১৭ সেপ্টেম্বর জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আর সেদিনই প্রথম জাতীয় পতাকা উড়বে নয়া সংসদ ভবনে। শুনে নেওয়া যাক।
নয়া সংসদ ভবনের উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানে। এবার সেখানেই উড়বে দেশের জাতীয় পতাকা। আর তা হতে চলেছে ১৭ সেপ্টেম্বর অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনেই।
আরও শুনুন: মন্দিরের জল্পনাই কি সত্যি? প্রাচীন মসজিদ থেকে সরস্বতী মূর্তি উদ্ধার ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশ
আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর বিশেষ অধিবেশনের ডাক দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, তা শুরু হবে পুরনো ভবনেই। তবে, পরে সেই অধিবেশন বসবে নতুন সংসদ ভবনেও। নয়া সংসদ ভবনে এই প্রথম অধিবেশন হবে, তাই নিয়ে প্রস্তুতিও তুঙ্গে। নয়া যাত্রাপথের সূচনাতেই জাতীয় পতাকা উত্তোলন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ ব্যাপাএ প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে। জানা গিয়েছে, নয়া সংসদ ভবনের গজদ্বারেই এই পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকরা নয়া সংসদ ভবনের শব্দব্যবস্থা খতিয়ে দেখেছেন। পাশাপাশি নয়া ভবনের ক্যাফে ও কিচেনও এই সঙ্গে চালু হয়ে যাবে। তারও তদারকি সেরেছেন আধিকারিকরা।
আরও শুনুন: ভারতে এসে সাংবাদিক সম্মেলন ট্রুডোর, কিন্তু সাহস নেই মোদির! খোঁচা সাকেতের
নয়া সংসসদে প্রথমবার অধিবেশনের আগে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই পতাকা উত্তোলন পর্বটিও। ২৮ মে প্রধানমন্ত্রী স্বয়ং উদ্বোধন করেছিলেন এই নয়া সংসদ ভবন। ঘটনাচক্রে তাঁর জন্মদিনে জাতীয় পতাকা উত্তোলন করেই শুরু হচ্ছে নয়া ভবনের কার্যাবলিও।