স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে পালন করা হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। নেওয়া হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ প্রকল্পও। শুধু কি তাই, স্বাধীনতা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জাতীয় পতাকার ছবি দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাসকদলের নেতারা তো বটেই, বিরোধীরাও সেই নির্দেশ পালন করেছেন। তবে এই উদ্যোগে দেখা নেই আরএসএসের, এমনটাই অভিযোগ কংগ্রেস-সহ বিরোধীরা। তার উত্তরে কী বলল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ? আসুন, শুনে নেওয়া যাক।
৭৫ বছরে পড়ল দেশের স্বাধীনতা। এবারের স্বাধীনতা দিবসে ঘরে ঘরে উত্তোলিত হোক জাতীয় পতাকা। দেশের মানুষের কাছে তেমন আবেদনই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে চলেছে লাগাতার প্রচারও। এর মধ্যেই গত ৩১ জুলাই, ‘মন কি বাত’ অনুষ্ঠানে আরও একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের কথা স্মরণে রেখে দেশবাসীকে নিজের নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে তেরঙার ছবি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি ।
প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ইতিমধ্যেই বদলাতে শুরু করেছে দেশবাসীর সোশ্যাল মিডিয়া ডিপি। সেই উদ্যোগে শামিল হয়েছেন দেশের একাধিক মন্ত্রী এবং নেতারা। এমনকি বিভিন্ন সরকারি বিভাগের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও বদল করা হয়েছে ছবি। মোদির কথা অক্ষরে অক্ষরে না মানলেও প্রোফাইল পিকচার বদলেছে কংগ্রেসও। জাতীয় পতাকার সঙ্গে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ছবি আপলোড করেছেন তাঁরা। বদলেছে হ্যাশট্যাগও। ‘হর ঘর তিরঙ্গা’-র বদলে তাঁরা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন ‘মাই তিরঙ্গা মাই প্রাইড’ কথাটিকে। রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী থেকে শুরু করে জয়রাম রমেশ, বহু কংগ্রেস নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই জ্বলজ্বল করছে সেই ছবি।
আরও শুনুন: ভারতের হিজাব বিতর্কে ছিল সমর্থন, আল কায়দা প্রধানের নিকেশে মিলল ‘সুবিচার’, বললেন ওবামা
তবে এই উদ্যোগে একমত হয়নি বিজেপি-ঘনিষ্ঠ বিহারের জনতা দল এবং মহারাষ্ট্রের শিবসেনা। পাশাপাশি আর একটি অভিযোগে সরব বিরোধীরা। তাঁদের দাবি, এই উদ্যোগে শামিল হয়নি খোদ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘও। যা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েনি প্রধান বিরোধীদল কংগ্রেস। এ প্রসঙ্গে টুইট করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর প্রশ্ন, “প্রধানমন্ত্রীর বার্তা সম্ভবত তাঁর পরিবারের কাছেই পৌঁছয়নি। গত ৫২ বছরে নাগপুরে আরএসএসের সদর দপ্তরে যাঁরা একবারও জাতীয় পতাকা তোলেননি, তাঁরা কি প্রধানমন্ত্রীর কথা আদৌ মানবেন?” কংগ্রেসের মিডিয়া ও জনসংযোগ দপ্তরের চেয়ারম্যান পবন খেরা আরও এক ধাপ এগিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের টুইটার অ্যাকাউন্টের স্ক্রিনশটই শেয়ার করে ফেলেছেন সরাসরি। সঙ্ঘসেবকদের মনে জাতীয় পতাকার প্রতি কোনও শ্রদ্ধা নেই বলে তোপ দেগেছেন যুব কংগ্রেসের সভাপতি বিভি শ্রীনিবাস।
আরও শুনুন: প্রকৃতির বুকেই আভাস দেশের জাতীয় পতাকার, অপূর্ব দৃশ্যের উল্লেখ ‘অমৃত মহোৎসব’ উদযাপনেও
তবে সেই অভিযোগের পাল্টা জবাব দিতে ছাড়েনি আরএসএসও। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল অম্বেকরের মতে, স্বাধীনতা দিবস উদযাপনের মতো বিষয়ের মধ্যে রাজনীতিকে টেনে আনা একেবারেই উচিত নয়। তিনি এ-ও জানান, ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ও ‘হর ঘর তিরঙ্গা’ প্রকল্পকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছে আরএসএস। আর সে কথা জুলাই মাসেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল সঙ্ঘের তরফে। সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার পরিবর্তনের ব্যাপারটি নিয়ে তিনি জানান, এ বিষয়ে কাজ চলছে। সঙ্ঘ ব্যাপারটিকে নিজের মতো করে সামলাবে বলেই জানান অম্বেকর। তাছাড়া স্বাধীনতা দিবস উদযাপনের নিজেদের মতো করে বেশ কিছু ভাবনাচিন্তা সঙ্ঘের রয়েছে বলেও জানান তিনি।