একটি বিশেষ ক্লাসের আয়োজন করেছে কলেজ। তাই নিয়ে পড়ুয়াদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কারণ, ক্লাসেই যে মিলবে সিনেমা দেখার সুযোগ। তবে যে-সে সিনেমা নয়, একেবারে নীলছবি অর্থাৎ পর্ন ফিল্ম দেখানো হবে এই ক্লাসে। আর সেইজন্যই এই ক্লাসে যোগ দিতে উৎসাহের শেষ নেই পড়ুয়াদের মধ্যে।
একসঙ্গে বসে পর্ন দেখবে পড়ুয়ারা? এমনটাও কি সম্ভব? আজ্ঞে হ্যাঁ। সম্প্রতি তেমনই উদ্যোগ নিয়েছে একটি কলেজ। পড়ুয়ারা একসঙ্গে বসে পড়াশোনা করে, আলাপ আলোচনা করে, পরীক্ষা দেয়, এ তো হয়েই থাকে। কলেজ থেকেও তাদের জন্য স্পেশাল ক্লাস, সেমিনার, বিতর্কসভা ইত্যাদির আয়োজন করা নতুন কথা নয়। কিন্তু এই ক্লাসটি সব অর্থেই স্পেশাল। ক্লাসের অংশ হিসেবেই নাকি নীলছবি দেখানো হবে পড়ুয়াদের। ক্লাসের শিরোনাম দেওয়া হয়েছে, ‘ফিল্ম ৩০০০ পর্ন’। আর সেই বিশেষ ক্লাসটিতে যোগ দেওয়ার জন্য উৎসাহে ফুটছে পড়ুয়ারা।
আরও শুনুন: এই নম্বরগুলি থেকে ফোন এলে বিপজ্জনক, গ্রাহকদের সতর্ক করল SBI
ব্যাপারটা ঠিক কী?
আমেরিকার উটা রাজ্যের একটি প্রাইভেট লিবারাল আর্টস কলেজ সম্প্রতি এহেন উদ্যোগ নিয়েছে। কেবলমাত্র পর্ন বিষয়ে আলোচনা করার জন্যই একটি গোটা ক্লাস বরাদ্দ করেছে তারা। স্বাভাবিকভাবেই, এই বিষয় নিয়ে অ্যাকাডেমিক আলোচনা করতে গেলে তা কেবল বইপত্র কিংবা কথাবার্তা দিয়ে সম্পূর্ণ করা সম্ভব নয়। এ ধরনের কোনও আলোচনায় বিষয়ের ছবি এবং ভিডিও-ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আর সেই কারণেই এই ক্লাসে পর্নোগ্রাফিক ভিডিও দেখানো হবে বলেও জানিয়েছে ওই কলেজটি।
আরও শুনুন: গাছের মতোই মাথা তুলে দাঁড়িয়ে সারি সারি পাথর, কোথায় আছে এই আশ্চর্য ‘পাথরের জঙ্গল’?
কিন্তু কেন এমন একটি বিষয়কে নিয়ে স্পেশাল ক্লাস করার কথা ভাবা হল?
তার উত্তরে কর্তৃপক্ষ জানিয়েছেন, আমেরিকার যাপনে পর্নোগ্রাফি প্রায় ডাল-ভাতের মতোই রোজকার ব্যাপার। এদিকে পর্নোগ্রাফির সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি টাকার ব্যবসাও। সুতরাং তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। বিনোদনের অন্য যে কোনও মাধ্যমের থেকে এটি অনেক বেশি জনপ্রিয়। যে জিনিসটি জীবনযাপনের সঙ্গে এমন ঘনিষ্ঠভাবে জড়িয়ে গিয়েছে, সমাজবিদ্যার শিক্ষার্থীদের পক্ষে তার স্বরূপ বুঝে নেওয়া জরুরি। কারণ এই বিষয়টি সমাজের একাধিক স্তরকে ভিন্নভাবে তুলে ধরতে পারে। এমনকি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক এবং যৌনতাভিত্তিক ছকগুলোর প্রতিও। বিশেষ করে সমাজের বিভিন্ন শ্রেণিতে, বিভিন্ন স্তরে যে যৌন অসাম্যের ছবিটা দেখা যায়, তারও বিশ্লেষণ উঠে আসবে এই ক্লাসে, এমনটাই মত কলেজ কর্তৃপক্ষের। জাতি, শ্রেণি এবং লিঙ্গের ভিত্তিতে সমাজে যৌনতার যে রকমফের দেখা যায়, এই ক্লাসে তা নিয়েও প্রশ্ন করতে পারবে পড়ুয়ারা। আর সেখান থেকেই হয়তো উঠে আসবে ভাবনার কোনও নতুন দিশা, এমন আশা নিয়েই এই ক্লাস শুরু করতে চলেছে কলেজটি।