেইসঙ্গে আরও একগুচ্ছ নতুন সিনেমা রিলিজের অপেক্ষায়।
কিন্তু বৃষ্টি পড়লে তো হলে যাওয়ার উপায় নেই। তাই দুধের স্বাদ মেটাতে পারেন ঘোলেও। অর্থাৎ এমন কিছু সিনেমা যা কিছুদিন আগে বক্স অফিস কাঁপিয়েছে, দুর্গাপুজোর মধ্যেই সেসব আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। একেবারে নিশ্চিতভাবে তালিকায় রয়েছে, স্ত্রী ২। কিছুদিন আগে এই সিনেমা বক্স অফিস কাঁপিয়েছে। এবার ওটিটিতেও দেখা যাবে এই সিনেমা। এছাড়া সরফিরা, দ্য সিগনেচার সহ একাধিক নতুন সিনেমা আসছে ওটিটি দুনিয়ায়। বাংলায় আসছে ফেলুদা। ওটিটিতে এবারের পুজোর আগে রিলিজ করবে ফেলুদার ভূস্বর্গ ভয়ঙ্কর। হইচই-এর এই সিরিজ পছন্দের তালিকায় রাখা যেতে পারে। এছাড়া সিনেমা তো রয়েছেই। বিশেষ করে পুরনো দিনের সিনেমা। যেকোনও সময় সেসব দেখা যেতে পারে পছন্দের ওটিটি প্ল্যাটফর্মে। কাজেই পুজোয় সময় কাটানোর অন্যতম উপায় হতে পারে সেইসব সিনেমাও। কাজেই বৃষ্টিতে পুজোর আমেজ খানিকটা মার খেলেও তাতে ছুটির আমেজ অবশ্য ফিকে হবে না।