প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়া আর প্রেম বাদ দিয়েও দুর্গাপুজোয় যা কিছু করতেই হয়, তার মধ্যে প্রথমেই রয়েছে অষ্টমীর অঞ্জলি। মনের মানুষ পাশে থাকলে তো কথাই নেই। তবে তেমনটা না হলেও, অষ্টমীর অঞ্জলি মিস করতে চান না কেউই। কিন্তু অঞ্জলি তো আর সারাদিন ধরে হবে না! চলতি বছরে ঠিক কখন হবে দুর্গাষ্টমীর অঞ্জলি? আসুন শুনে নিই।
বাঙালির কাছে দুর্গাপুজো (Durga Puja 2023)আবেগের উৎসব। বিদেশ থেকে পাড়ায় ফেরা, বাড়ির সবার জন্য নতুন জামাকাপড় কেনা, তারপর সেসব পরে প্যান্ডেলে প্রতিমা দর্শন। আর এই সব কিছুর মধ্যে যেটা না হলেই নয়, তা অষ্টমীর অঞ্জলি। দুর্গাপুজোর চারদিনের মধ্যে অষ্টমী তিথিটি যে অতি গুরুত্বপূর্ণ, সে কথা বলা আছে শাস্ত্রেও। মনে করা হয়, এই দিনে ভক্তের সকল কামনা পূরণ হতে পারে, যদি দেবী কৃপা করেন।
আরও শুনুন: দুর্গাপুজোর অষ্টমীতে এই আচারগুলি পালন করলে মেলে দেবীর অক্ষয় কৃপা
বাঙালির প্রচলিত নিয়ম অনুযায়ী দুর্গাপুজো ৫ দিনের। দেবীর বোধন হয় ষষ্টীতে। তারপর সপ্তমী, অষ্টমী, নবমী তিন দিন দেবীর প্রধান পুজো। সবশেষে দশমীতে বিসর্জন। এর মধ্যে প্রতিটা দিনের আলাদা বৈশিষ্ট্য। যেমন সপ্তমীতে নবপত্রিকা স্নান। অষ্টমীতে কুমারী পুজো। নবমীতে হোম। এই নিয়মই মোটামোটি প্রচলিত। কোথাও কোথাও নবমীতেও কুমারী পুজোর চল রয়েছে। কিংবা সন্ধিপুজোর সময় বলিদান হতেও দেখা যায়। তবে অঞ্জলিটা মূলত অষ্টমীর জন্যই তোলা থাকে। দুর্গাপুজোর বাকি দিনগুলোতে অঞ্জলি হলেও অষ্টমীর অঞ্জলির গুরুত্ব কিছুটা হলেও আলাদা। চলতি বছরে অষ্টমী অক্টোবরের ২২ তারিখ। পঞ্জিকামতে, তার আগেরদিন সন্ধ্যায় অষ্টমী তিথি পড়ছে। তবে সূর্যোদয়ের হিসাবে ধরলে অষ্টমী শুরু হচ্ছে, ২২ অক্টোবর ভোর ৫ টা ৪০ থেকে। এদিন বিকেল ৫ টা ১৬ অবধি অষ্টমী তিথি রয়েছে। সারাদিনই পুজো করা যেতে পারে। তবে পঞ্জিকায় যে ৯টা ২৭ অবধি অমৃতযোগের উল্লেখ রয়েছে। এর মধ্যেই অঞ্জলি সেরে নেওয়া উচিত। যে কোনও পুজোর ক্ষেত্রেই সকাল সকাল সেরে নেওয়া মঙ্গলজনক। অষ্টমীর অঞ্জলিও সেই হিসাবে ২২ অক্টোবর সকাল ৯ টা ২৭ এর মধ্যে দেওয়া যেতে পারে। এছাড়া অষ্টমীর দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে ‘দুর্গা চালিশা’ পাঠ করলে দেবী কৃপা করেন। শাস্ত্র অনুযায়ী অষ্টমীর দিন দেবীর চরণে ১০৮টি লাল পদ্ম অর্পণ করলে এবং ১০৮ বার দেবীর নাম জপ করলে সংসারে সমৃদ্ধি আসে।
আরও শুনুন: গণেশজননী বা অসুরদলনী নন, শাস্ত্রে উল্লেখ রয়েছে দুর্গার আরও যে রূপগুলির
তবে স্রেফ অষ্টমী নয়, সন্ধিপুজোও যথেষ্ট গুরুত্বপূর্ণ। অনেকেই সকাল থেকে উপোস করে থাকেন। সন্ধি পুজো শেষ হলে প্রসাদ খান। গোটা পুজোয় সবথেকে বেশি গুরুত্ব রয়েছে এই সন্ধিক্ষণের। চলতি বছরে, সন্ধিপুজো শুরু হচ্ছে ২২ অক্টোবর বিকেল ৫ টা ১৬ মিনিটে। তা শেষ করতে হবে বিকেল ৫ টা ৪০ মিনিটের মধ্যে। এর মধ্যেই দ্বীপ প্রজ্জ্বলন,বলিদান সহ যাবতীয় আচার পালন করতে হবে। এছাড়া সন্ধিপুজোর শুরু থেকে শেষ পর্যন্ত পুজোটি দেখুন এবং সেই সময়ে দেবীর রূপ দর্শন করুন। এই দর্শনও সৌভাগ্য বয়ে আনে। সন্ধিপুজো হয়ে যাওয়ার পর দেবীর চরণ থেকে একটি পদ্ম ফুল এনে নিজের ঘরে রেখে দিন। দেবীর কৃপা পাবেন। এই তিথিতে লাল বা হলুদ রঙের বস্ত্র বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ বলে মানে করা হয়। দুর্গাপুজোর যে কোনও দিন বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করলে সংসারের মঙ্গল হয়। যা অষ্টমী তিথিতেও শুভ। সুতরাং সময়ের দিকে খেয়াল রেখে অষ্টমীর অঞ্জলি দিলে ভালো কাটবে সারা বছর। অষ্টমী তিথি যেমন দুর্গাপুজোর আনন্দের সেরা দিন, তেমনই এই তিথিতে নির্দিষ্ট নিয়ম পালন করলে সংসারে সুখ, সমৃদ্ধি আসতেও সময় লাগে না।