বাঙালিয়ানা মানে শুধু পোশাক কিংবা খাওয়া-দাওয়া নয়। শুদ্ধ বাংলা বলা ও বানান ঠিক লেখাও তারই অনিবার্য অঙ্গ। সেই অঙ্গীকারেই বাঙালির এই নয়া আলেখ্য।
পাঠ সুযোগ বন্দ্যোপাধ্যায়
অংশগ্রহণ চৈতালী বক্শী
অলংকরণ অর্ঘ্য চৌধুরী
শব্দগ্রহণ ও বিন্যাস শঙ্খ বিশ্বাস
একটি সংবাদ প্রতিদিন শোনো উপস্থাপনা।
কত অভিধানে কত চাল, বাঙালি আর তেমন ঘেঁটে দেখতে চায় না। তবু কালের খেয়ালে একুশে ফেব্রুয়ারি, পয়লা বোশেখ– হিন্দি-আড়ি, বাংলা ভালো– এই-ই চলছে। ফের পুজো এল, বাংলা বিজ্ঞাপনে বানান ভুলও নব রেলায় হাজির। বাঙালির বানান-প্রতিমার কুমোরটুলিটি এখনও বড় আলোহীন, অনুজ্জ্বল। ‘সংবাদ প্রতিদিন শোনো’ তাই শোনাতে চাইল, দেখাতে চাইল কিছু সাধারণ ভুল, ভালো বাংলায় যাকে ‘কমন মিসটেক’ বলে। ভুল করতেই পারেন, শুধরেও নিতে পারেন। নইলে বানানের অসুরখানা কী করে বধ হবে শুনি! ‘মহিষাসুরমর্দিনী’র ঐতিহ্য স্পর্শ করে তাই বাঙালির শুদ্ধ বানানচর্চার অঙ্গীকার।