অপরাধীদের ক্ষমা করার শিক্ষা দিয়েছে রামায়ণ-ই। আর সেই অনুসারেই এ দেশের আইনেও অপরাধীকে ক্ষমা করার সুযোগ রয়েছে। এমনই মন্তব্য করলেন মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন। কোন প্রসঙ্গে এ কথা বলেছেন তিনি? আসুন শুনে নিই।
ভারতীয় আইনে যে কোনও অপরাধীকে ক্ষমা করার সুযোগ রয়েছে, সেই শিক্ষা আসলে দিয়েছে রামায়ণই। এমনই মন্তব্য শোনা গেল মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথনের মুখে। তাঁর মতে, সংবিধানের ৭২ নম্বর অনুচ্ছেদে থাকা কোনও আসামিকে স্বয়ং রাষ্ট্রপতির ক্ষমা করাই হোক, কিংবা ফৌজদারি দণ্ডবিধির ৪৩২ ধারা মোতাবেক সাজা মকুব হওয়া, সব কিছুরই উৎস নাকি রামায়ণ।
আরও শুনুন: ভুল বলে ভুল! স্ত্রীকে ফেলেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরলেন ভুলোমনা স্বামী
সম্প্রতি হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় অধিভক্ত পরিষদের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়েই এহেন মন্তব্য করেছেন বিচারপতি। আসলে নিজের বক্তব্যে রাজীব হত্যার প্রসঙ্গ টেনেছিলেন বিচারপতি। বলেন রাজীব গান্ধীর হত্যাকারীদের ছাড়া পাওয়ার সুপ্রিম সিদ্ধান্তের কথাও। আর সেই সূত্রেই রামায়ণের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। যেখানে সীতা হনুমানকে শেখাচ্ছেন ক্ষমা করতে। আসলে রাম-রাবণের যুদ্ধের শেষে লঙ্কায় সীতাকে ফিরিয়ে আনতে গিয়ে হনুমান দেখেছিলেন, কিছু রাক্ষসী তখনও বেঁচে আছে। হনুমান তাদের মেরে ফেলতে উদ্যত হলে সীতা তাঁকে বাধা দিয়ে বলেন, কেউ ভুলভ্রান্তির ঊর্ধ্বে নয়। তাই কেউ অত্যাচার করলেও তাকে প্রত্যাঘাতের বদলে ক্ষমার কথাই ভাবা উচিত। রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি নিয়ে বিচলিত হলেও, এই ভাবনাটিকেই গুরুত্ব দিতে চান স্বামীনাথন।
আরও শুনুন: মা-বাবার ঝগড়ায় অতিষ্ঠ, দাম্পত্য ঝামেলা এড়াতে ভগবান বিষ্ণুকে বিয়ে তরুণীর
রামায়ণের প্রশস্তির পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের একাংশকেও বিঁধতে ছাড়েননি ওই বিচারপতি। কাশ্মীর ইস্যু টেনে একটি পুরনো ঘটনার কথা উল্লেখ করেন তিনি। যখন জনাকয়েক জঙ্গি একটি মসজিদে ঘাঁটি গেড়ে বসে বলেছিল, নিরাপত্তা বাহিনী ঢুকলেই তারা মসজিদ উড়িয়ে দেবে। এই প্রসঙ্গেই বিচারপতি স্বামীনাথন বলেন, ‘‘এই তো ওদের নিজের ধর্মের প্রতি শ্রদ্ধার নমুনা।” বিচারপতি আরও বলেছেন, সেসময় রমজান মাস চলছিল, এবং কোনও এক আদালত ওই জঙ্গিদের বিরিয়ানি খাওয়ানোর আদেশ দিয়েছিল। এমন ‘বিরিয়ানি আইনশাস্ত্র’ কোথাও দেখেননি বলেও মন্তব্য করেছিলেন বিচারপতি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় বিচারব্যবস্থা নিজেকে পালটে নিয়েছে অনেকখানিই, এমনটাই মত বিচারপতি স্বামীনাথনের।